বাংলার খবর২৪.কম : নওগাঁর আত্রাইয়ে ডাকাতি করার সময় ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তাসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত বাড়ির কর্তা বাবুল ইসলামকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর রাতে উপজেলার বিষা ইউনিয়নের খাস খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতদের বেদম মারপিটে বাড়িরকর্তা আলহাজ্ব ঝাড়ু ফকিরের ছেলে বাবুল ইসলাম, তার স্ত্রী রোকেয়া বেগম, বড় ছেলে রফিকুল ইসলাম ও ছোট ছেলে করিম হোসেন আহত হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বিষা ইউনিয়নের খাস খামার গ্রামের আলহাজ্ব ঝাড়ু ফকিরের ছেলে বাবুল ইসলামের বাড়িতে রাত ৩টার দিকে ১০/১২জনের একদল ডাকাত নৌকা যোগে এসে ডাকাতি শুরু করে। এ সময় বাড়ির গৃহকর্তাসহ অন্যরা টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিতে বাধা দিলে ডাকাতরা তাদেরকে বেদম মারপিট করে তা লুট করে নিয়ে যায়।
এসময় গ্রামবাসী থানায় খবর দেয়। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় ৬ ডাকাতকে আটক করে পুলিশ।
আটককৃত ডাকাতরা হলেন- উপজেলা ভরতেতুলিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সাগর (৩৫), পুমঘাটের মৃত: জানবক্স আলীর ছেলে জিল্লুর রহমান (২৫), মৃত: মছির উদ্দিনের ছেলে বাবু ইসলাম (৩৫), মোসলেম উদ্দিনের ছেলে মিঠু (২৩), দেওলা গ্রামের আহাদ আলীর ছেলে গোলাম রাব্বানী (২৫) ও মান্দা উপজেলার চক মনসুর গ্রামের মৃত: আমির আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫০)।
তিনি আরো জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর ডাকাতদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হবে।