
বাংলার খবর২৪.কম : সীমান্তবর্তী জেলা হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাতছড়ি জাতীয় উদ্যানে চতুর্থবারের মত অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। যদিও অস্ত্র উদ্ধার ও অভিযানের বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে অভিযান শুরু হয়, যা বৃহস্পতিবার দুপুরে শেষ হয়।
চতুর্থবার অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগজিন বক্স এবং একটি রেডিও সেট।
এর আগের তিন দফা অভিযান চালিয়ে মেশিনগান, বিপুল পরিমাণ রকেট, কামান বিধ্বংসি রকেট ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।