পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

‘শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘিত হলেও তারা উপযুক্ত আইনী সহায়তা পাচ্ছেনা’

ঢাকা : শিল্পকারখানাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘিত হলেও তারা উপযুক্ত আইনী সহায়তা পাচ্ছেনা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মে দিবস-২০১৫ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“শ্রমিকের মর্যাদা ও মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন।

মন্ত্রী বলেন, বিনা খরচে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও স্বল্প মজুরির শ্রমিকরা যাতে বিভিন্ন আইনি সুযোগ-সুবিধা পায় সেজন্য আদালতগুলোতে একটি বিশেষ শাখা রয়েছে। কিন্তু আমার জানা মতে, তাদের সহায়তা প্রদান কার্যক্রম ততটা কার্যকারী নয়। এজন্য তাদের কাছে মানুষ খুব কমই আসে। সরকারকে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

শ্রমিকদের জন্য বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিষয়ে তিনি বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন কলকারখানায় কর্মরত নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে সরকার আইএলও কনভেনশন অনুযায়ী সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে নারী শ্রমিকদের বাসস্থান সমস্যা দূর করতে প্রাথমিকভাবে ৫টি শিল্পে ডরমেটরি তৈরির কাজ শুরু করেছে। আগামীতে গাজীপুরসহ বিভিন্ন শিল্পএলাকায় প্রর্যায়ক্রমে ডরমেটরি তৈরির কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের কর্মের নিরাপত্তা বিধানের জন্য অর্থাৎ তাদেরকে কর্মচ্যুতির ক্ষেত্রে আইএলও কনভেনশনের যে নীতি রয়েছে তা মালিক পক্ষ যাতে তা যথাযথভাবে অনুসরণ করে সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে। তবে এক্ষেত্রে সফলতা নির্ভর করবে মালিকদের পাশাপাশি শ্রমিকদেরও যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করার উপর।

ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল বাসেদ মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

‘শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘিত হলেও তারা উপযুক্ত আইনী সহায়তা পাচ্ছেনা’

আপডেট টাইম : ১১:৩১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০১৫

ঢাকা : শিল্পকারখানাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘিত হলেও তারা উপযুক্ত আইনী সহায়তা পাচ্ছেনা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মে দিবস-২০১৫ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“শ্রমিকের মর্যাদা ও মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন।

মন্ত্রী বলেন, বিনা খরচে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও স্বল্প মজুরির শ্রমিকরা যাতে বিভিন্ন আইনি সুযোগ-সুবিধা পায় সেজন্য আদালতগুলোতে একটি বিশেষ শাখা রয়েছে। কিন্তু আমার জানা মতে, তাদের সহায়তা প্রদান কার্যক্রম ততটা কার্যকারী নয়। এজন্য তাদের কাছে মানুষ খুব কমই আসে। সরকারকে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

শ্রমিকদের জন্য বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিষয়ে তিনি বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন কলকারখানায় কর্মরত নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে সরকার আইএলও কনভেনশন অনুযায়ী সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছে। ইতোমধ্যে নারী শ্রমিকদের বাসস্থান সমস্যা দূর করতে প্রাথমিকভাবে ৫টি শিল্পে ডরমেটরি তৈরির কাজ শুরু করেছে। আগামীতে গাজীপুরসহ বিভিন্ন শিল্পএলাকায় প্রর্যায়ক্রমে ডরমেটরি তৈরির কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের কর্মের নিরাপত্তা বিধানের জন্য অর্থাৎ তাদেরকে কর্মচ্যুতির ক্ষেত্রে আইএলও কনভেনশনের যে নীতি রয়েছে তা মালিক পক্ষ যাতে তা যথাযথভাবে অনুসরণ করে সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে। তবে এক্ষেত্রে সফলতা নির্ভর করবে মালিকদের পাশাপাশি শ্রমিকদেরও যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করার উপর।

ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল বাসেদ মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।