বাংলার খবর২৪.কম ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উপকণ্ঠে এখন কড়া নাড়ছে যোদ্ধারা। বাগদাদের পতন অত্যাসন্ন, রাজধানীর উপকন্ঠে আইএসএস যোদ্ধারা। খবর ডেইলি মেইল’র।
বাগদাদের শহরতলী আবু গ্রাইবে প্রবেশ করেছে আইএস যোদ্ধারা। তারা এখন ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।
সুসজ্জিত আইএস যোদ্ধারা বাগদাদের কাছাকাছি চলে এলেও এখন পর্যন্ত ইরাকের বৃহত্তম এই শহরটি দখলের জন্য পূর্ণমাত্রায় অভিযান শুরু করেনি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী আইএসের লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রাখলেও দুর্ধর্ষ এই সংগঠনটির হাতে এখন ম্যানপ্যাড বা কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে।
আবু গ্রাইব দখলের জন্য এক সপ্তাহেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। আইএস যোদ্ধাদের গেরিলা স্টাইলের আক্রমণে সরকারি বাহিনী দিশেহারা হয়ে পড়েছে।
দুর্ভাগ্যজনকভাবে বিমান হামলা ব্যর্থ হয়েছে- ইরাকের রাজধানী বাগদাদ এবং ইরাক ও সিরিয়ায় আরো বহু অংশে আইএসের অগ্রাভিযান বন্ধ করা যায়নি।
বিমান হামলা থেকে নিজেদের রক্ষা করে অল্প সময়ের ব্যবধানে আবার সংগঠিত হচ্ছে যোদ্ধারা। তারা কার্যত ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।
স্থলবাহিনী না থাকায় বিমান হামলা চালানোর পরও যোদ্ধাদের দখলে থাকা কোনো ভূখণ্ড উদ্ধার করা যাচ্ছে না। গত ২৯ সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট করা এক বার্তায় আইএস যোদ্ধারা বলেছে, ‘বাগদাদে প্রবেশ করতে ইসলামিক স্টেটের আর মাত্র ২ কিমি পথ বাকি আছে। তারা বলেছিল এটা কখনো ঘটবে না কিন্তু সেটাই ঘটছে।’
‘ওবামা বলেছিলেন যে তিনি ইরাকি সেনাবাহিনীর শক্তিকে বড় করে দেখেছিলেন। বেশ তো, আপনি খুব সহসাই শুনতে পাবেন যে তারা কিছুই করতে পারেনি’, বলা হয় ফেসবুক বার্তায়।