পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

কারিগরি ত্রুটির কবলে কলেজে ভর্তির ফল

ঢাকা : কারিগরি ত্রুটির কবলে পড়েছে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের মেধাক্রম নির্ণয়ের ফল। গত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের এ ফল প্রকাশের কথা ছিল। এ জন্য বোর্ড কর্তৃপক্ষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা একটি সফটওয়্যারের সহায়তা নিয়েছে। তবে সফটওয়্যার সার্ভারে এত অধিক আবেদনকারীর ধারণক্ষমতা না থাকায় জটিলতা তৈরি হয়েছে। একইসঙ্গে ফল প্রকাশের সংশ্লিষ্ট ওয়েবসাইটও দু’বার হ্যাক করার চেষ্টা হয়েছে।

ফলে বারবার পিছিয়ে যাচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ফল প্রকাশ। প্রথমবারের মতো এবার অনলাইনে ভর্তি পদ্ধতি চালু হলেও আবেদন থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত সকল ক্ষেত্রেই ঘটেছে বিপত্তি। এখন কবে নাগাদ এই ফল প্রকাশ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রায় ১২ লাখ আবেদনকারী ও তাদের অভিভাবকরা। তবে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানিয়েছেন, আজ রোববার এ ফল প্রকাশ করা হবে।

এর আগে দু’দফা পেছানোর পরও গতকাল শনিবার ফল প্রকাশ করতে পারেনি বুয়েটের আইআইসিটি বিভাগ। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা নিয়েও এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এ বছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা গত বৃহস্পতিবার রাতে প্রকাশ করার কথা ছিল। রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের ঠিক আগে সার্ভারে জটিলতা দেখা দেয়। এ জটিলতা দূর করতে বিশেষজ্ঞরা কাজ শুরু করেন।

রাত ৩টা পর্যন্ত কাজ শেষ করে ফল প্রকাশের আগেই সংশ্লিষ্ট ওয়েবসাইট হ্যাক করা হয়। শুক্রবার সারাদিন কারিগরি কাজ করেও ওয়েবসাইটটি সচল করা যায়নি। এতে আবেদনকারী সাড়ে ১১ লাখ ভর্তিচ্ছু মহাবিপাকে পড়েছে। কলেজে ভর্তি শেষ করে আগামী পহেলা জুলাই থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা। দফায় দফায় ফল প্রকাশ পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরাও। ফল প্রকাশের ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও তাদের কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন। সব মিলিয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর প্রথম বছরেই এ প্রক্রিয়াটি হোঁচট খেল।

জানা গেছে, দু’দফা ফল প্রকাশ বিঘ্নিত হওয়ার পর বুয়েটের ওই বিশেষজ্ঞ দলকে সহায়তা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদকে। গতকাল শনিবার বিকেলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কথা বলতে অপারগতা জানান। তিনি বলেন, ঢাকা শিক্ষা বোর্ডই এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলবে। উদ্ভূত পরিস্থিতিতে অভিভাবক ও ভর্তিচ্ছুদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফল প্রকাশ করা যায়নি’ জানিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। জানিয়েছেন, আজ রোববার সকাল নাগাদ ফল প্রকাশ করা হবে।

ফলের জন্য এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার পর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সারাদেশের লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক। অনেকেই সমকাল অফিসে ফোন করে অভিযোগ করেন, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে এটি তারা জানতে পারেন অনেক দেরিতে। তারা বলেন, ঢাকা বোর্ডের ৪টি হেলপ লাইন নম্বরে ফোন করেও কাউকে পাননি তারা। এক পর্যায়ে ফোনগুলো বন্ধ পাওয়া যায়। তাদের অভিযোগ, রাত ১১টার পর অনলাইনে বসে অপেক্ষা করতে করতে সেহরির পর ঘুমিয়েছেন তারা।

পরের দিন জুমার পর জানতে পারেন শুক্রবার রাতে ফল প্রকাশ করা হবে। এর পর গতকাল শনিবারও পার হয়ে গেল। বোর্ড সংশ্লিষ্টরা জানান, সব ধরনের প্রস্তুতি থাকার পরও বৃহস্পতিবার রাত ১১টার পর ফল প্রকাশ করা যায়নি। ওই দিন রাত ৩টা পর্যন্ত শিক্ষা সচিবসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুয়েটে অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত তাদের সব চেষ্টা ব্যর্থ হয়।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন সমকালকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ আরও একদিন সময় চেয়েছিল। পরে শনিবার পর্যন্ত লেগে যায়।’ আজ রোববার তালিকা প্রস্তুত হলে সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd), আবেদনকারীদের এসএমএস, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। জানা গেছে, অনলাইন এবং এসএমএসে আবেদনের প্রক্রিয়াটি দেখভাল করছে বুয়েটের আইআইসিটি বিভাগ।

ঢাকা বোর্ড সূত্র জানায়, ৩০০-এর বেশি আসন থাকা কলেজের সংখ্যা প্রায় ৫০০। আর এতে ভর্তি হতে পারবে এক লাখ ৮০ হাজার শিক্ষার্থী। আর এদের কথা চিন্তা করেই অনলাইন আবেদনের জন্য বুয়েটের সহায়তায় সার্ভার তৈরি করা হয়। কিন্তু এই প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদনের দিন শিক্ষা মন্ত্রণালয় হঠাৎ করেই সব কলেজকে এই প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত দেয়। এতে আন্তঃশিক্ষা বোর্ড আপত্তি জানালেও তা শেষ পর্যন্ত টেকেনি। তাই এক লাখ ৮০ হাজারের উপযোগী সার্ভারকে পরিবর্তন করে ১২ লাখ শিক্ষার্থীর জন্য তৈরি করলেও তা শেষ পর্যন্ত লোড নিতে পারেনি। ফলে সার্ভার ফেল করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

কারিগরি ত্রুটির কবলে কলেজে ভর্তির ফল

আপডেট টাইম : ০২:০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫

ঢাকা : কারিগরি ত্রুটির কবলে পড়েছে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের মেধাক্রম নির্ণয়ের ফল। গত বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের এ ফল প্রকাশের কথা ছিল। এ জন্য বোর্ড কর্তৃপক্ষ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা একটি সফটওয়্যারের সহায়তা নিয়েছে। তবে সফটওয়্যার সার্ভারে এত অধিক আবেদনকারীর ধারণক্ষমতা না থাকায় জটিলতা তৈরি হয়েছে। একইসঙ্গে ফল প্রকাশের সংশ্লিষ্ট ওয়েবসাইটও দু’বার হ্যাক করার চেষ্টা হয়েছে।

ফলে বারবার পিছিয়ে যাচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ফল প্রকাশ। প্রথমবারের মতো এবার অনলাইনে ভর্তি পদ্ধতি চালু হলেও আবেদন থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত সকল ক্ষেত্রেই ঘটেছে বিপত্তি। এখন কবে নাগাদ এই ফল প্রকাশ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রায় ১২ লাখ আবেদনকারী ও তাদের অভিভাবকরা। তবে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানিয়েছেন, আজ রোববার এ ফল প্রকাশ করা হবে।

এর আগে দু’দফা পেছানোর পরও গতকাল শনিবার ফল প্রকাশ করতে পারেনি বুয়েটের আইআইসিটি বিভাগ। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা নিয়েও এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এ বছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা গত বৃহস্পতিবার রাতে প্রকাশ করার কথা ছিল। রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের ঠিক আগে সার্ভারে জটিলতা দেখা দেয়। এ জটিলতা দূর করতে বিশেষজ্ঞরা কাজ শুরু করেন।

রাত ৩টা পর্যন্ত কাজ শেষ করে ফল প্রকাশের আগেই সংশ্লিষ্ট ওয়েবসাইট হ্যাক করা হয়। শুক্রবার সারাদিন কারিগরি কাজ করেও ওয়েবসাইটটি সচল করা যায়নি। এতে আবেদনকারী সাড়ে ১১ লাখ ভর্তিচ্ছু মহাবিপাকে পড়েছে। কলেজে ভর্তি শেষ করে আগামী পহেলা জুলাই থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা। দফায় দফায় ফল প্রকাশ পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরাও। ফল প্রকাশের ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নেওয়া হচ্ছে বলেও তাদের কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন। সব মিলিয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর প্রথম বছরেই এ প্রক্রিয়াটি হোঁচট খেল।

জানা গেছে, দু’দফা ফল প্রকাশ বিঘ্নিত হওয়ার পর বুয়েটের ওই বিশেষজ্ঞ দলকে সহায়তা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদকে। গতকাল শনিবার বিকেলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কথা বলতে অপারগতা জানান। তিনি বলেন, ঢাকা শিক্ষা বোর্ডই এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলবে। উদ্ভূত পরিস্থিতিতে অভিভাবক ও ভর্তিচ্ছুদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফল প্রকাশ করা যায়নি’ জানিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। জানিয়েছেন, আজ রোববার সকাল নাগাদ ফল প্রকাশ করা হবে।

ফলের জন্য এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার পর অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সারাদেশের লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক। অনেকেই সমকাল অফিসে ফোন করে অভিযোগ করেন, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে এটি তারা জানতে পারেন অনেক দেরিতে। তারা বলেন, ঢাকা বোর্ডের ৪টি হেলপ লাইন নম্বরে ফোন করেও কাউকে পাননি তারা। এক পর্যায়ে ফোনগুলো বন্ধ পাওয়া যায়। তাদের অভিযোগ, রাত ১১টার পর অনলাইনে বসে অপেক্ষা করতে করতে সেহরির পর ঘুমিয়েছেন তারা।

পরের দিন জুমার পর জানতে পারেন শুক্রবার রাতে ফল প্রকাশ করা হবে। এর পর গতকাল শনিবারও পার হয়ে গেল। বোর্ড সংশ্লিষ্টরা জানান, সব ধরনের প্রস্তুতি থাকার পরও বৃহস্পতিবার রাত ১১টার পর ফল প্রকাশ করা যায়নি। ওই দিন রাত ৩টা পর্যন্ত শিক্ষা সচিবসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুয়েটে অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত তাদের সব চেষ্টা ব্যর্থ হয়।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আসফাকুস সালেহীন সমকালকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ আরও একদিন সময় চেয়েছিল। পরে শনিবার পর্যন্ত লেগে যায়।’ আজ রোববার তালিকা প্রস্তুত হলে সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd), আবেদনকারীদের এসএমএস, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। জানা গেছে, অনলাইন এবং এসএমএসে আবেদনের প্রক্রিয়াটি দেখভাল করছে বুয়েটের আইআইসিটি বিভাগ।

ঢাকা বোর্ড সূত্র জানায়, ৩০০-এর বেশি আসন থাকা কলেজের সংখ্যা প্রায় ৫০০। আর এতে ভর্তি হতে পারবে এক লাখ ৮০ হাজার শিক্ষার্থী। আর এদের কথা চিন্তা করেই অনলাইন আবেদনের জন্য বুয়েটের সহায়তায় সার্ভার তৈরি করা হয়। কিন্তু এই প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদনের দিন শিক্ষা মন্ত্রণালয় হঠাৎ করেই সব কলেজকে এই প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত দেয়। এতে আন্তঃশিক্ষা বোর্ড আপত্তি জানালেও তা শেষ পর্যন্ত টেকেনি। তাই এক লাখ ৮০ হাজারের উপযোগী সার্ভারকে পরিবর্তন করে ১২ লাখ শিক্ষার্থীর জন্য তৈরি করলেও তা শেষ পর্যন্ত লোড নিতে পারেনি। ফলে সার্ভার ফেল করে।