অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান Logo পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

নিখোঁজদের ৪৯ জনই জীবিত!

বাংলার খবর২৪.কম: 500x350_3bedd69bad5c7f2fad4a0fb4ae01d42f_6_mawa_bg_677128981পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় শনিবার ষষ্ঠ দিন সন্ধ্যা নাগাদ ৪৩ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন। তাদের তথ্য অনুযায়ী, এখনো নিখোঁজ ১২০ জন।

কিন্তু লঞ্চডুবির ঘটনায় মাওয়ায় স্থাপিত পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থাপক শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মজিবুর রহমান শনিবার রাতে ভিন্ন তথ্য দিয়েছেন।

তিনি দাবি করেন, বর্তমান ১২০ জনের নিখোঁজ তালিকার অন্তত ৪৯ জন জীবিত। এদের অনেকেই পিনাক-৬ লঞ্চেই ছিল না। সে হিসেবে এখন নিখোঁজের সংখ্যা ৭১ জন।

মজিবুর বলেন, ‘আমি নিখোঁজ তালিকায় নাম উঠা সব যাত্রীদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে নিখোঁজ এসব যাত্রীদের ৪৯ জনই জীবিত আছেন।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর অনেকে সাঁতরিয়ে কূলে উঠেছেন। কিন্তু তাদের মোবাইল পানিতে হারিয়ে যাওয়ায় কিংবা বিকল হয়ে যাওয়ায় তারা তাৎক্ষণিক স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এজন্য স্বজনরা এসে নিখোঁজ তালিকায় নাম উঠিয়ে যান।’

‘পরবর্তীতে নিখোঁজ এসব যাত্রী বাড়িতে ফিরে গেলেও স্বজনরা আর নাম প্রত্যাহার করতে আসেননি। এমনকি ওইদিন পিনাক-৬ এ আসার কথা ছিল কিন্তু আসেননি, এমন তিন যাত্রীর নামও নিখোঁজ তালিকায় উঠে’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবি যাওয়া লঞ্চের ৪৩ জনের লাশ ভাটির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনের পরিচয় সনাক্ত হওয়ায় স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ১২ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। বাকি চারটি লাশ মাদারীপুরের শিবচরের পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে রাখা হয়েছে।

অন্যদিকে, লঞ্চডুবির ষষ্ঠ দিনে পদ্মার তলদেশে একটি ধাতব স্ট্রাকচারের সন্ধান পাওয়া গেছে। ইমেজে শনাক্ত করা ধাতব স্ট্রাকচারটি ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চ কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ধাতব স্ট্রাকচারটির অবস্থান গভীরে হওয়ায় এবং প্রবল স্রোতের পাশপাশি ওই এলাকায় নদী উত্তাল হওয়ায় রাত নাগাদ সেখানে ডুবুরি পাঠানোর সম্ভাবনা ক্ষীণ। তাই ইমেজটি পিনাক-৬ এর কিনা তা জানতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নিখোঁজদের ৪৯ জনই জীবিত!

আপডেট টাইম : ০১:৩৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_3bedd69bad5c7f2fad4a0fb4ae01d42f_6_mawa_bg_677128981পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় শনিবার ষষ্ঠ দিন সন্ধ্যা নাগাদ ৪৩ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন। তাদের তথ্য অনুযায়ী, এখনো নিখোঁজ ১২০ জন।

কিন্তু লঞ্চডুবির ঘটনায় মাওয়ায় স্থাপিত পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থাপক শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মজিবুর রহমান শনিবার রাতে ভিন্ন তথ্য দিয়েছেন।

তিনি দাবি করেন, বর্তমান ১২০ জনের নিখোঁজ তালিকার অন্তত ৪৯ জন জীবিত। এদের অনেকেই পিনাক-৬ লঞ্চেই ছিল না। সে হিসেবে এখন নিখোঁজের সংখ্যা ৭১ জন।

মজিবুর বলেন, ‘আমি নিখোঁজ তালিকায় নাম উঠা সব যাত্রীদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে নিখোঁজ এসব যাত্রীদের ৪৯ জনই জীবিত আছেন।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর অনেকে সাঁতরিয়ে কূলে উঠেছেন। কিন্তু তাদের মোবাইল পানিতে হারিয়ে যাওয়ায় কিংবা বিকল হয়ে যাওয়ায় তারা তাৎক্ষণিক স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এজন্য স্বজনরা এসে নিখোঁজ তালিকায় নাম উঠিয়ে যান।’

‘পরবর্তীতে নিখোঁজ এসব যাত্রী বাড়িতে ফিরে গেলেও স্বজনরা আর নাম প্রত্যাহার করতে আসেননি। এমনকি ওইদিন পিনাক-৬ এ আসার কথা ছিল কিন্তু আসেননি, এমন তিন যাত্রীর নামও নিখোঁজ তালিকায় উঠে’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবি যাওয়া লঞ্চের ৪৩ জনের লাশ ভাটির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনের পরিচয় সনাক্ত হওয়ায় স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ১২ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। বাকি চারটি লাশ মাদারীপুরের শিবচরের পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে রাখা হয়েছে।

অন্যদিকে, লঞ্চডুবির ষষ্ঠ দিনে পদ্মার তলদেশে একটি ধাতব স্ট্রাকচারের সন্ধান পাওয়া গেছে। ইমেজে শনাক্ত করা ধাতব স্ট্রাকচারটি ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চ কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে ধাতব স্ট্রাকচারটির অবস্থান গভীরে হওয়ায় এবং প্রবল স্রোতের পাশপাশি ওই এলাকায় নদী উত্তাল হওয়ায় রাত নাগাদ সেখানে ডুবুরি পাঠানোর সম্ভাবনা ক্ষীণ। তাই ইমেজটি পিনাক-৬ এর কিনা তা জানতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।