বাংলার খবর২৪.কম : মামাতো ভাইয়ের সঙ্গে পিঠমোড়া করে বেঁধে চোখ বাঁধা অবস্থায় একে একে সাতজন ধর্ষণ করলো তিন সন্তানের জননীকে।
মঙ্গলবার রাতে যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় ওই নারীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৩৫) বছর বয়সী এই নারী দাবি করেন, তিনি তিন সন্তানকে নিয়ে যশোর শহরে ভাড়া বাসায় থাকেন।
পাশবিক ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত ১০ টার দিকে মামাতো ভাইয়ের মোটরসাইকেলে করে যশোর থেকে শার্শা উপজেলার ভবানীপুরে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে তাদের মোটরসাইকেলটি নাভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়ায় পৌঁছালে আট-দশজন দুর্বৃত্ত দঁড়ি টানিয়ে রাস্তা আটকায়। পরে তাদের ভাই-বোনকে ধরে মাঠের মধ্যে নিয়ে একজনের সঙ্গে অন্যজনকে পিঠমোড়া করে বাঁধে। দুজনেরই মুখ ও চোখ বেঁধে দেয় দুর্বৃত্তরা। ওই অবস্থায় একে একে সাতজন তার ওপর পাশবিক নির্যাতন চালায়।
দুর্বৃত্তরা মোটরসাইকেল ও তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) জানান, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ক্লিনিকে এবং পরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মনিরুজ্জমান বলেন, বেলা একটার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার শরীরে ধর্ষণের আলামত ছিল। শরীরে উচ্চমাত্রার জ্বর, বমি ও তলপেটে প্রচ- ব্যথা ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।