
আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া পরিচয়ে পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাপ্রাপ্ত চিকিৎসক উপজেলার দেশীগ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে মো: শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ জুন ) দুপুরে ২টার দিকে উপজেলার দেশীগ্রাম বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এ জরিমানা করা হয়। তিনি বাজারের একটি ওষুধের দোকানে বসে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন।
জানা গেছে, মো: শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এসময় মো শফিকুল ইসলাম স্বীকার করেন যে বিনা নিবন্ধন ও সনদ ব্যতীত প্রাকটিস তাঁর কোনো সনদ নেই। পরে তাঁকে এক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়নি।
তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযান পরিচালনার সময় তিনি কোনো সনদ দেখাতে না পারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।