
নিজস্ব সংবাদদাতা
আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে সম্পূর্ণ মুক্ত হয় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এই জেলা। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর ছিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর হাসর উদ্দিন উচ্চবিদ্যালয়ে। এখান থেকেই উত্তর সীমান্তে গেরিলা অভিযান, প্রতিরোধ এবং মুক্তাঞ্চল সম্প্রসারণের পরিকল্পনা করা হতো।
যুদ্ধাহত রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী সাইফুল ইসলাম (৭৫) বলেন রেলওয়ে বিভাগীয় শহর হওয়ায় লালমনিরহাটে উর্দুভাষী বিহারিদের বসতি ছিল বেশি। রেলওয়েতে চাকরির সুবাদে তাদের অবস্থান ছিল শক্ত।
মুক্তিযোদ্ধারা জানান, পাকিস্তানি সেনারা বিহারিদের সহযোগিতায় খুব দ্রুতই স্থানীয় বাঙালিদের ওপর দমন–পীড়ন শুরু করে।
বাঙালি নারীদের ধরে নিয়ে যাওয়া হতো পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে, যেখানে তাদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন। স্থানীয় রাজাকার-আলবদর সদস্যরা পাকিস্তানি সেনাদের পাশাপাশি লুটপাট, গ্রেফতার ও নির্যাতনে সরাসরি অংশ নেন
১৯৭১ সালের ১ এপ্রিল হেলিকপ্টারযোগে পাকিস্তানি সেনারা লালমনিরহাটে নামে। সে দিন লালমনিরহাট বিমানঘাঁটিতে তৎকালীন লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত ওসি শহীদ মীর মোশাররফ হোসেনের নেতৃত্বে বাঙালি পুলিশ ও সাধারণ মানুষ পাকিস্তানি সেনাদের ওপর আকস্মিক হামলা চালান।
হামলায় বহু পাকিস্তানি সেনা ও বিহারি নিহত হন। এতে ক্ষুব্ধ হয়ে দখলদার বাহিনী ৪ ও ৫ এপ্রিল লালমনিরহাটে ব্যাপক গণহত্যা চালায়।
বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের হোসেন বলেন,
“৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী রেলওয়ে হাসপাতালে হামলা চালায়। তখন সেখানে চিকিৎসাধীন ছিলেন গুলিবিদ্ধ ওসি মীর মোশাররফ হোসেন। হাসপাতালের শয্যাতেই তাকে হত্যা করা হয়। একই সঙ্গে চার চিকিৎসক—ডা. এ রহমান, ডা. এ মোকতাদির, ডা. এম রহমান ও ডা. এ জি আহমেদকে গুলি করে হত্যা করা হয়।”
তিনি আরও বলেন,
“৫ ও ৬ এপ্রিল বহু রেল কর্মচারী ও সাধারণ মানুষকে হত্যা করে দখলদাররা। নিহতদের মরদেহ রেলওয়ে ওয়্যারলেস কলোনির ঝোপে পুঁতে রাখা হয়।”
বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বলেন,
“উত্তর সীমান্তবর্তী হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে লালমনিরহাটে এসে আশ্রয় নেন। কিন্তু তাদের একটি বড় অংশকেই পাকিস্তানি বাহিনী ও সহযোগীরা হত্যা করে।”
বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত বর্মণ বলেন,
“৬ নম্বর সেক্টর কমান্ডার এয়ার মার্শাল খাদেমুল বাশারের নির্দেশে আমরা ৩ ডিসেম্বর একযোগে জেলার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ শুরু করি। তীব্র প্রতিরোধে পাকিস্তানি সেনারা টিকতে পারেনি।”
৫ ডিসেম্বর রাত থেকে ৬ ডিসেম্বর ভোরে পাকিস্তানি সেনা ও রাজাকার–বিহারিরা পালিয়ে যায়। পালানোর সময় তিস্তা নদীর ওপর তিস্তা রেলওয়ে সেতুর একটি অংশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেতুটি ক্ষতিগ্রস্ত করে।
৬ ডিসেম্বর সকালে লালমনিরহাটে বিজয়ীর ভঙ্গিতে ‘জয় বাংলা’ স্লোগানের মধ্য দিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা জেলা শহরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
চন্দ্রকান্ত বর্মণ আরও জানান,
“প্রায় এক মাসের মধ্যে ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা তিস্তা রেলওয়ে সেতুটি মেরামত করেন। এতে দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পুনরায় সচল হয়।”
বাংলার খবর ডেস্ক : 



















