
বাংলার খবর২৪.কম : হয়রত শাহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হলের সামনে থেকে দুই কেজি স্বর্ণসহ মো. রনি নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদফতর।
সোমবার ভোর রাতে তাকে আটক করা হয়।
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের পরিচালক মহিনুল খান জানান, আজ ভোরে মো. রনি নামের ওই যাত্রীকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম এক কোটি টাকা।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণ কুয়ালালামপুর থেকে বাংলাদেশ আসে।