
আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ তাড়াশের বজ্রপাতে এক কৃষকের দুটি গরু মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষকের।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার আড়ংগাইল গ্রামের মাঠে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আ: হান্নান উপজেলার আড়ংগাইল গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।
কৃষক আব্দুল হান্নান জানান, আজ সকালের দিকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য গরু গুলো ছেড়ে দিয়ে পাশে বসে ছিলাম। দুপুরে হঠাৎ বৃষ্টি সহ বজ্রপাতে দুটি গরু মারা যায়। কিন্তু আমি অল্পের জন্যে বেঁচে যাই। আর গরু মারা যাওয়ায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।