পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

সেন্টমার্টিনে আটক ২০ শ্রীলঙ্কান জেলেকে থানায় হস্তান্তর

বাংলার খবর২৪.কম copy of teknaf pic (srilankan fisher-3) 20-10-14_55077: সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে আটক চারটি ট্রলারসহ শ্রীলঙ্কার ২০ জেলেকে টেকনাফ পুলিশে হস্তান্তর করেছে নৌ-বাহিনী। সোমবার বিকাল ৪ টায় টেকনাফ স্থল বন্দরে তাদের সোপর্দ করা হয়।

সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন জানান, গত ১৭ অক্টোবর শুক্রবার বানৌজা আবু বকর নৌ টহলকালে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করায় সেন্টমার্টিনের কাছাকাছি গভীর বঙ্গোপসাগর থেকে চারটি শ্রীলঙ্কান ট্রলার আটক করা হয়। ওই ট্রলারে ২০ বিভিন্ন মাছ ধরার উপকরণ রয়েছে।

আটককৃত সুয়েমেন নামে শ্রীলঙ্কান এক জেলে জানায়, গত ৩০ দিন ধরে তারা সাগরে রয়েছে। হঠাৎ ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ৪২টি ট্রলার একত্রিত হয়। পরে সম্প্রতি সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হুদহুদ এর কবলে পড়ে তাদের চারটি ট্রলার আলাদা হয়ে যায়। এসময় নৌ-বাহিনী তাদের আটক করে।

এদিকে সেন্টমার্টিন নৌ-বাহিনী সোমবার বিকাল ৪ টায় শ্রীলঙ্কান ২০ জেলেকে পুলিশে হস্তান্তর এবং জব্দকৃত ট্রলারসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ টেকনাফ শুল্ক গুদামে জমা করেছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজ করা হবে বলে জানায় সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, শ্রীলঙ্কান ২০ জেলকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায়

সেন্টমার্টিনে আটক ২০ শ্রীলঙ্কান জেলেকে থানায় হস্তান্তর

আপডেট টাইম : ০৬:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম copy of teknaf pic (srilankan fisher-3) 20-10-14_55077: সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে আটক চারটি ট্রলারসহ শ্রীলঙ্কার ২০ জেলেকে টেকনাফ পুলিশে হস্তান্তর করেছে নৌ-বাহিনী। সোমবার বিকাল ৪ টায় টেকনাফ স্থল বন্দরে তাদের সোপর্দ করা হয়।

সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন জানান, গত ১৭ অক্টোবর শুক্রবার বানৌজা আবু বকর নৌ টহলকালে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করায় সেন্টমার্টিনের কাছাকাছি গভীর বঙ্গোপসাগর থেকে চারটি শ্রীলঙ্কান ট্রলার আটক করা হয়। ওই ট্রলারে ২০ বিভিন্ন মাছ ধরার উপকরণ রয়েছে।

আটককৃত সুয়েমেন নামে শ্রীলঙ্কান এক জেলে জানায়, গত ৩০ দিন ধরে তারা সাগরে রয়েছে। হঠাৎ ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ৪২টি ট্রলার একত্রিত হয়। পরে সম্প্রতি সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় হুদহুদ এর কবলে পড়ে তাদের চারটি ট্রলার আলাদা হয়ে যায়। এসময় নৌ-বাহিনী তাদের আটক করে।

এদিকে সেন্টমার্টিন নৌ-বাহিনী সোমবার বিকাল ৪ টায় শ্রীলঙ্কান ২০ জেলেকে পুলিশে হস্তান্তর এবং জব্দকৃত ট্রলারসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ টেকনাফ শুল্ক গুদামে জমা করেছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজ করা হবে বলে জানায় সেন্টমার্টিন প্লাটুন কমান্ডার লে. আকতার হোসেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, শ্রীলঙ্কান ২০ জেলকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।