পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

হিলি সীমান্ত পাসপোর্ট-ভিসা থাকলেই যতো ঝামেলা!

দিনাজপুর হিলি থেকে ফিরে, এম আই ফারুক সরদার : সাধারণত যাদের পাসপোর্ট-ভিসা আছে তাদের বৈধ পথে দ্রুত সীমান্ত পার হওয়ার কথা। কিন্তু হিলি সীমান্তে তার উল্টো। এখান দিয়ে বৈধ পথে সীমান্ত পার হতে চাইলে আপনাকে পড়তে হবে নানান ঝক্কি-ঝামেলা, নানান বিড়ম্বনায়। গ্যাঁটের পয়সা তো অতিরিক্ত যাবেই, তারপরও পড়তে হবে ভোগান্তিতে। অথচ আপনার পাসপোর্ট-ভিসা না থাকলে সে ক্ষেত্রে ঝক্বি-ঝামেলায় পড়ার তেমন সম্ভাবনা নেই। দালালদের হাতে জনপ্রতি হাজার দেড়েক করে টাকা ধরিয়ে দিলেই পাঁচ মিনিটের মধ্যে আপনি সীমানা পার! ইমিগ্রেশন, কাস্টমস, বিজিবি কিছুই মোকাবেলা করতে হবে না আপনাকে।

হিলি সীমান্ত দেখা গেছে, পাসপোর্টবিহীন যে কেউ মাত্র ১৫শ টাকার বিনিময়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) সামনে দিয়ে সীমান্ত পার হয়ে যাচ্ছেন।

অন্যদিকে ৭ থেকে ১০ হাজার টাকা খরচ করে যারা পাসপোর্ট ভিসা নিয়ে সীমান্ত পারি দিচ্ছেন, তারাই বিড়ম্বনার শিকার হচ্ছেন। দালাল, ইমিগ্রেশন, কাস্টমসসহ নানা বিড়ম্বনায় তাদের নষ্ট হচ্ছে ঘণ্টা তিনেক। অপেক্ষা করতে হচ্ছে খোলা আকাশের নিচে অথবা কোনো পরিবহন কাউন্টারে।

বৈধ যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট বাবদ সাড়ে ৩ হাজার থেকে ৬ হাজার, অনলাইনে ভিসা ফরম পূরণ বাবদ ২ হাজার থেকে ৩ হাজার, ভিসা ফরম জমা দিতে ৬শ এবং ভ্রমণ কর দিতে হয় ৫শ টাকা। আর সঙ্গে জুটে সীমান্তঘেঁষা দালালচক্রের অত্যাচার।

বৈধ যাত্রী সরাসরি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ সারতে পারেন না। কাস্টমস কর্মকর্তারাই সে সুযোগ দেন না। কোনো না কোনো দালালের মাধ্যমে ইমিগ্রেশন ও কাস্টমস চেক করাতে হয়। গত ৩০ এপ্রিল ও ৭ মে দিনাজপুর হিলি ও ভারত হিলি (ওপার বাংলা) সীমান্ত ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, বাংলাদেশ হিলি সীমান্তঘেঁষা হানিফ, জাকের, কেয়া, শ্যামলী, রোজিনা, এসআরসহ ৮টি পরিবহন কাউন্টার রয়েছে। প্রতি কাউন্টারে ৪ থেকে ৬ জন করে দালাল আছে। এ দালালদের নিয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট।

এই সিন্ডিকেটের হাত ছাড়া বৈধ কোনো যাত্রী ইমিগ্রেশন ও কাস্টমস চেক করাতে পারেন না। যাত্রীপ্রতি দিতে হয় ১২০ টাকা থেকে ৫শ টাকা পর্যন্ত। আইনের তোয়াক্কা করা হয় না এখানে। বাস থেকে নেমেই দালালদের হাতে পাসপোর্ট জমা দিতে হয়। না হলে বসে থাকতে হবে ঘণ্টার পর ঘণ্টা। এরপর রয়েছে ব্যাগ টানাটানি পার্টির বকশিস বাণিজ্য।

অন্যদিকে একজন অবৈধ যাত্রীকে এসবের কোনো ঝামেলা পোহাতে হয় না। মাত্র দেড়হাজার টাকা দালালদের হাতে দিলেই সীমান্ত পার হওয়া যায় চোখের নিমিষে।

জানা গেছে, নানা পন্থায় বৈধ যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করার একটি অংশ বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের হাতে চলে যাচ্ছে।

বাংলাদেশের হিলি সীমান্তে কথা হয় রমেশ চন্দ্র রায় নামে এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে হানিফ পরিবহনে হিলি সীমান্তে আসেন ভারতে যাওয়ার জন্য। ভোর ৫টায় সেখানে পৌঁছেন। তার পাসপোর্ট-ভিসা নেই। তবে তার সঙ্গে থাকা মামা ও দিদিমার পাসপোর্ট ভিসা আছে।

কাউন্টারে অবস্থানরত মো. জামিরুল নামে এক দালালের মাধ্যমে ভোরেই সীমান্ত পার হয়ে ভারতের হিলিতে চলে যান রমেশ। কিন্তু তার সঙ্গে থাকা মামা ও দিদিমাকে সকাল ১০টা পর্যন্ত পরিবহন কাউন্টারে অপেক্ষা করতে হয় ইমিগ্রেশন ও কাস্টমস অফিস খোলা পর্যন্ত। এরপর সব ঝামেলা মোকাবেলা করে দুপুর ১২টায় তারা সীমান্ত পার হতে সক্ষম হন।

একই পন্থায় তাদের বাংলাদেশের হিলিতে ফিরে আসতে হয়। এভাবে প্রতিদিন বৈধ যাত্রীদের নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, ইমিগ্রেশন চেকপোস্টে নাগরিক সুযোগ-সুবিধা বাড়েনি। চেকপোস্টে থাকার মতো আবাসন কিংবা ব্যারাকও নেই। অথচ এই চেকপোস্ট দিয়ে প্রতিমাসে অন্তত ১৫ হাজার মানুষ যাতায়াত করে থাকে। এ হিসাবে বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার দেশি-বিদেশি মানুষ যাতায়াত করে এই পয়েন্ট দিয়ে। এছাড়া শত শত কোটি টাকার পণ্য আমদানি ও রপ্তানি হয়। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্টে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। জোড়াতালি দিয়ে অফিস চালানো হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

দিনাজপুরে হিলি বন্দরে যাত্রীদের বসার কোনো সুব্যবস্থা নেই। ইমিগ্রেশন চেক করতে গিয়ে তাদের নানাভাবে কষ্ট করতে হয়। অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় দৈনন্দিন কাজে কর্মকর্তাদের মারাত্মক সমস্যা হচ্ছে।

বাংলা হিলি ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান দাবি করেন, ‘বাংলা হিলি ইমিগ্রেশনে কমপ্লেক্স ভবনও আছে, নাগরিক সুযোগ-সুবিধাও আছে।’ তবে যাত্রীদের কাছ থেকে দালালদের মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।

বাংলা হিলি কাস্টমসে কর্মরত নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘ভারত ও বাংলাদেশে প্রবেশ করতে অনেক যাত্রী ইমিগ্রেশন ও কাস্টমস বোঝেন না। স্থানীয় কিছু বেকার লোক তাদের সহযোগিতা করে থাকেন। বিনিময়ে যাত্রীরা তাদের একটু আর্থিক সহযোগিতা করেন। এটা দোষের কিছু নয়।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

হিলি সীমান্ত পাসপোর্ট-ভিসা থাকলেই যতো ঝামেলা!

আপডেট টাইম : ০৪:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫

দিনাজপুর হিলি থেকে ফিরে, এম আই ফারুক সরদার : সাধারণত যাদের পাসপোর্ট-ভিসা আছে তাদের বৈধ পথে দ্রুত সীমান্ত পার হওয়ার কথা। কিন্তু হিলি সীমান্তে তার উল্টো। এখান দিয়ে বৈধ পথে সীমান্ত পার হতে চাইলে আপনাকে পড়তে হবে নানান ঝক্কি-ঝামেলা, নানান বিড়ম্বনায়। গ্যাঁটের পয়সা তো অতিরিক্ত যাবেই, তারপরও পড়তে হবে ভোগান্তিতে। অথচ আপনার পাসপোর্ট-ভিসা না থাকলে সে ক্ষেত্রে ঝক্বি-ঝামেলায় পড়ার তেমন সম্ভাবনা নেই। দালালদের হাতে জনপ্রতি হাজার দেড়েক করে টাকা ধরিয়ে দিলেই পাঁচ মিনিটের মধ্যে আপনি সীমানা পার! ইমিগ্রেশন, কাস্টমস, বিজিবি কিছুই মোকাবেলা করতে হবে না আপনাকে।

হিলি সীমান্ত দেখা গেছে, পাসপোর্টবিহীন যে কেউ মাত্র ১৫শ টাকার বিনিময়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) সামনে দিয়ে সীমান্ত পার হয়ে যাচ্ছেন।

অন্যদিকে ৭ থেকে ১০ হাজার টাকা খরচ করে যারা পাসপোর্ট ভিসা নিয়ে সীমান্ত পারি দিচ্ছেন, তারাই বিড়ম্বনার শিকার হচ্ছেন। দালাল, ইমিগ্রেশন, কাস্টমসসহ নানা বিড়ম্বনায় তাদের নষ্ট হচ্ছে ঘণ্টা তিনেক। অপেক্ষা করতে হচ্ছে খোলা আকাশের নিচে অথবা কোনো পরিবহন কাউন্টারে।

বৈধ যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট বাবদ সাড়ে ৩ হাজার থেকে ৬ হাজার, অনলাইনে ভিসা ফরম পূরণ বাবদ ২ হাজার থেকে ৩ হাজার, ভিসা ফরম জমা দিতে ৬শ এবং ভ্রমণ কর দিতে হয় ৫শ টাকা। আর সঙ্গে জুটে সীমান্তঘেঁষা দালালচক্রের অত্যাচার।

বৈধ যাত্রী সরাসরি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ সারতে পারেন না। কাস্টমস কর্মকর্তারাই সে সুযোগ দেন না। কোনো না কোনো দালালের মাধ্যমে ইমিগ্রেশন ও কাস্টমস চেক করাতে হয়। গত ৩০ এপ্রিল ও ৭ মে দিনাজপুর হিলি ও ভারত হিলি (ওপার বাংলা) সীমান্ত ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, বাংলাদেশ হিলি সীমান্তঘেঁষা হানিফ, জাকের, কেয়া, শ্যামলী, রোজিনা, এসআরসহ ৮টি পরিবহন কাউন্টার রয়েছে। প্রতি কাউন্টারে ৪ থেকে ৬ জন করে দালাল আছে। এ দালালদের নিয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট।

এই সিন্ডিকেটের হাত ছাড়া বৈধ কোনো যাত্রী ইমিগ্রেশন ও কাস্টমস চেক করাতে পারেন না। যাত্রীপ্রতি দিতে হয় ১২০ টাকা থেকে ৫শ টাকা পর্যন্ত। আইনের তোয়াক্কা করা হয় না এখানে। বাস থেকে নেমেই দালালদের হাতে পাসপোর্ট জমা দিতে হয়। না হলে বসে থাকতে হবে ঘণ্টার পর ঘণ্টা। এরপর রয়েছে ব্যাগ টানাটানি পার্টির বকশিস বাণিজ্য।

অন্যদিকে একজন অবৈধ যাত্রীকে এসবের কোনো ঝামেলা পোহাতে হয় না। মাত্র দেড়হাজার টাকা দালালদের হাতে দিলেই সীমান্ত পার হওয়া যায় চোখের নিমিষে।

জানা গেছে, নানা পন্থায় বৈধ যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করার একটি অংশ বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের হাতে চলে যাচ্ছে।

বাংলাদেশের হিলি সীমান্তে কথা হয় রমেশ চন্দ্র রায় নামে এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে হানিফ পরিবহনে হিলি সীমান্তে আসেন ভারতে যাওয়ার জন্য। ভোর ৫টায় সেখানে পৌঁছেন। তার পাসপোর্ট-ভিসা নেই। তবে তার সঙ্গে থাকা মামা ও দিদিমার পাসপোর্ট ভিসা আছে।

কাউন্টারে অবস্থানরত মো. জামিরুল নামে এক দালালের মাধ্যমে ভোরেই সীমান্ত পার হয়ে ভারতের হিলিতে চলে যান রমেশ। কিন্তু তার সঙ্গে থাকা মামা ও দিদিমাকে সকাল ১০টা পর্যন্ত পরিবহন কাউন্টারে অপেক্ষা করতে হয় ইমিগ্রেশন ও কাস্টমস অফিস খোলা পর্যন্ত। এরপর সব ঝামেলা মোকাবেলা করে দুপুর ১২টায় তারা সীমান্ত পার হতে সক্ষম হন।

একই পন্থায় তাদের বাংলাদেশের হিলিতে ফিরে আসতে হয়। এভাবে প্রতিদিন বৈধ যাত্রীদের নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, ইমিগ্রেশন চেকপোস্টে নাগরিক সুযোগ-সুবিধা বাড়েনি। চেকপোস্টে থাকার মতো আবাসন কিংবা ব্যারাকও নেই। অথচ এই চেকপোস্ট দিয়ে প্রতিমাসে অন্তত ১৫ হাজার মানুষ যাতায়াত করে থাকে। এ হিসাবে বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার দেশি-বিদেশি মানুষ যাতায়াত করে এই পয়েন্ট দিয়ে। এছাড়া শত শত কোটি টাকার পণ্য আমদানি ও রপ্তানি হয়। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্টে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। জোড়াতালি দিয়ে অফিস চালানো হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

দিনাজপুরে হিলি বন্দরে যাত্রীদের বসার কোনো সুব্যবস্থা নেই। ইমিগ্রেশন চেক করতে গিয়ে তাদের নানাভাবে কষ্ট করতে হয়। অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় দৈনন্দিন কাজে কর্মকর্তাদের মারাত্মক সমস্যা হচ্ছে।

বাংলা হিলি ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান দাবি করেন, ‘বাংলা হিলি ইমিগ্রেশনে কমপ্লেক্স ভবনও আছে, নাগরিক সুযোগ-সুবিধাও আছে।’ তবে যাত্রীদের কাছ থেকে দালালদের মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেন তিনি।

বাংলা হিলি কাস্টমসে কর্মরত নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘ভারত ও বাংলাদেশে প্রবেশ করতে অনেক যাত্রী ইমিগ্রেশন ও কাস্টমস বোঝেন না। স্থানীয় কিছু বেকার লোক তাদের সহযোগিতা করে থাকেন। বিনিময়ে যাত্রীরা তাদের একটু আর্থিক সহযোগিতা করেন। এটা দোষের কিছু নয়।’