
বাংলার খবর২৪.কম : ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের রিমান্ড মঞ্জুর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির।
রোববার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন এই অবৈধ সরকারের দলীয় পুলিশ বাহিনী দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদককে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের উদ্দেশ্যেই রিমান্ডের আবেদন করা হয়েছে। সরকারের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে বলেই তারা অত্যাচারের পথ বেছে নিচ্ছে।
নেতৃদ্বয় আরো বলেন, ছাত্রদল সাধারণ সম্পাদককে রিমান্ডে নিয়ে এবং সিনিয়র নেতাদের মামলা দিয়ে ছাত্রদল নেতৃবৃন্দের মানোবল ধ্বংস করা যাবে না এবং এই অবৈধ সরকারের পতনও ঠেকানো যাবে না। অত্যাচারী সরকারের করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রদল সাধারণ সম্পাদকের নিঃশর্ত মুক্তি দাবি করেন।