পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সীমান্তে হত্যাকাণ্ডের পর বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, বিএসএফের দুঃখ প্রকাশ Logo কুড়িগ্রামে রাতের অন্ধকারে সরকারি রাস্তা ও বাজারের জায়গা দখল ইউএনও’র কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগ Logo ভারতে ১৩ মাস কারাগারে থাকার পর দেশে ফিরলেন ব্রহ্মপুত্রপাড়ের ৬ জেলে Logo লালমনিরহাট রেলওয়ে বিভাগ ২২টির মধ্যে ১৬টিই মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ দিয়ে চলছে ট্রেনসেবা Logo প্রশাসনের পদে বসে নির্বাচনে দলীয় নেতাকর্মী হিসেবে কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না-সারজিস আলম Logo রোকেয়া দিবসে বহ্নিশিখার আত্মরক্ষা ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন Logo লালমনিরহাটে ১৫ বিজিবির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ Logo আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন Logo আটকে আছে ২০ ব্যাচের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি Logo লালমনিরহাটে রত্নাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

– মো. সাফায়েত, বুটেক্স প্রতিনিধি

১১ দিন বন্ধ থাকার পর সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চারটি আবাসিক হল পুনরায় খুলে দেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বর থেকে শহীদ আজিজ হল, সৈয়দ নজরুল ইসলাম হল, জি.এম.এ.জি ওসমানী হল এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেন।

গত ২১ নভেম্বর ঢাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প এবং পরদিন ৩.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ অবস্থায় ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হল বন্ধের দাবি জানানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং হল খালি রাখার নির্দেশ দেয়।

বন্ধ থাকা সময়ে হলগুলোর ঝুঁকিপূর্ণ ও ত্রুটিপূর্ণ অংশ মেরামতের পাশাপাশি ভবনগুলোর নিরাপত্তা পুনরায় পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ৫ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হলে ফেরার অনুমতি দেওয়া হয়। বন্ধ শেষে ৭ ডিসেম্বর থেকে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

হলে ফেরত শহীদ আজিজ হলের এক শিক্ষার্থী জানান, দীর্ঘ ভ্রমণের পর অসুস্থ হয়ে পড়ায় শুরু হওয়া পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সমস্যা হচ্ছে। ওসমানী হলের আরেক শিক্ষার্থী বলেন, ভূমিকম্পের সময় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পেরেছেন এবং বর্তমানে হলে ফিরতে পেরে স্বস্তি লাগছে।

হল প্রশাসন জানায়, ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা বিষয়ক আরও বিস্তৃত পরিদর্শন চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে সহকারী প্রভোস্ট ও হাউস টিউটরদের নিয়ে একটি কাউন্সেলিং টিম গঠন করা হয়েছে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়। প্রশাসন আরও জানায়, ভূমিকম্পের মতো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব।

Tag :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে হত্যাকাণ্ডের পর বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, বিএসএফের দুঃখ প্রকাশ

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

আপডেট টাইম : ০১:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

– মো. সাফায়েত, বুটেক্স প্রতিনিধি

১১ দিন বন্ধ থাকার পর সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চারটি আবাসিক হল পুনরায় খুলে দেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বর থেকে শহীদ আজিজ হল, সৈয়দ নজরুল ইসলাম হল, জি.এম.এ.জি ওসমানী হল এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেন।

গত ২১ নভেম্বর ঢাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প এবং পরদিন ৩.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ অবস্থায় ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হল বন্ধের দাবি জানানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং হল খালি রাখার নির্দেশ দেয়।

বন্ধ থাকা সময়ে হলগুলোর ঝুঁকিপূর্ণ ও ত্রুটিপূর্ণ অংশ মেরামতের পাশাপাশি ভবনগুলোর নিরাপত্তা পুনরায় পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ৫ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হলে ফেরার অনুমতি দেওয়া হয়। বন্ধ শেষে ৭ ডিসেম্বর থেকে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

হলে ফেরত শহীদ আজিজ হলের এক শিক্ষার্থী জানান, দীর্ঘ ভ্রমণের পর অসুস্থ হয়ে পড়ায় শুরু হওয়া পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সমস্যা হচ্ছে। ওসমানী হলের আরেক শিক্ষার্থী বলেন, ভূমিকম্পের সময় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পেরেছেন এবং বর্তমানে হলে ফিরতে পেরে স্বস্তি লাগছে।

হল প্রশাসন জানায়, ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা বিষয়ক আরও বিস্তৃত পরিদর্শন চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে সহকারী প্রভোস্ট ও হাউস টিউটরদের নিয়ে একটি কাউন্সেলিং টিম গঠন করা হয়েছে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়। প্রশাসন আরও জানায়, ভূমিকম্পের মতো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব।