
মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি আয়োজিত মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি। বিশেষ অতিথি ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক।
এ সময় প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি সবসময় সীমান্ত এলাকায় মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে কঠোরভাবে কাজ করছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় সর্বদা সতর্ক রয়েছে। তিনি সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তাঁরা বিজিবির এ সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।
এদিনের মতবিনিময় সভায় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি ও বিজিবির চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
উল্লেখ্য, ১৫ বিজিবি সীমান্ত এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শীতের মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের উদ্যোগটি স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
বাংলার খবর ডেস্ক : 



















