অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের Logo সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ   Logo ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে Logo সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন Logo মালয়েশিয়ায় ক্রেন দূূর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির Logo নাগরপুরে মাটি খেকোদের দৌরাত্ম কমাতে অভিযান ইউএনও নোমান Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় রেল ও সড়কপথ অবরোধ Logo অবরোধে বাধা দেওয়ার অভিযোগ, ওসিকে প্রত্যাহার দাবি বিএনপি নেতার Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড! Logo সীমান্ত হত্যার বিচার করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু দেশ-ভারতকে ড. শফিকুর রহমান

র‌্যাবের মামলা থেকে লিমনকে অব্যাহতি

বাংলার খবর২৪.কম : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রায় দেড় বছর পর র‌্যাবের দায়ের করা সরকারি কজে বাধা দেওয়ার মামলায় অবশেষে ঝালকাঠি আদালত থেকে অব্যাহতি পেল র‌্যাব অভিযানে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি মূখ্য বিচারিক আদালতের দেওয়া এই অব্যাহতির আদেশের মাধ্যমে লিমন এখন র‌্যাবের করা দুটো মামলা থেকেই নিষ্কৃতি পেল ।

লিমনের আইনজীবী আককাস সিকদার jhalakati limon pic_54613 বলেন, ২০১১ সালের ২৩ মার্চ মাঠে গুরু আনতে গিয়ে র‌্যাবের অভিযানে গুলিতে একটি পা হারায় ঝালকাঠির রাজাপুর উপজেলার তৎকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন হোসেন। র‌্যাব ওই ঘটনায় লিমনকে সন্ত্রাসী অভিযুক্ত করে সরকারি কাজে বাধা এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিল। লিমনের মা হেনোয়ারা বেগমও ৬ র‌্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন।

তবে নির্দোষ লিমনকে গুলি করে পঙ্গু করা ও তার বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মিথ্যা মামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক লেখা-লেখির পর সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে ২০১৩ সালের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‌্যাবের দায়ের করা ওই মামলা দুটো থেকে লিমনকে অব্যহতি দেওয়ার নির্দেশ দেয়। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত বছরের (২০১৩ সালের) ২৯ জুলাই ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালত থেকে র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় লিমনকে অব্যহতি দেন বিচারক কিরন শংকর হালদার। কিন্তু অপর আদালতে বিচারক পদ শূন্য থাকায় স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি ঝুলে থাকে ঝালকাঠি মূখ্য হাকিম আদালতে।

তবে আদালতে এসে লিমন হোসেন শীর্ষ নিউজকে বলেন, আমি এতে পুরোপুরি সন্তষ্ট না। আমাকে গুলি করে হত্যার প্রচেষ্টাকারী ৬ র‌্যাব সদস্যের যেদিন বিচার হবে সেদিনই পুরোপুরি সন্তুষ্ঠ হবো আমি।

সম্প্রতি ঝালকাঠির মূখ্য বিচারিক আদালতের বিচারক পদ পূরণ হওয়ায় বিচারক আবু শামীম আজাদ আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি থেকে লিমনকে অব্যাহতির আদেশ দেন। ফলে লিমন দুটি মামলা থেকেই এখন অব্যহতি পেল।

Tag :
জনপ্রিয় সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

র‌্যাবের মামলা থেকে লিমনকে অব্যাহতি

আপডেট টাইম : ১০:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রায় দেড় বছর পর র‌্যাবের দায়ের করা সরকারি কজে বাধা দেওয়ার মামলায় অবশেষে ঝালকাঠি আদালত থেকে অব্যাহতি পেল র‌্যাব অভিযানে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি মূখ্য বিচারিক আদালতের দেওয়া এই অব্যাহতির আদেশের মাধ্যমে লিমন এখন র‌্যাবের করা দুটো মামলা থেকেই নিষ্কৃতি পেল ।

লিমনের আইনজীবী আককাস সিকদার jhalakati limon pic_54613 বলেন, ২০১১ সালের ২৩ মার্চ মাঠে গুরু আনতে গিয়ে র‌্যাবের অভিযানে গুলিতে একটি পা হারায় ঝালকাঠির রাজাপুর উপজেলার তৎকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন হোসেন। র‌্যাব ওই ঘটনায় লিমনকে সন্ত্রাসী অভিযুক্ত করে সরকারি কাজে বাধা এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিল। লিমনের মা হেনোয়ারা বেগমও ৬ র‌্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন।

তবে নির্দোষ লিমনকে গুলি করে পঙ্গু করা ও তার বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মিথ্যা মামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক লেখা-লেখির পর সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে ২০১৩ সালের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‌্যাবের দায়ের করা ওই মামলা দুটো থেকে লিমনকে অব্যহতি দেওয়ার নির্দেশ দেয়। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত বছরের (২০১৩ সালের) ২৯ জুলাই ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালত থেকে র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় লিমনকে অব্যহতি দেন বিচারক কিরন শংকর হালদার। কিন্তু অপর আদালতে বিচারক পদ শূন্য থাকায় স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি ঝুলে থাকে ঝালকাঠি মূখ্য হাকিম আদালতে।

তবে আদালতে এসে লিমন হোসেন শীর্ষ নিউজকে বলেন, আমি এতে পুরোপুরি সন্তষ্ট না। আমাকে গুলি করে হত্যার প্রচেষ্টাকারী ৬ র‌্যাব সদস্যের যেদিন বিচার হবে সেদিনই পুরোপুরি সন্তুষ্ঠ হবো আমি।

সম্প্রতি ঝালকাঠির মূখ্য বিচারিক আদালতের বিচারক পদ পূরণ হওয়ায় বিচারক আবু শামীম আজাদ আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি থেকে লিমনকে অব্যাহতির আদেশ দেন। ফলে লিমন দুটি মামলা থেকেই এখন অব্যহতি পেল।