মুন্সীগঞ্জ: যেখানে পিনাক-৬ উদ্ধার করতে পারছে না সেখানে পাঁচ দিনের মাথায় জীবিত যাত্রী উদ্ধারের ঘটনা নিয়ে তোলপাড় মাওয়াঘাট। কিন্তু এই নাটকীয়তার অবসান হতে বেশি সময় লাগেনি।
লঞ্চডুবির পঞ্চম দিনে মো. সারোয়ার হোসেন (২৮) নামে একজনকে জীবিত উদ্ধারে মাওয়া এলাকায় তোলপাড় শুরু হয়। তবে এই নাটক এবার টেকেনি।
সারোয়ারের দাবি আমলে নেয়ার সুযোগ ছিল না উপস্থিত সাংবাদিকদেরও। কারণ তার পরিধেয় বস্ত্র পরিস্কার ছিল। তার দাঁড়ি-গোফ সদ্য সেলুনে গিয়ে পরিষ্কার করে এসেছে এমন।
সারোয়ারের ভাষ্যমতে তার বাড়ি শিবচরে। অর্থাৎ মাওয়া ঘাটের ওপারে। সে চারদিন পর মাওয়া ঘাটে এসে বলছে আমি শিবচরে পিনাক-৬ পানিতে ডুবে যাওয়ার সময় ভাগ্যক্রমে বেঁচে যাই।
আমাকে লঞ্চডুবির দিন সীবোর্ডে উদ্ধার করে শিবচরে ফেলে আসে। শিবচরে আমি পানি খেয়ে বেঁচে আছি। অচেতন অবস্থায় পড়ে ছিলাম। পরে জ্ঞান ফিরলে আমি শিবচর পদ্মার চরে এলোমেলোভাবে ঘোরাফিরা করতেছিলাম। এখান থেকে উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসা হয় আমাকে।
সারোয়ার আরো জানান, ভাবী রোকসানা মোল্লা (২০) ও ভাই মামুন হাওলাদার (৩৬) এখনো নিখোঁজ রয়েছে। তাদের খোঁজেই আমি বের হয়েছি।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। সারোয়ারের জীবিত উদ্ধার এটি বিশ্বাসযোগ্য নয়।
সহকারী পুলিশ সুপার ট্রাফিক মনিরুজ্জামান ফকির জানান, নাটকের নায়ক সারোয়ারকে আটক করে কট্রোল রুমে রাখা হয়েছে। তার আসল নাম রাসেল, পিতা- আলাউদ্দিন, বাড়ি- মাদারীপুরের কোকরাইল।