বাংলার খবর২৪.কম : ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দুতিয়ারকুঠি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, জেলার কোটচাঁদপুর উপজেলার দুতিয়ারকুঠি গ্রামের আব্দুল খালেকের ছেলে সাদেক হোসেনের সঙ্গে একই জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের জামাত আলীর মেয়ে স্বপ্নার সঙ্গে গত চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বপ্নাকে নির্যাতন করে আসছিল স্বামী সাদেক।
এরপর বিভিন্ন সময় এনজিও থেকে লোন নেয় সাদেক। এই টাকা পরিশোধ নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে প্রতিবেশিরা নিজ ঘরের আড়ার সঙ্গে স্বপ্নার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। এসময় স্বপ্নার শশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে, নির্যাতনের পর স্বপ্নাকে হত্যা করে শশুর বাড়ির লোকজন তাকে আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
এ ব্যাপারে স্বপ্নার বড় বোন শম্পা বেগম কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।