![](https://www.banglarkhabar24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলার খবর২৪.কম : ছাত্রদলের নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যায়িত করে অবিলম্বে ওই কমিটি ভেঙ্গে দেওয়ার দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা।
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই দাবিতে আন্দোলনরত নেতারা বলেন, নতুন কমিটিতে যোগ্যতা সম্পন্ন কেউ নেই। যারা আগামী দিনের নেতৃত্ব দিতে পারবেন।
নতুন কমিটি ভেঙে দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে পদবঞ্চিতদের পক্ষে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রয়েল, টুকু-আলিম আমলের সহ-সভাপতি ফেরদাউস মুন্না, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন,তরিকুল ইসলাম টিটু।
বক্তারা বলেন, এই কমিটি আওয়ামী লীগের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নের কমিটি।
প্রসঙ্গত, সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা দেয়ার পর বিদ্রোহ শুরু করে পদবঞ্চিতরা।