পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

বাংলাদেশের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে আইসিসি যেতে চাইছে ভারত

,ঢাকা : এক যুদ্ধ শেষ। অন্য যুদ্ধ শুরু। বাংলাদেশ সফরোত্তর ভারতীয় শিবিরের অবস্থা বর্ণনা করতে গেলে এটাই লিখতে হবে।

যেখানে সিরিজ শেষ হওয়ার পরেও প্রতিপক্ষ থাকছে। এবং যে প্রতিপক্ষের নাম মোটেও মাশরাফি মর্তুজার বাংলাদেশ নয়।

তিনি সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের ফিল্ড আম্পায়ার। এবং ঘটনাচক্রে তিনিও বাংলাদেশের। তিনি এনামুল হক মণি। যার বিরুদ্ধে এখন ভারতীয় বোর্ডের মাধ্যমে আইসিসির দ্বারস্থ হতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ঠিক কী হয়েছে? খোঁজ নিয়ে জানা গেল, ওয়ানডে সিরিজে এই সংশ্লিষ্ট আম্পায়ারের বিরুদ্ধে ভারতীয় অসূয়া বেশ কিছুদিন ধরেই চলছিল। ভারতীয় শিবির অভিযোগ করছে যে, বেশ কয়েকটা অদ্ভুত সিদ্ধান্তের শিকার হয়ে তাদের ভুগতে হয়েছে।

কিছু ন্যায্য ডেলিভারিকে নাকি ‘নো’ ডেকে দেওয়া হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলির একটা ন্যায্য ক্যাচ ধরার পরেও বাংলাদেশ ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়নি। কিন্তু তারপরেও চরম রাস্তা ধরার কথা ভাবেনি টিম ম্যানেজমেন্ট। এবার যা ভাবছে।

কারণ বুধবার আম্বাতি রাইডুর সঙ্গে যা ঘটেছে, তাকে অবিশ্বাস্য বলছে টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় ইনিংসের ৪৪তম ওভার চলছে তখন। মাশরাফি বল করছেন। আচমকাই মাশরাফির বলে অফস্টাম্প থেকে সরে গিয়ে ডি ভিলিয়ার্সের কায়দায় ফাইন লেগ দিয়ে তাকে ফেলে দিতে যান রাইডু।

কিন্তু বল ব্যাটে না লেগে প্যাড ছুঁয়ে কিপারের হাতে চলে যায়। এবং রাইডু-ধোনিকে বিস্ফোরিত করে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন! অথচ ব্যাট আর বলের মধ্যে ততটাই দূরত্ব, যতটা কি না ঢাকা আর মিরপুরে!

যারপর মোটামুটি ক্ষিপ্ত হয়ে পড়েন রাইডু। আগুনে চোখ নিয়ে দীর্ঘক্ষণ আম্পায়ারের দিকে তাকে তাকিয়ে থাকতে দেখা যায়। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ধোনিকেও অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শোনা গেল, ড্রেসিংরুমে ফেরার পরেও রাইডুকে শান্ত করা যাচ্ছিল না। প্রবল আক্রোশে ব্যাট ঠুকতে থাকেন ড্রেসিংরুমে। কোনোক্রমে তাকে শান্ত করেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ম্যাচ শেষ পর্যন্ত ভারত জিতে যাওয়ায় রাইডুকে শান্ত করা সম্ভব হয়েছে বটে, কিন্তু আম্পায়ারিং ঘিরে টিমের ক্রমবর্ধমান অসন্তোষকে শান্ত করা সম্ভব হয়নি।

এমনিতেই পর্যাপ্ত ফ্লাইট বুকিং না পাওয়ায় টিম ইন্ডিয়ার সবার এদিন দেশে ফেরা হল না। মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলি শুধু ফিরে গেলেন। কিন্তু তার আগেই এনামুল হকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়ে গেল।

বলা হচ্ছে, মাঠে প্লেয়ার অসন্তোষ দেখালে তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে একই আম্পায়ার পরের পর ম্যাচে ভুগিয়ে গেলে তার ক্ষেত্রে কেন কিছু করা হবে না?

রাইডুর বিরুদ্ধে হাস্যকর আউটের সিদ্ধান্ত দেওয়া তো বটেই, গোটা সিরিজেই ঘটে যাওয়া আরো বেশ কিছু অদ্ভুত সিদ্ধান্তকে তুলে আনা হচ্ছে। যেমন বলা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ঠিকঠাক ক্যাচ ধরার পরেও কোন যুক্তিতে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে আউট দেওয়া হল না, সেটা একমাত্র আম্পায়াররাই বলতে পারবেন।

কারণ ড্রেসিংরুমে প্রাপ্ত ম্যাচের ডাইরেক্ট ফিড থেকেই নাকি পরিষ্কার যে, তামিম আউট ছিলেন। কোহলি নাকি তারপর জানতেও চেয়েছিলেন, কেন তামিমকে আউট দেওয়া হল না। হক তখন নাকি সদুত্তর দিতে পারেননি। পুরোটাই ঠেলে দেন তৃতীয় আম্পায়ারের দিকে।

আরো একটা ঘটনার কথা বলা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের শেষ দিকে সাকিব আল হাসান ফিল্ড আম্পায়ার রড টাকারের অনুমতি না নিয়েই মাঠে ড্রিঙ্কস ডেকে নেন। যা নিয়েও নাকি হককে টুঁ শব্দ করতে শোনা যায়নি বলে অভিযোগ।

ভারতীয় শিবিরের বক্তব্য হল, সাকিব সে দিন যা করেছেন, অপরাধ। একশো শতাংশ ম্যাচ ফি কাটা যাওয়া উচিত।

যা খবর, তাতে টিম ম্যানেজারকে নাকি ধোনিরা বলে দিয়েছেন, ব্যাপারটা বোর্ডকে জানাতে। যাতে এমন বিশ্রী আম্পায়ারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকে আইসিসির কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।

সব দেখলে মনে হবে, ২২ গজের ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে সিরিজ শেষ হয়ে যেতে পারে। কিন্তু ২২ গজের বাইরেরটা এখনো হয়নি। প্রথম বলটা পড়ল সবে!

সূত্র: আনন্দবাজার

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

বাংলাদেশের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে আইসিসি যেতে চাইছে ভারত

আপডেট টাইম : ০৫:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫

,ঢাকা : এক যুদ্ধ শেষ। অন্য যুদ্ধ শুরু। বাংলাদেশ সফরোত্তর ভারতীয় শিবিরের অবস্থা বর্ণনা করতে গেলে এটাই লিখতে হবে।

যেখানে সিরিজ শেষ হওয়ার পরেও প্রতিপক্ষ থাকছে। এবং যে প্রতিপক্ষের নাম মোটেও মাশরাফি মর্তুজার বাংলাদেশ নয়।

তিনি সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের ফিল্ড আম্পায়ার। এবং ঘটনাচক্রে তিনিও বাংলাদেশের। তিনি এনামুল হক মণি। যার বিরুদ্ধে এখন ভারতীয় বোর্ডের মাধ্যমে আইসিসির দ্বারস্থ হতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ঠিক কী হয়েছে? খোঁজ নিয়ে জানা গেল, ওয়ানডে সিরিজে এই সংশ্লিষ্ট আম্পায়ারের বিরুদ্ধে ভারতীয় অসূয়া বেশ কিছুদিন ধরেই চলছিল। ভারতীয় শিবির অভিযোগ করছে যে, বেশ কয়েকটা অদ্ভুত সিদ্ধান্তের শিকার হয়ে তাদের ভুগতে হয়েছে।

কিছু ন্যায্য ডেলিভারিকে নাকি ‘নো’ ডেকে দেওয়া হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলির একটা ন্যায্য ক্যাচ ধরার পরেও বাংলাদেশ ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়নি। কিন্তু তারপরেও চরম রাস্তা ধরার কথা ভাবেনি টিম ম্যানেজমেন্ট। এবার যা ভাবছে।

কারণ বুধবার আম্বাতি রাইডুর সঙ্গে যা ঘটেছে, তাকে অবিশ্বাস্য বলছে টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় ইনিংসের ৪৪তম ওভার চলছে তখন। মাশরাফি বল করছেন। আচমকাই মাশরাফির বলে অফস্টাম্প থেকে সরে গিয়ে ডি ভিলিয়ার্সের কায়দায় ফাইন লেগ দিয়ে তাকে ফেলে দিতে যান রাইডু।

কিন্তু বল ব্যাটে না লেগে প্যাড ছুঁয়ে কিপারের হাতে চলে যায়। এবং রাইডু-ধোনিকে বিস্ফোরিত করে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন! অথচ ব্যাট আর বলের মধ্যে ততটাই দূরত্ব, যতটা কি না ঢাকা আর মিরপুরে!

যারপর মোটামুটি ক্ষিপ্ত হয়ে পড়েন রাইডু। আগুনে চোখ নিয়ে দীর্ঘক্ষণ আম্পায়ারের দিকে তাকে তাকিয়ে থাকতে দেখা যায়। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ধোনিকেও অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শোনা গেল, ড্রেসিংরুমে ফেরার পরেও রাইডুকে শান্ত করা যাচ্ছিল না। প্রবল আক্রোশে ব্যাট ঠুকতে থাকেন ড্রেসিংরুমে। কোনোক্রমে তাকে শান্ত করেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ম্যাচ শেষ পর্যন্ত ভারত জিতে যাওয়ায় রাইডুকে শান্ত করা সম্ভব হয়েছে বটে, কিন্তু আম্পায়ারিং ঘিরে টিমের ক্রমবর্ধমান অসন্তোষকে শান্ত করা সম্ভব হয়নি।

এমনিতেই পর্যাপ্ত ফ্লাইট বুকিং না পাওয়ায় টিম ইন্ডিয়ার সবার এদিন দেশে ফেরা হল না। মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলি শুধু ফিরে গেলেন। কিন্তু তার আগেই এনামুল হকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়ে গেল।

বলা হচ্ছে, মাঠে প্লেয়ার অসন্তোষ দেখালে তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে একই আম্পায়ার পরের পর ম্যাচে ভুগিয়ে গেলে তার ক্ষেত্রে কেন কিছু করা হবে না?

রাইডুর বিরুদ্ধে হাস্যকর আউটের সিদ্ধান্ত দেওয়া তো বটেই, গোটা সিরিজেই ঘটে যাওয়া আরো বেশ কিছু অদ্ভুত সিদ্ধান্তকে তুলে আনা হচ্ছে। যেমন বলা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ঠিকঠাক ক্যাচ ধরার পরেও কোন যুক্তিতে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে আউট দেওয়া হল না, সেটা একমাত্র আম্পায়াররাই বলতে পারবেন।

কারণ ড্রেসিংরুমে প্রাপ্ত ম্যাচের ডাইরেক্ট ফিড থেকেই নাকি পরিষ্কার যে, তামিম আউট ছিলেন। কোহলি নাকি তারপর জানতেও চেয়েছিলেন, কেন তামিমকে আউট দেওয়া হল না। হক তখন নাকি সদুত্তর দিতে পারেননি। পুরোটাই ঠেলে দেন তৃতীয় আম্পায়ারের দিকে।

আরো একটা ঘটনার কথা বলা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের শেষ দিকে সাকিব আল হাসান ফিল্ড আম্পায়ার রড টাকারের অনুমতি না নিয়েই মাঠে ড্রিঙ্কস ডেকে নেন। যা নিয়েও নাকি হককে টুঁ শব্দ করতে শোনা যায়নি বলে অভিযোগ।

ভারতীয় শিবিরের বক্তব্য হল, সাকিব সে দিন যা করেছেন, অপরাধ। একশো শতাংশ ম্যাচ ফি কাটা যাওয়া উচিত।

যা খবর, তাতে টিম ম্যানেজারকে নাকি ধোনিরা বলে দিয়েছেন, ব্যাপারটা বোর্ডকে জানাতে। যাতে এমন বিশ্রী আম্পায়ারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকে আইসিসির কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।

সব দেখলে মনে হবে, ২২ গজের ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে সিরিজ শেষ হয়ে যেতে পারে। কিন্তু ২২ গজের বাইরেরটা এখনো হয়নি। প্রথম বলটা পড়ল সবে!

সূত্র: আনন্দবাজার