বাংলার খবর২৪.কম : লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশিরা সকলেই নিরাপদে আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
এ বিষয়ে ঢাকায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে যে বাংলাদেশিরা বসবাস করছেন, তাদের মধ্যে ইবোলা সংক্রমণের কোন খবর তারা এখনো পাননি।
পশ্চিম আফ্রিকায় থাকা বাংলাদেশের নাগরিকদের ব্যাপারে সরকার সার্বক্ষণিক নজর রাখছে বলে জানান তিনি।
লাইবেরিয়ায় থাকা বাংলাদেশের সেনাদের মেডিক্যাল টিমের উপ-অধিনায়ক কর্নেল নাজমুল হুদা খান টেলিফোনে বলেন, ইবোলা ভাইরাসের কারণে তাদের মিশনের কাজ কিছুটা সীমিত করা হয়েছে।
মিশনে আমাদের কাজকর্ম স্বাভাবিক আছে। তবে, আমরা লাইবেরিয়ার সাধারণ মানুষের সঙ্গে সহায়তামূলক কিছু কর্মকা- চালাতাম। সেই কর্মসূচি এখন বন্ধ আছে এখন বন্ধ আছে বলে জানান তিনি।
কর্নেল খান আরো বলেন, এখানে প্রায় ৫০০ সৈন্য ও মিশনের অন্যান্য কর্মী আছেন। শান্তিরক্ষী ছাড়াও আরো শতাধিক বাংলাদেশি বেসামরিক নাগরিক লাইবেরিয়ায় বিভিন্ন সেক্টরে কাজ করছেন।
১১ বছর ধরে রাজধানী মনরোভিয়াতে একটি কোম্পানিতে কাজ করা বাংলাদেশের মারুফ হোসেন জানান, আমরা বাংলাদেশিরা সবাই ভালো আছি। ইবোলা দেখা দেবার পর কয়েকজন বাংলাদেশি কর্মস্থল থেকে ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন। তবে বাকিরা লাইবেরিয়াতেই আছেন, এবং তারা ইবোলা থেকে আত্মরক্ষার নিয়মকানুন মেনে চলছেন।
ইবোলা ভাইরাস থেকে রক্ষার জন্য নিরাপত্তামূলক যেসব ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে, বাংলাদেশিরা তার সবই করার চেষ্টা করছে বলে জানান তিনি।
বাংলাদেশ সরকারও মনে করছে, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে থাকা বাংলাদেশিদের ফেরত আনার মতো পরিস্থিতি এখনও হয়নি।
প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “আমরা সরকার এবং সেনাবাহিনী সার্বক্ষণিক নজর রাখছি। ওই দেশগুলোতে বাংলাদেশে বেসামরিক কিছু নাগরিক আছে। আমরা এখনও বাংলাদেশের কোনো নাগরিকের ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো খবর পাইনি।”
তবে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে থাকা বাংলাদেশের বেসামরিক নাগরিকদের সঠিক কোনো পরিসংখ্যান এখনো বাংলাদেশ সরকারের কাছে নেই।
সূত্র: বিবিসি