অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব Logo নামে খাকদোন নদী ,নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল,সারাবছর ধরেই বাধা থাকে ড্রেজিং মেশিন Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১ Logo দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার Logo সীমান্ত আইন লঙ্ঘনে আগ্রাসী বিএসএফ দহগ্রাম-আঙ্গরপোতা জোরপূর্বক বেড়া নির্মাণ, উত্তেজনা Logo সীমান্ত হতে বিজিবি কর্তৃক ১৩ লক্ষ টাকা মাদকদ্রব্যসহ ০৫ জন চোরাকারবারী আটক Logo বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরিয়ে নিল বিএসএফ Logo রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

পুলিশের সামনেই নারীকে বিবস্ত্র করে পিটুনি

বাংলার খবর২৪.কম : 500x350_982e947ce84950aad6822253d9379666_nari20141015051449বিবাহিত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার চড়া মাসুল দিতে হলো এক নারীকে। প্রকাশ্যে নগ্ন করে তাকে বেধড়ক মারধর করা হলেও প্রতিবাদ করল না পথচলতি লোকজন। নিরুত্তাপ রইল পুলিশও।

পূর্ব চীনের শহর পুয়াংয়ের ব্যস্ত রাস্তায় সম্প্রতি নিগ্রহের শিকার হলেন ৩৮ বছরের লিন ইয়াও লি। শপিং সেরে বাড়ি ফেরার পথে তার ওপর চড়াও হলেন চার নারী। ভিড়ে ঠাসা রাস্তার ফুটপাথের ওপর ফেলে চলল কিল-চড়-লাথির অবিরাম ধারা। এরপর তার পরনের পোশাক ছিড়ে দিয়ে সকলের সামনে নগ্ন করা হলো। তাতেও অবশ্য থামেনি প্রহার। অবশেষে মারের চোটে সংজ্ঞা হারালেন লি। আর তারপরই ক্ষান্ত দিলেন নিগ্রহকারীরা। ওই চার নারী চলে গেলে অ্যাম্বুলেন্স ডেকে লিকে হাসপাতালে পাঠান স্থানীয় অধিবাসী জান ফেং। আপাতত মন ও শরীরে অগোনতি আঘাত নিয়ে সেখানে ভর্তি রয়েছেন লি।

আশ্চর্যের বিষয় হল, প্রকাশ্যে এক নারীকে এভাবে হেনস্থা করলেও প্রহারকারী নারীদের বাধা দিতে আসেননি কেউ। পথচারীরা সব দেখেও নীরব থেকেছেন। কে বাঁচাতে কেউ এগিয়ে যাননি। এমনকি, যে জান ফেং তাকে পরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তিনিও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।

কিন্তু কেন? আসলে পরকীয়া প্রেমে মজেছিলেন লিন ইয়াও লি। বিবাহিত পুরুষের ঘর ভাঙার চেষ্টার অভিযোগে তাকে শাস্তি দিয়েছেন তার প্রেমিকের স্ত্রী ও বন্ধুরা। তিন বন্ধুকে নিয়ে তাই লি-এর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

চীনা সমাজ দ্বিচারিতায় জড়িয়ে পড়া নারীকে কখনো সমর্থন করে না। এই কারণে ভরা বাজারে তার শ্লীলতাহানি হলেও তা ন্যায়বিচার হিসেবেই দেখেছে মানুষ, বাধা দিতে যায়নি এমনকি পুলিশও।

প্রসঙ্গগত, সেপ্টেম্বর মাসে চীনের শ্যানডং প্রভিন্সেও অনুরূপ ঘটনা ঘটেছিল। স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্ক পাতানোর দায়ে এক নারীর ওপর সদলবলে আক্রমণ চালিয়েছিলেন আরেক ক্ষিপ্ত স্ত্রী।

স্টিলেটো হিলওয়ালা জুতো দিয়ে মেরে স্বামীর অবৈধ প্রেমিকাকে ক্ষতবিক্ষত করেছিলেন তিনি। সেক্ষেত্রেও `শিকার`কে নগ্ন করা হয়েছিল বলে জানা যায়। জুলাই মাসে একই অভিযোগ মিলেছে ইউলিন শহর থেকেও।

উল্লেখ্য, আলোকচিত্রীর লেন্সে ধরা পড়লেও এমন কোনও ঘটনার কথা বেমালুম অস্বীকার করেছে পুলিশ।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইল।

Tag :
জনপ্রিয় সংবাদ

কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

পুলিশের সামনেই নারীকে বিবস্ত্র করে পিটুনি

আপডেট টাইম : ০৩:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : 500x350_982e947ce84950aad6822253d9379666_nari20141015051449বিবাহিত পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করার চড়া মাসুল দিতে হলো এক নারীকে। প্রকাশ্যে নগ্ন করে তাকে বেধড়ক মারধর করা হলেও প্রতিবাদ করল না পথচলতি লোকজন। নিরুত্তাপ রইল পুলিশও।

পূর্ব চীনের শহর পুয়াংয়ের ব্যস্ত রাস্তায় সম্প্রতি নিগ্রহের শিকার হলেন ৩৮ বছরের লিন ইয়াও লি। শপিং সেরে বাড়ি ফেরার পথে তার ওপর চড়াও হলেন চার নারী। ভিড়ে ঠাসা রাস্তার ফুটপাথের ওপর ফেলে চলল কিল-চড়-লাথির অবিরাম ধারা। এরপর তার পরনের পোশাক ছিড়ে দিয়ে সকলের সামনে নগ্ন করা হলো। তাতেও অবশ্য থামেনি প্রহার। অবশেষে মারের চোটে সংজ্ঞা হারালেন লি। আর তারপরই ক্ষান্ত দিলেন নিগ্রহকারীরা। ওই চার নারী চলে গেলে অ্যাম্বুলেন্স ডেকে লিকে হাসপাতালে পাঠান স্থানীয় অধিবাসী জান ফেং। আপাতত মন ও শরীরে অগোনতি আঘাত নিয়ে সেখানে ভর্তি রয়েছেন লি।

আশ্চর্যের বিষয় হল, প্রকাশ্যে এক নারীকে এভাবে হেনস্থা করলেও প্রহারকারী নারীদের বাধা দিতে আসেননি কেউ। পথচারীরা সব দেখেও নীরব থেকেছেন। কে বাঁচাতে কেউ এগিয়ে যাননি। এমনকি, যে জান ফেং তাকে পরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তিনিও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।

কিন্তু কেন? আসলে পরকীয়া প্রেমে মজেছিলেন লিন ইয়াও লি। বিবাহিত পুরুষের ঘর ভাঙার চেষ্টার অভিযোগে তাকে শাস্তি দিয়েছেন তার প্রেমিকের স্ত্রী ও বন্ধুরা। তিন বন্ধুকে নিয়ে তাই লি-এর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

চীনা সমাজ দ্বিচারিতায় জড়িয়ে পড়া নারীকে কখনো সমর্থন করে না। এই কারণে ভরা বাজারে তার শ্লীলতাহানি হলেও তা ন্যায়বিচার হিসেবেই দেখেছে মানুষ, বাধা দিতে যায়নি এমনকি পুলিশও।

প্রসঙ্গগত, সেপ্টেম্বর মাসে চীনের শ্যানডং প্রভিন্সেও অনুরূপ ঘটনা ঘটেছিল। স্বামীর সঙ্গে দৈহিক সম্পর্ক পাতানোর দায়ে এক নারীর ওপর সদলবলে আক্রমণ চালিয়েছিলেন আরেক ক্ষিপ্ত স্ত্রী।

স্টিলেটো হিলওয়ালা জুতো দিয়ে মেরে স্বামীর অবৈধ প্রেমিকাকে ক্ষতবিক্ষত করেছিলেন তিনি। সেক্ষেত্রেও `শিকার`কে নগ্ন করা হয়েছিল বলে জানা যায়। জুলাই মাসে একই অভিযোগ মিলেছে ইউলিন শহর থেকেও।

উল্লেখ্য, আলোকচিত্রীর লেন্সে ধরা পড়লেও এমন কোনও ঘটনার কথা বেমালুম অস্বীকার করেছে পুলিশ।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, ডেইলি মেইল।