
বাংলার খবর২৪.কম ডেস্ক : ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ এর আঘাতে ভারতে এখন পর্যন্ত ছয় জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় ১১টায় হুদহুদের আঘাতে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এর আগে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় তিন লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে দেশটির সরকার। ঘূর্ণিঝড় হুদহুদ রোববার প্রদেশ দুটিতে আঘাত আনতে পারে আশঙ্কায় উপকূলে বসবাসরত মানুষদের সরানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রথমে হুদহুদ আঘাত হানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরের পাহাড়ি পার্কে। এসময় তার বেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার।
সূত্র: বিবিসি, সিএনএন