:মহানবী হযরত মুহাম্মদ সা.-এর রওজা মোবারক জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার ভোর রাত চারটায় মদিনা মসজিদে নববীতে অবস্থিত মহানবী সা.-এর রওজা মোবারক জিয়ারত করেন তারা।
বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার বড় পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সহকারি এনামুল হক চৌধুরী, ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দীন আহমেদ, তারেক রহমানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা রকীবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সাংবাদিক মাহাবুবুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব প্রমুখ।
এর আগে রবিবার সন্ধ্যায় সৌদি বিএনপির নেতাকর্মীদের নিয়ে মসজিদে নববিতে ইফতার করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপি চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থ ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে মাসুদ সাঈদী।
রাতে মসজিদে নববীতেই তারাবীর নামাজের পর রিয়াজুল জান্নাতে নফল নামাজ আদায় করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।
রিয়াজুল জান্নাত অর্থাৎ ‘জান্নাতের টুকরো’ সেই পবিত্র স্মৃতি বিজরিত স্থান যেখানে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) তাঁর সাহাবীদের নিয়ে নামাজে দাঁড়াতেন। সেই পবিত্র স্থানে নফল নামাজ আদায় ও মোনাজাত করে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। মসজিদে নববীতেই তারা ফজরের নামাজ আদায় করেন।
প্রসঙ্গত, সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে পবিত্র ওমরাহ পালন করতে শনিবার রাতে মদিনা আমির মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। বর্তমানে তারা মসজিদে নববীর সন্নিকটে দারুল ঈমান হোটেলে অবস্থান করছেন।
শিরোনাম :
মহানবী (সাঃ)’র রওজা জিয়ারত করলেন খালেদা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০১৪
- ১৭৫৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ