অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি Logo সড়ক নয়, যেন মৃত্যু ফাঁদ! খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরকযন্ত্রণা Logo তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে আলোচনা সভা Logo আদমদিঘীতে ডাঃ জোবায়দা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত Logo ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত Logo নওগাঁ সদর হাসপাতালে দুদকের অভিযান, পাওয়া গেল অনিয়ম Logo অমিক্রোনে যশোরে একজনের মৃত্যু

টি-শার্টের গন্ধ শুঁকে বাছুন সেক্স পার্টনার

বাংলার খবর২৪.কমPheromone-Party : পরপর তিনদিন একই টি-শার্ট পরে ঘুমোন। তারপর সেটা প্লাস্টিকের ব্যাগে ভরে পার্টিতে নিয়ে যান। সেখানে যদি কেউ টি-শার্টের গন্ধ শুঁকে পছন্দ করে তাহলেই আপনি পাবেন ‘আইডিয়াল’ সেক্স পার্টনার। চমকে যাবেন না, মার্কিন মুলুকে গত চারবছর এই ধরণের পার্টির রমরমা চলছে। এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য প্রান্তেও।
এ ধরণের পার্টিকে বলা হয় ‘ফেরোমোন পার্টি’। মার্কিন মুলুকে ২০১০ সালে প্রথম ফেরোমোন পার্টির আয়োজন করেন। কোনও নামীদামী হোটেল নয়, সাধারণ বারগুলিতেও এ ধরণের পার্টির আয়োজন করা হয়। সেখানে নারী-পুরুষরা নিজেদের টি-শার্ট পলিথিন ব্যাগে ভরে পার্টিতে আসেন। নিয়ম অনুযায়ী, টি-শার্টটি অবশ্যই পরপর তিন রাতে ঘুমানোর কাজে ব্যবহার হওয়া হতে হবে৷ এরপর টি-শার্টগুলোর ব্যাগে নম্বর লিখে সেগুলো টেবিলে রাখা হয়৷ মেয়েদের টি-শার্টে গোলাপি আর ছেলেদের টি-শার্টে নীল রং দিয়ে নম্বর লেখা হয়৷
যারা পার্টিতে অংশ নেন যারা, তাঁরা একটার পর একটা টি-শার্টের গন্ধ শুঁকে দেখেন। একজন অংশগ্রহণকারী যে ব্যাগ পছন্দ করেন সেই ব্যাগের নম্বরটি বড় স্ক্রিনে দেখানো হয়৷ এভাবে পছন্দের মানুষকে খুঁজে নেন অংশগ্রহণকারীরা। গন্ধের মাধ্যমে টি-শার্টের মালিকের স্টাইল ও তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া বলে মনে করেন এই ফেরোমোন পার্টিতে অংশগ্রহণকারীরা। একেকটি পার্টিতে ১৪০ জনেরও বেশি নারী-পুরুষ অংশ নেন। পার্টিতে অংশ নিতে আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হয়৷ খরচ পড়ে ১৫ ইউরো করে।

Tag :

ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ

টি-শার্টের গন্ধ শুঁকে বাছুন সেক্স পার্টনার

আপডেট টাইম : ০২:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কমPheromone-Party : পরপর তিনদিন একই টি-শার্ট পরে ঘুমোন। তারপর সেটা প্লাস্টিকের ব্যাগে ভরে পার্টিতে নিয়ে যান। সেখানে যদি কেউ টি-শার্টের গন্ধ শুঁকে পছন্দ করে তাহলেই আপনি পাবেন ‘আইডিয়াল’ সেক্স পার্টনার। চমকে যাবেন না, মার্কিন মুলুকে গত চারবছর এই ধরণের পার্টির রমরমা চলছে। এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য প্রান্তেও।
এ ধরণের পার্টিকে বলা হয় ‘ফেরোমোন পার্টি’। মার্কিন মুলুকে ২০১০ সালে প্রথম ফেরোমোন পার্টির আয়োজন করেন। কোনও নামীদামী হোটেল নয়, সাধারণ বারগুলিতেও এ ধরণের পার্টির আয়োজন করা হয়। সেখানে নারী-পুরুষরা নিজেদের টি-শার্ট পলিথিন ব্যাগে ভরে পার্টিতে আসেন। নিয়ম অনুযায়ী, টি-শার্টটি অবশ্যই পরপর তিন রাতে ঘুমানোর কাজে ব্যবহার হওয়া হতে হবে৷ এরপর টি-শার্টগুলোর ব্যাগে নম্বর লিখে সেগুলো টেবিলে রাখা হয়৷ মেয়েদের টি-শার্টে গোলাপি আর ছেলেদের টি-শার্টে নীল রং দিয়ে নম্বর লেখা হয়৷
যারা পার্টিতে অংশ নেন যারা, তাঁরা একটার পর একটা টি-শার্টের গন্ধ শুঁকে দেখেন। একজন অংশগ্রহণকারী যে ব্যাগ পছন্দ করেন সেই ব্যাগের নম্বরটি বড় স্ক্রিনে দেখানো হয়৷ এভাবে পছন্দের মানুষকে খুঁজে নেন অংশগ্রহণকারীরা। গন্ধের মাধ্যমে টি-শার্টের মালিকের স্টাইল ও তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া বলে মনে করেন এই ফেরোমোন পার্টিতে অংশগ্রহণকারীরা। একেকটি পার্টিতে ১৪০ জনেরও বেশি নারী-পুরুষ অংশ নেন। পার্টিতে অংশ নিতে আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হয়৷ খরচ পড়ে ১৫ ইউরো করে।