অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস Logo ‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’ Logo ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ Logo প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা কি চলবে, যা জানাল মন্ত্রণালয় Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা

অপরাধীদের ডাম্পিং পয়েন্ট রূপগঞ্জ : ৯ মাসে ৪৬ লাশ!

পারভেজ বিন হাসানMurder_cninews_1: রাজধানী ঢাকা লগোয়া শিল্পাঞ্চলখ্যাত নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা এখন অপরাধীদের ডাম্পিং পয়েন্ট। এ উপজেলা লাশের মিছিলের ভাগাড়ে পরিনত হয়ে উঠেছে। দু”এক দিন না পেরোতেই শোনা যায় এখানে ওখানে লাশ পড়ে আছে। রূপগঞ্জে শিল্পকারখানার পাশাপাশি রয়েছে বেশকিছু দুর্গম এলাকা। ফলে অহরহ মিলছে অজ্ঞাত লাশ। এসব লাশের দু’একটির পরিচয় মিললেও অনেক লাশের পরিচয় মেলে না। একের পর এক লাশের খবরে শঙ্কিত মানুষ। শঙ্কিত পুলিশ-প্রশাসন। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক ও নানা প্রশ্ন। প্রতিমাসেই ৪/৫ টি করে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ গত এক সপ্তাহে ৩ লাশ উদ্ধারের খবরে গোটা রূপগঞ্জে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্য কোনস্থানে হত্যা করে রূপগঞ্জের মহাসড়ক ও সড়ক কিংবা নির্জনস্থানে ফেলে রাখা হচ্ছে লাশ।
সাধারণ মানুষের অভিযোগ, এসব অজ্ঞাত লাশ উদ্ধারের পর পুলিশ তদন্তে খুব একটা এগোয়না। ফলে অপরাধীরা সাহস পাচ্ছে। অজ্ঞাত লাশ ফেলে রাখা কোনো সন্ত্রাসীকে আজ অবধি আটক করতে পারেনি পুলিশ। তবে এক্ষেত্রে পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সূত্রমতে, গত ৯ মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৬ টির মতো অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, যে লাশগুলো উদ্ধার করা হয়েছে এর প্রায় সবই অন্য এলাকার নারী-পুরুষের। অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে রেখে যায় অপরাধীরা।
জানা যায়, গত ৮ জানুয়ারী বিরাব খালপাড় এলাকা থেকে অজ্ঞাতনামা(৪০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তারাব এলাকা থেকে ১৫ ফেব্রুয়ারী যুবকের লাশ উদ্ধার করা হয়। সাওঘাট এলাকা থেকে ২৭ মার্চ উদ্ধার করা হয় এক নারীর লাশ। গোলাকান্দাইল মধ্যপাড়া থেকে ১০ এপ্রিল অজ্ঞাতনামা (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করা হয়। গত ৩ মে শীতলক্ষ্যা নদ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক পুরুষের লাশ। গত ২ জুন বালু নদ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক পুরুষের লাশ। যাত্রামুড়া টাটকী এলাক থেকে গত ২২ জুলাই উদ্ধার করা হয় এক যুবতীর লাশ। গত ২০ আগষ্ট আধুরিয়া থেকে উদ্ধার করা হয় এক কিশোরীর(১২) লাশ। বলাইখা এলাকায় ৩০ আগষ্ট উদ্ধার করা হয় এক নারীর লাশ। গত ২৩ সেপ্টেম্বর দাউদপুর এলাকা থেকে উদ্ধার করা হয় এক নারীর (৩০) লাশ। গত ১০ আগষ্ট বরপা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা (১৪) বছরের এক কিশোরীর লাশ। ২৫ ই আগষ্ট পিতলগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় স্থানীয় মতিনের লাশ, পহেলা সেপ্টেম্বর মাহামুদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা যুবকের লাশ। ৮ সেপ্টেম্বর পূর্বগ্রাম এলাকার শিতলক্ষা নদীর তীরে স্থাণীয় একটি ডকইয়ার্ডের পাশ থেকে পুলিশ উদ্ধার করে ১১ বছরের এক কিশোরের লাশ, গত ৯ সেপ্টেম্বর বরাব থেকে উদ্ধার করা হয় এক যুবতীর লাশ। ১২ই সেপ্টেম্বর কালাদী এলাকা থেকে এক যুবতীর লাশ, চলতি বছরেই ইছাপুড়া স্কুলের পাশ থেকে উদ্ধার করা হয় এক নারীর লাশ। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে উদ্ধার করা হয় মাথাবিহীন অজ্ঞাতনামা এক যুবকের ৯ টুকরা লাশ, কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মাদ্রাসার পাশ্ববর্তী কলিমদ্দিনেরটেক থেকে উদ্ধার করা হয় আরো একটি লাশ। এছাড়া রূপসী প্রধানবাড়ি এলাকা থেকে নাসা গার্মেন্টেসের কর্মকর্তা এবং একদিন পর আয়েতআলী টেক্সাইল মিলের সামনে থেকে উদ্ধার করা হয় আরো একটি লাশ। চলতি মাসের ২ তারিখ শিতলক্ষা নদীর মুড়াপাড়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করে এক অজ্ঞাত পুরুষের গলিত লাশ। দুদিন পর চনপাড়া বেগুনের চর থেকে উদ্ধার করা হয় আরো এক যুবকের লাশ। বর্তমান ওসি যোগদানের পর থেকে গত ১৫ দিনে ৫ লাশ উদ্ধার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জের এক অংশ শিল্পাঞ্চলখ্যাত। আরেক অংশ দুর্গম এলাকা হিসাবে পরিচিত। শিল্পাঞ্চলখ্যাত এলাকা তারাবো, রূপসী, ভুলতা, বরপা, বরাবো, গোলাকান্দাইল, কাঞ্চন, আধুরিয়াসহ আশপাশের এলাকায় বহিরাগত ও ভাড়াটেদের বসবাস বেশি। এসব ভাড়াটিয়া কিংবা বহিরাগতরা বিভিন্ন সময় নানা অঘটন ও খুনের মতো ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এদিকে, উপজেলার দুর্গম এলাকা হিসাবে পরিচিত কায়েতপাড়া, ভোলাবো, দাউদপুর ও পূর্বাচল উপশহর এলাকাগুলো কম ঘনবসতিপূর্ণ। এসব এলাকায় এমন স্থান রয়েছে যেখানে মানুষ রাতে যাওয়াতো দূরের কথা দিনে গেলেও শরীর ছমছম করে।
অপরদিকে, কায়েতপাড়া ও রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল উপশহরের পশ্চিমপাড়ে রয়েছে বালু নদ ঘেষা রাজধানী ঢাকার নি¤œাঞ্চলের দুর্গম এলাকা। ঐসব এলাকায় হত্যাকান্ড ঘটিয়ে রূপগঞ্জে লাশ ফেলে রেখে যায় বলে স্থানীয়রা দাবী করেন।
সরজমিনে ঘুরে ও অনুসন্ধানে আরো জানায়, উপজেলার ডেঞ্জার পয়েন্টগুলো হলো এশিয়ান হাইওয়ে সড়কের ছেলুরবাড়ি এলাকা। এখান থেকে গত দুই বছরে অজ্ঞাতনামা ৫ টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ সড়কের পলখান, কালনী, গোলাকান্দাইল চত্বর থেকে কোশাবো পর্যন্ত ফাকা অংশ, ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া, কর্ণঘোপ ও আশপাশের নির্জন এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের দেইলপাড়া, মাঝিনা, নাওড়া, দাউদপুর, ভোলাবো ইউনিয়নের বিল-ঝিল ও দুর্গম এলাকাগুলোতে সুযোগ বুঝে অপরাধীরা লাশ ফেলে রেখে যায়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, এসব হত্যাকান্ডের সঙ্গে আশপাশের স্থানীয় অপরাধীরা জড়িত থাকতে পারে। কারণ হিসাবে তারা বলেন, রূপগঞ্জের কোন এলাকা দুর্গম আর কোন এলাকা নির্জন এসব বহিরাগত অপরাধীদের জানার কথা নয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশ যদি সক্রিয় হয়, তাহলে হয়তো অপরাধীদের সনাক্ত করতে পারবে। লাশ উদ্ধারের পর পুলিশ আর এসব বিষয় নিয়ে আগ্রহ দেখায় না।
অ্যাডভোকেট আবুল বাশার রুবেল বলেন, এ এলাকায় লাশ ফেলে রাখায় বিষয়টি খুবই উদ্ধেগজনক। নাম-পরিচয় না থাকায় বেওয়ারিশ হিসাবে লাশগুলোর ঠাই হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। সবচেয়ে বড় কথা অহরহ লাশের খবরে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মারুফ-শারমীন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সরকারী গেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ্ব লায়ন মোঃ মোজাম্মেল হক ভূইয়া বলেন, রূপগঞ্জ শিল্প এলাকা। এখানে হাজার হাজার লোক বহিরাগত। এছাড়া অনেক দুর্গম এলাকা রয়েছে। তাছাড়া ঢাকার পাশ্ববর্তী হওয়ায় অপরাধীদের ডাম্পিং পয়েন্ট এটা। অপরাধীরা সুযোগ বুঝেই এসব এলাকায় লাশ ফেলে রেখে যায়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ সবার সচেতন হওয়া উচিৎ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম বলেন, নদীতো ¤্রােতমুখী। পলাশসহ আশপাশের এলাকা থেকে লাশ ফেললে ¯্রােতে রূপগঞ্জে এসে আটকে থাকে। আর আমি যোগদানের পর সড়ক-মহাসড়কে কোন লাশ পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন বলেন, রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থা এখন এতই সুবিধা, যার ফলে অপরাধীরা লাশ ফেলে অনায়াসে চলে যেতে পারে। এসব বিষয়ে জেলা প্রশাসকে জানানো হয়েছে। অতি শীঘ্যই পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে।

Tag :

স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

অপরাধীদের ডাম্পিং পয়েন্ট রূপগঞ্জ : ৯ মাসে ৪৬ লাশ!

আপডেট টাইম : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪

পারভেজ বিন হাসানMurder_cninews_1: রাজধানী ঢাকা লগোয়া শিল্পাঞ্চলখ্যাত নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা এখন অপরাধীদের ডাম্পিং পয়েন্ট। এ উপজেলা লাশের মিছিলের ভাগাড়ে পরিনত হয়ে উঠেছে। দু”এক দিন না পেরোতেই শোনা যায় এখানে ওখানে লাশ পড়ে আছে। রূপগঞ্জে শিল্পকারখানার পাশাপাশি রয়েছে বেশকিছু দুর্গম এলাকা। ফলে অহরহ মিলছে অজ্ঞাত লাশ। এসব লাশের দু’একটির পরিচয় মিললেও অনেক লাশের পরিচয় মেলে না। একের পর এক লাশের খবরে শঙ্কিত মানুষ। শঙ্কিত পুলিশ-প্রশাসন। জনমনে দেখা দিয়েছে আতঙ্ক ও নানা প্রশ্ন। প্রতিমাসেই ৪/৫ টি করে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ গত এক সপ্তাহে ৩ লাশ উদ্ধারের খবরে গোটা রূপগঞ্জে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্য কোনস্থানে হত্যা করে রূপগঞ্জের মহাসড়ক ও সড়ক কিংবা নির্জনস্থানে ফেলে রাখা হচ্ছে লাশ।
সাধারণ মানুষের অভিযোগ, এসব অজ্ঞাত লাশ উদ্ধারের পর পুলিশ তদন্তে খুব একটা এগোয়না। ফলে অপরাধীরা সাহস পাচ্ছে। অজ্ঞাত লাশ ফেলে রাখা কোনো সন্ত্রাসীকে আজ অবধি আটক করতে পারেনি পুলিশ। তবে এক্ষেত্রে পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সূত্রমতে, গত ৯ মাসে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৬ টির মতো অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, যে লাশগুলো উদ্ধার করা হয়েছে এর প্রায় সবই অন্য এলাকার নারী-পুরুষের। অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে রেখে যায় অপরাধীরা।
জানা যায়, গত ৮ জানুয়ারী বিরাব খালপাড় এলাকা থেকে অজ্ঞাতনামা(৪০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তারাব এলাকা থেকে ১৫ ফেব্রুয়ারী যুবকের লাশ উদ্ধার করা হয়। সাওঘাট এলাকা থেকে ২৭ মার্চ উদ্ধার করা হয় এক নারীর লাশ। গোলাকান্দাইল মধ্যপাড়া থেকে ১০ এপ্রিল অজ্ঞাতনামা (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করা হয়। গত ৩ মে শীতলক্ষ্যা নদ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক পুরুষের লাশ। গত ২ জুন বালু নদ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক পুরুষের লাশ। যাত্রামুড়া টাটকী এলাক থেকে গত ২২ জুলাই উদ্ধার করা হয় এক যুবতীর লাশ। গত ২০ আগষ্ট আধুরিয়া থেকে উদ্ধার করা হয় এক কিশোরীর(১২) লাশ। বলাইখা এলাকায় ৩০ আগষ্ট উদ্ধার করা হয় এক নারীর লাশ। গত ২৩ সেপ্টেম্বর দাউদপুর এলাকা থেকে উদ্ধার করা হয় এক নারীর (৩০) লাশ। গত ১০ আগষ্ট বরপা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা (১৪) বছরের এক কিশোরীর লাশ। ২৫ ই আগষ্ট পিতলগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় স্থানীয় মতিনের লাশ, পহেলা সেপ্টেম্বর মাহামুদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা যুবকের লাশ। ৮ সেপ্টেম্বর পূর্বগ্রাম এলাকার শিতলক্ষা নদীর তীরে স্থাণীয় একটি ডকইয়ার্ডের পাশ থেকে পুলিশ উদ্ধার করে ১১ বছরের এক কিশোরের লাশ, গত ৯ সেপ্টেম্বর বরাব থেকে উদ্ধার করা হয় এক যুবতীর লাশ। ১২ই সেপ্টেম্বর কালাদী এলাকা থেকে এক যুবতীর লাশ, চলতি বছরেই ইছাপুড়া স্কুলের পাশ থেকে উদ্ধার করা হয় এক নারীর লাশ। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে উদ্ধার করা হয় মাথাবিহীন অজ্ঞাতনামা এক যুবকের ৯ টুকরা লাশ, কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মাদ্রাসার পাশ্ববর্তী কলিমদ্দিনেরটেক থেকে উদ্ধার করা হয় আরো একটি লাশ। এছাড়া রূপসী প্রধানবাড়ি এলাকা থেকে নাসা গার্মেন্টেসের কর্মকর্তা এবং একদিন পর আয়েতআলী টেক্সাইল মিলের সামনে থেকে উদ্ধার করা হয় আরো একটি লাশ। চলতি মাসের ২ তারিখ শিতলক্ষা নদীর মুড়াপাড়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করে এক অজ্ঞাত পুরুষের গলিত লাশ। দুদিন পর চনপাড়া বেগুনের চর থেকে উদ্ধার করা হয় আরো এক যুবকের লাশ। বর্তমান ওসি যোগদানের পর থেকে গত ১৫ দিনে ৫ লাশ উদ্ধার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জের এক অংশ শিল্পাঞ্চলখ্যাত। আরেক অংশ দুর্গম এলাকা হিসাবে পরিচিত। শিল্পাঞ্চলখ্যাত এলাকা তারাবো, রূপসী, ভুলতা, বরপা, বরাবো, গোলাকান্দাইল, কাঞ্চন, আধুরিয়াসহ আশপাশের এলাকায় বহিরাগত ও ভাড়াটেদের বসবাস বেশি। এসব ভাড়াটিয়া কিংবা বহিরাগতরা বিভিন্ন সময় নানা অঘটন ও খুনের মতো ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এদিকে, উপজেলার দুর্গম এলাকা হিসাবে পরিচিত কায়েতপাড়া, ভোলাবো, দাউদপুর ও পূর্বাচল উপশহর এলাকাগুলো কম ঘনবসতিপূর্ণ। এসব এলাকায় এমন স্থান রয়েছে যেখানে মানুষ রাতে যাওয়াতো দূরের কথা দিনে গেলেও শরীর ছমছম করে।
অপরদিকে, কায়েতপাড়া ও রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল উপশহরের পশ্চিমপাড়ে রয়েছে বালু নদ ঘেষা রাজধানী ঢাকার নি¤œাঞ্চলের দুর্গম এলাকা। ঐসব এলাকায় হত্যাকান্ড ঘটিয়ে রূপগঞ্জে লাশ ফেলে রেখে যায় বলে স্থানীয়রা দাবী করেন।
সরজমিনে ঘুরে ও অনুসন্ধানে আরো জানায়, উপজেলার ডেঞ্জার পয়েন্টগুলো হলো এশিয়ান হাইওয়ে সড়কের ছেলুরবাড়ি এলাকা। এখান থেকে গত দুই বছরে অজ্ঞাতনামা ৫ টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এ সড়কের পলখান, কালনী, গোলাকান্দাইল চত্বর থেকে কোশাবো পর্যন্ত ফাকা অংশ, ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া, কর্ণঘোপ ও আশপাশের নির্জন এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের দেইলপাড়া, মাঝিনা, নাওড়া, দাউদপুর, ভোলাবো ইউনিয়নের বিল-ঝিল ও দুর্গম এলাকাগুলোতে সুযোগ বুঝে অপরাধীরা লাশ ফেলে রেখে যায়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, এসব হত্যাকান্ডের সঙ্গে আশপাশের স্থানীয় অপরাধীরা জড়িত থাকতে পারে। কারণ হিসাবে তারা বলেন, রূপগঞ্জের কোন এলাকা দুর্গম আর কোন এলাকা নির্জন এসব বহিরাগত অপরাধীদের জানার কথা নয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশ যদি সক্রিয় হয়, তাহলে হয়তো অপরাধীদের সনাক্ত করতে পারবে। লাশ উদ্ধারের পর পুলিশ আর এসব বিষয় নিয়ে আগ্রহ দেখায় না।
অ্যাডভোকেট আবুল বাশার রুবেল বলেন, এ এলাকায় লাশ ফেলে রাখায় বিষয়টি খুবই উদ্ধেগজনক। নাম-পরিচয় না থাকায় বেওয়ারিশ হিসাবে লাশগুলোর ঠাই হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। সবচেয়ে বড় কথা অহরহ লাশের খবরে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মারুফ-শারমীন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সরকারী গেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ্ব লায়ন মোঃ মোজাম্মেল হক ভূইয়া বলেন, রূপগঞ্জ শিল্প এলাকা। এখানে হাজার হাজার লোক বহিরাগত। এছাড়া অনেক দুর্গম এলাকা রয়েছে। তাছাড়া ঢাকার পাশ্ববর্তী হওয়ায় অপরাধীদের ডাম্পিং পয়েন্ট এটা। অপরাধীরা সুযোগ বুঝেই এসব এলাকায় লাশ ফেলে রেখে যায়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ সবার সচেতন হওয়া উচিৎ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল ইসলাম বলেন, নদীতো ¤্রােতমুখী। পলাশসহ আশপাশের এলাকা থেকে লাশ ফেললে ¯্রােতে রূপগঞ্জে এসে আটকে থাকে। আর আমি যোগদানের পর সড়ক-মহাসড়কে কোন লাশ পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেন বলেন, রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থা এখন এতই সুবিধা, যার ফলে অপরাধীরা লাশ ফেলে অনায়াসে চলে যেতে পারে। এসব বিষয়ে জেলা প্রশাসকে জানানো হয়েছে। অতি শীঘ্যই পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে।