অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

তুমি তো পয়সা নিয়ে গান গাও : মমতাজকে কাদের

মানিকগঞ্জ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়েকর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এসময় মন্ত্রী গলাকাটা ও ঋষিপাড়া ব্রিজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উদ্বোধন করেন অজিমপুর ও গারাদিয়া ব্রিজের, ঘুরে দেখেন নয়াকান্দি ব্রিজের নির্মাণ কাজ।

গারাদিয়া ব্রিজের উদ্বোধনের আগে ওবায়দুল কাদের রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খান।

এসময় স্থানীয় সংসদ সদস্য ও কন্ঠ শিল্পী মমতাজের সাথে মোবাইল ফোনে উচ্চ স্বরে কথা বলেন মন্ত্রী।

কথার অংশ বিশেষ :

‘আজকে এটা উদ্বোধন করে যাচ্ছি। ৬ তারিখে আমার অন্য কাজ আছে। আমার মতো কাজ তো তুমি করো না। তুমি তো পয়সা নিয়ে গান গাও। আমি তো আর পয়সা নিয়ে কাজ করি না।’

উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক, সফরসঙ্গী ও আশপাশের লোকজন মন্ত্রীর উচ্চ স্বরের কথা শুনে এগিয়ে আসেন।

অপরপ্রান্ত থেকে কন্ঠশিল্পী মমতাজ কি বলছেন তা শোনা না গেলেও সড়ক পরিবহন মন্ত্রী মোবাইলে এভাবেই কথা বলছিলেন।

মমতাজের সঙ্গে এভাবে কথা বলার কারণ সম্পর্কে সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সড়ক পরিবহন মন্ত্রীর ব্রিজ উদ্বোধন করার কথা ছিলো মঙ্গলবার। আর সংসদ সদস্য মমতাজ চেয়েছিলেন বুধবার।

কিন্তু মন্ত্রী আজকে (সোমবার) হঠাৎ করেই ব্রিজের উদ্বোধন করতে আসায় সংসদ সদস্য মমতাজ উপস্থিত হতে পারেননি।

মমতাজকে যা বললেন মন্ত্রী :

‘আমি অতিরিক্ত কোন সময় দিবো না। প্লিজ লিসেন, আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। তুমি এটা নিয়ে পাবলিসিটি করো এলাকায়। তুমি মিটিং ডাকো। তোমার নামও তো দিয়ে দিলাম, সব ব্রিজে। তুমি তো আসতে পারবা না। কারণ তুমি তো ফোন ধরবা না। গতকালও ফোন ধরো নাই। ইয়েস আই কল ইউ, আই কল ইউ, তুমি ধরো নাই।

আজকে এটা উদ্বোধন করে যাচ্ছি। ৬ তারিখে আমার অন্য কাজ আছে। আমার মতো কাজ তো তুমি করো না। তুমি তো পয়সা নিয়ে গান গাও। আমি তো আর পয়সা নিয়ে কাজ করি না।

তোমার তো যাইতো হবে, কোথাও যদি গানের অনুষ্ঠান থাকে। আমার তো ৬ তারিখে আরেক প্রোগ্রাম আছে, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে আমার তো ওখানে থাকতে হবে। না ঠিক আছে ওকে। এটা নিয়ে আর তর্ক করো না। তুমি এখানে জনসভা ১০ টা করে বুঝিয়ে দাও অসুবিধা কি? আমার এখানে ভোটের প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে কাজটা করে দেওয়া। আমি করে দিয়েছি। তুমি তো পৌষ মেলায়ও মন্ত্রী এনেছো। তোমার তো মন্ত্রী লাগে না, তুমি বড় শিল্পী।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

তুমি তো পয়সা নিয়ে গান গাও : মমতাজকে কাদের

আপডেট টাইম : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০১৫

মানিকগঞ্জ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়েকর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

এসময় মন্ত্রী গলাকাটা ও ঋষিপাড়া ব্রিজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উদ্বোধন করেন অজিমপুর ও গারাদিয়া ব্রিজের, ঘুরে দেখেন নয়াকান্দি ব্রিজের নির্মাণ কাজ।

গারাদিয়া ব্রিজের উদ্বোধনের আগে ওবায়দুল কাদের রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খান।

এসময় স্থানীয় সংসদ সদস্য ও কন্ঠ শিল্পী মমতাজের সাথে মোবাইল ফোনে উচ্চ স্বরে কথা বলেন মন্ত্রী।

কথার অংশ বিশেষ :

‘আজকে এটা উদ্বোধন করে যাচ্ছি। ৬ তারিখে আমার অন্য কাজ আছে। আমার মতো কাজ তো তুমি করো না। তুমি তো পয়সা নিয়ে গান গাও। আমি তো আর পয়সা নিয়ে কাজ করি না।’

উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক, সফরসঙ্গী ও আশপাশের লোকজন মন্ত্রীর উচ্চ স্বরের কথা শুনে এগিয়ে আসেন।

অপরপ্রান্ত থেকে কন্ঠশিল্পী মমতাজ কি বলছেন তা শোনা না গেলেও সড়ক পরিবহন মন্ত্রী মোবাইলে এভাবেই কথা বলছিলেন।

মমতাজের সঙ্গে এভাবে কথা বলার কারণ সম্পর্কে সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সড়ক পরিবহন মন্ত্রীর ব্রিজ উদ্বোধন করার কথা ছিলো মঙ্গলবার। আর সংসদ সদস্য মমতাজ চেয়েছিলেন বুধবার।

কিন্তু মন্ত্রী আজকে (সোমবার) হঠাৎ করেই ব্রিজের উদ্বোধন করতে আসায় সংসদ সদস্য মমতাজ উপস্থিত হতে পারেননি।

মমতাজকে যা বললেন মন্ত্রী :

‘আমি অতিরিক্ত কোন সময় দিবো না। প্লিজ লিসেন, আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। তুমি এটা নিয়ে পাবলিসিটি করো এলাকায়। তুমি মিটিং ডাকো। তোমার নামও তো দিয়ে দিলাম, সব ব্রিজে। তুমি তো আসতে পারবা না। কারণ তুমি তো ফোন ধরবা না। গতকালও ফোন ধরো নাই। ইয়েস আই কল ইউ, আই কল ইউ, তুমি ধরো নাই।

আজকে এটা উদ্বোধন করে যাচ্ছি। ৬ তারিখে আমার অন্য কাজ আছে। আমার মতো কাজ তো তুমি করো না। তুমি তো পয়সা নিয়ে গান গাও। আমি তো আর পয়সা নিয়ে কাজ করি না।

তোমার তো যাইতো হবে, কোথাও যদি গানের অনুষ্ঠান থাকে। আমার তো ৬ তারিখে আরেক প্রোগ্রাম আছে, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে আমার তো ওখানে থাকতে হবে। না ঠিক আছে ওকে। এটা নিয়ে আর তর্ক করো না। তুমি এখানে জনসভা ১০ টা করে বুঝিয়ে দাও অসুবিধা কি? আমার এখানে ভোটের প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে কাজটা করে দেওয়া। আমি করে দিয়েছি। তুমি তো পৌষ মেলায়ও মন্ত্রী এনেছো। তোমার তো মন্ত্রী লাগে না, তুমি বড় শিল্পী।’