
বাংলার খবর২৪.কম: চট্টগ্রামের রাউজানে নিজের ঘরের মেঝে খুঁড়ে দুদু মিয়ার (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
দুদু মিয়া নিখোঁজের ১০ দিন পর বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রী তাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রেখেছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় হত্যার অভিযোগে দুদু মিয়ার স্ত্রী শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার চিকদাইর ইউনিয়নের উত্তর সত্তা গ্রামে নিজের ঘরের মেঝে খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
রাউজান থানার ওসি প্রদীপ দাশ বলেন, দুদু মিয়াকে খুঁজে না পেয়ে তার স্ত্রী শাহনাজকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার তথ্যের ভিত্তিতে ঘরের মেঝে কুঁড়ে স্বামীর লাশ পাওয়া যায়।
ওসি আরো জানান, পারিবারিক কলহের জের ধরে কোরবানীর ঈদের দিন রাতে দুদু মিয়া ও শাহনাজের মধ্যে ঝগড়া হয়। পরে দুদু মিয়া ঘুমিয়ে পড়লে শাহনাজ তাকে বটি দিয়ে জবাই করে ঘরের ভেতর লাশ পুঁতে রাখে।
দুদু মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।