পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

পার্বত্য আইন সংশোধন নিয়ে পাহাড়ে উত্তাপ

রাঙামাটি: অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে ক্ষমতাসীনরা তাদের পছন্দসই লোকজনকে বিভিন্ন পদে বসাতে চাচ্ছে-এমন অভিযোগ পুরোনো। এজন্য আইন সংশোধন করা হয়েছে তিন তিনবার। এই ইস্যু নিয়ে নতুনভাবে উত্তাপ ছড়াচ্ছে পার্বত্য চট্টগ্রামে।

প্রথমবার ২০১৩ সালে অন্তর্বর্তীকালীন পরিষদের পাঁচ সদস্য, তারপর ১০ জন ও সর্বশেষ ১৫ জনে উন্নীত করা হয়। জেলা পরিষদ আইনের এই সংশোধনের প্রতিবাদে ইতিমধ্যে নড়ে-চড়ে বসেছে সরকারের মিত্র হিসেবে পরিচিত পার্বত্য চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। রাঙামাটির নির্বাচিত সংসদ সদস্য উষাতনসহ বেশ কটি পাহাড়ি-বাঙালি সংগঠনও রয়েছে সরব।

সম্প্রতি বাঙালি ছাত্র পরিষদের একটি অংশও এই আইন বাতিলের দাবিতে হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে। এমতাবস্থায় পাহাড়ের মানুষ এখনো বুঝতে পারছে না পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ আইন সংশোধন নিয়ে সৃষ্ট পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে।

অতি সম্প্রতি এই সংশোধনীটি সংসদে উত্থাপনের প্রতিবাদে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙামাটি জেলার নির্বাচিত সংসদ সদস্য উষাতন তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন।

সংগঠনগুলোর প্রায় অভিন্ন দাবি হলো, পার্বত্য চুক্তিকে পাশ কাটিয়ে তারা এই আইন সংশোধন চান না। ক্ষমতাসীন সরকার এটি বাতিল করে জেলা পরিষদের নির্বাচন দেয়ার দাবি জানান তারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি মনে করে সংসদে উত্থাপিত পার্বত্য জেলা (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি)পরিষদ আইন (সংশোধনী), ২০১৪ বিল ‘পার্বত্য চুক্তি, ১৯৯৭’ বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যাকে অধিকতর ঘনীভূত করবে।

তাদের মতে, পার্বত্য জেলা পরিষদসমূহের সদস্য সংখ্যা বাড়িয়ে যাই করা হোক না কেন তা সমস্যাকে আড়াল করবে মাত্র। এর পরিবর্তে পার্বত্য চুক্তি অনুসারে পার্বত্য জেলাসমূহের নির্বাচন জরুরি বলে মনে করেন তারা। সরকারের এ ধরনের আচরণ এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সহায়ক না হয়ে অন্তরায় হয়ে দাঁড়াবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে পাহাড়ে বর্তমানে এমনও কথা প্রচার হচ্ছে যে, সম্প্রতি জনসংহতি সমিতি এই আইন সংশোধন নিয়ে যেসব বিবৃতি দিয়েছে সেটি তাদের একটি কৌশল এবং লোক দেখানো। পাহাড়িদের একটি পক্ষ থেকে শোনা যাচ্ছে, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে কিছুদিন আগে ঢাকায় ডেকে নিয়ে পার্বত্য জেলা পরিষদ আইন সম্পর্কে আলোচনা সেরে নিয়েছেন প্রধানমন্ত্রী।

আর এই আলাপ-আলোচনার পরেই সরকারের পক্ষ থেকে এই সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হয়েছে। কিন্তু তারপরও এই সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ দেয়ার মানেই হচ্ছে, পার্বত্যবাসীকে বিষয়টি বুঝানো, সংগঠনটি এই বিষয়টি নিয়ে বিরোধিতা করছে। তারা মনে করেন, মূলত জনসংহতি সমিতি এই বিলের ব্যাপারে তেমন বিরোধিতা করবে না। বিষয়টি নিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ পাহাড়িদের মধ্যে জনসংহতি সমিতি সম্পর্কে বিরূপ ধারণা ও অবিশ্বাস দেখা দিয়েছে।

এদিকে, পার্বত্য জেলা পরিষদের বর্তমান আইন সংশোধন প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাহাজল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

সংশোধনী বিলগুলো বৈষম্যমূলক বিল দাবি করে বিবৃতিতে তারা বলেন, সংশোধনী বিলগুলোতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের চরমভাবে বঞ্চিত করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে চরম বৈষম্য।

এছাড়া বিলগুলোতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের কথা বিবেচনা না করে বাঙালিদের একতরফাভাবে বঞ্চিত করা হচ্ছে। সংশোধনী বিলগুলো জাতীয় সংসদে পাস করা হলে তিন পার্বত্য জেলা পরিষদ উপজাতিদের রামরাজত্বে পরিণত হবে। পরিষদগুলো কোটি কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সর্বক্ষেত্রে বাঙালিরা চরমভাবে বঞ্চিত হবে।

বিবৃতিতে নেতারা আরো বলেন, খাগড়াছড়ি জেলায় মোট জনগোষ্ঠীর ৫২% উপজাতি ও ৪৮% বাঙালি। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নয়জন, এবং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনীত মহিলা সদস্য ও চেয়ারম্যানসহ মোট ১১ জনই উপজাতি।

অপরদিকে, বাঙালি সদস্য ও মহিলা সদস্যসহ চারজন। অবিলম্বে এ ধরনের বৈষম্যমূলক বিল প্রত্যাহার করে নতুনভাবে সংশোধনী এনে জনসংখ্যার অনুপাতে খাগড়াছড়ি জেলা পরিষদে সাতজন সদস্য রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তথা দাবি বাস্তবায়ন করার উদ্যোগ না নিলে পরবর্তী সময়ে সড়ক অবরোধ, হরতালসহ কঠোর আন্দোলনের ডাক দেয়ারও হুমকি দেয়া হয়েছে বাঙালিদের এই সংগঠনটির পক্ষ থেকে।

সর্বশেষ, বিভিন্ন প্রতিক্রিয়া হলেও পাহাড়ের মানুষ অপেক্ষা করছে কখন পার্বত্য জেলা পরিষদ আইন ঘোষণা হবে এবং ভাগ্যবান নতুন মুখ কারা হবেন। পরিষদের দায়িত্বে আসছেন কারা? চেয়ারম্যান-সদস্য-সদস্যা কে হচ্ছেন? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে পাহাড়ে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

পার্বত্য আইন সংশোধন নিয়ে পাহাড়ে উত্তাপ

আপডেট টাইম : ০১:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪

রাঙামাটি: অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে ক্ষমতাসীনরা তাদের পছন্দসই লোকজনকে বিভিন্ন পদে বসাতে চাচ্ছে-এমন অভিযোগ পুরোনো। এজন্য আইন সংশোধন করা হয়েছে তিন তিনবার। এই ইস্যু নিয়ে নতুনভাবে উত্তাপ ছড়াচ্ছে পার্বত্য চট্টগ্রামে।

প্রথমবার ২০১৩ সালে অন্তর্বর্তীকালীন পরিষদের পাঁচ সদস্য, তারপর ১০ জন ও সর্বশেষ ১৫ জনে উন্নীত করা হয়। জেলা পরিষদ আইনের এই সংশোধনের প্রতিবাদে ইতিমধ্যে নড়ে-চড়ে বসেছে সরকারের মিত্র হিসেবে পরিচিত পার্বত্য চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। রাঙামাটির নির্বাচিত সংসদ সদস্য উষাতনসহ বেশ কটি পাহাড়ি-বাঙালি সংগঠনও রয়েছে সরব।

সম্প্রতি বাঙালি ছাত্র পরিষদের একটি অংশও এই আইন বাতিলের দাবিতে হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে। এমতাবস্থায় পাহাড়ের মানুষ এখনো বুঝতে পারছে না পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ আইন সংশোধন নিয়ে সৃষ্ট পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে।

অতি সম্প্রতি এই সংশোধনীটি সংসদে উত্থাপনের প্রতিবাদে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙামাটি জেলার নির্বাচিত সংসদ সদস্য উষাতন তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন।

সংগঠনগুলোর প্রায় অভিন্ন দাবি হলো, পার্বত্য চুক্তিকে পাশ কাটিয়ে তারা এই আইন সংশোধন চান না। ক্ষমতাসীন সরকার এটি বাতিল করে জেলা পরিষদের নির্বাচন দেয়ার দাবি জানান তারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি মনে করে সংসদে উত্থাপিত পার্বত্য জেলা (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি)পরিষদ আইন (সংশোধনী), ২০১৪ বিল ‘পার্বত্য চুক্তি, ১৯৯৭’ বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা সমাধানের পরিবর্তে সমস্যাকে অধিকতর ঘনীভূত করবে।

তাদের মতে, পার্বত্য জেলা পরিষদসমূহের সদস্য সংখ্যা বাড়িয়ে যাই করা হোক না কেন তা সমস্যাকে আড়াল করবে মাত্র। এর পরিবর্তে পার্বত্য চুক্তি অনুসারে পার্বত্য জেলাসমূহের নির্বাচন জরুরি বলে মনে করেন তারা। সরকারের এ ধরনের আচরণ এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সহায়ক না হয়ে অন্তরায় হয়ে দাঁড়াবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে পাহাড়ে বর্তমানে এমনও কথা প্রচার হচ্ছে যে, সম্প্রতি জনসংহতি সমিতি এই আইন সংশোধন নিয়ে যেসব বিবৃতি দিয়েছে সেটি তাদের একটি কৌশল এবং লোক দেখানো। পাহাড়িদের একটি পক্ষ থেকে শোনা যাচ্ছে, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে কিছুদিন আগে ঢাকায় ডেকে নিয়ে পার্বত্য জেলা পরিষদ আইন সম্পর্কে আলোচনা সেরে নিয়েছেন প্রধানমন্ত্রী।

আর এই আলাপ-আলোচনার পরেই সরকারের পক্ষ থেকে এই সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হয়েছে। কিন্তু তারপরও এই সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ দেয়ার মানেই হচ্ছে, পার্বত্যবাসীকে বিষয়টি বুঝানো, সংগঠনটি এই বিষয়টি নিয়ে বিরোধিতা করছে। তারা মনে করেন, মূলত জনসংহতি সমিতি এই বিলের ব্যাপারে তেমন বিরোধিতা করবে না। বিষয়টি নিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সাধারণ পাহাড়িদের মধ্যে জনসংহতি সমিতি সম্পর্কে বিরূপ ধারণা ও অবিশ্বাস দেখা দিয়েছে।

এদিকে, পার্বত্য জেলা পরিষদের বর্তমান আইন সংশোধন প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাহাজল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

সংশোধনী বিলগুলো বৈষম্যমূলক বিল দাবি করে বিবৃতিতে তারা বলেন, সংশোধনী বিলগুলোতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের চরমভাবে বঞ্চিত করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে চরম বৈষম্য।

এছাড়া বিলগুলোতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের কথা বিবেচনা না করে বাঙালিদের একতরফাভাবে বঞ্চিত করা হচ্ছে। সংশোধনী বিলগুলো জাতীয় সংসদে পাস করা হলে তিন পার্বত্য জেলা পরিষদ উপজাতিদের রামরাজত্বে পরিণত হবে। পরিষদগুলো কোটি কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সর্বক্ষেত্রে বাঙালিরা চরমভাবে বঞ্চিত হবে।

বিবৃতিতে নেতারা আরো বলেন, খাগড়াছড়ি জেলায় মোট জনগোষ্ঠীর ৫২% উপজাতি ও ৪৮% বাঙালি। চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নয়জন, এবং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনীত মহিলা সদস্য ও চেয়ারম্যানসহ মোট ১১ জনই উপজাতি।

অপরদিকে, বাঙালি সদস্য ও মহিলা সদস্যসহ চারজন। অবিলম্বে এ ধরনের বৈষম্যমূলক বিল প্রত্যাহার করে নতুনভাবে সংশোধনী এনে জনসংখ্যার অনুপাতে খাগড়াছড়ি জেলা পরিষদে সাতজন সদস্য রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এছাড়া এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তথা দাবি বাস্তবায়ন করার উদ্যোগ না নিলে পরবর্তী সময়ে সড়ক অবরোধ, হরতালসহ কঠোর আন্দোলনের ডাক দেয়ারও হুমকি দেয়া হয়েছে বাঙালিদের এই সংগঠনটির পক্ষ থেকে।

সর্বশেষ, বিভিন্ন প্রতিক্রিয়া হলেও পাহাড়ের মানুষ অপেক্ষা করছে কখন পার্বত্য জেলা পরিষদ আইন ঘোষণা হবে এবং ভাগ্যবান নতুন মুখ কারা হবেন। পরিষদের দায়িত্বে আসছেন কারা? চেয়ারম্যান-সদস্য-সদস্যা কে হচ্ছেন? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে পাহাড়ে।