অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি: তাজুলের ‘দোষ পায়নি’ তাজুলের সংসদীয় কমিটি

ঢাকা: ক্রেস্টে স্বর্ণ জালিয়াতিতে সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে কোনো অনিয়মের সত্যতা পায়নি সংসদীয় তদন্ত কমিটি।

ওই অনিয়ম ও দুর্নীতির জন্য তিন সচিব ও এক কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে কমিটির তদন্ত প্রতিবেদনে।

এরা হলেন- মন্ত্রণালয়ের সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, যুগ্ম-সচিব মো. আবুল কাশেম তালুকদার, উপ-সচিব ও জাতীয় কমিটির সদস্য সচিব এসএম এনামুল কবির এবং ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা (শাখা সহকারী) আবুল কাশেম।

এদিকে সংসদীয় উপ-কমিটির এই তদন্ত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এতে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী ও কামরুল লায়লা জলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিষয়টি নিয়ে শোরগোলের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও একটি কমিটি করেছিল, যাতে সাবেক প্রতিমন্ত্রী তাজুলকে দায়ী করা হয় বলে গণমাধ্যমে খবর আসে।

এর মধ্যে সংসদে বিষয়টি নিয়ে আলোচনার পর তাজুল নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তদন্তের উদ্যোগ নেয় এবং এজন্য আফসারুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি উপ-কমিটি করে। এ কমিটি প্রতিবেদন গত ২৪ মে জমা দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম জানান যে, জাতীয় কমিটি সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে, এমিকন (সরবরাহকারী প্রতিষ্ঠান) ক্রেস্ট সরবরাহ করবে। বাকি কাজগুলো মন্ত্রণালয় করেছে।’

তিনি আরো বলেন, আমি যে কার্যবিবরণীতে স্বাক্ষর করেছি তাতে প্রত্যেক পাতায় পাতায় ইনিশিয়াল করেছি। কিন্তু যে কার্যবিবরণী কমিটিতে সরবরাহ করা হয়েছে তাতে প্রতি পাতায় ইনিশিয়াল নেই। তাই এ বিষয়ে সন্দেহ রয়েছে। আমি দেশ ও জাতির মঙ্গল এবং গৌরবের জন্যই সব কিছু যথাযথভাবে করেছি। এ বিষয়ে পঙ্কিলতা আসবে তা তিনি ভাবতেও পারেননি’।

প্রতিবেদনে কমিটির সুপারিশে বলা হয়েছে, ‘সার্বিক পর্যালোচনায় সাবেক প্রতিমন্ত্রী তাজুলের দায়িত্ব পালনে কোনো প্রকার অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া যায়নি।’

তবে সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাত্র দু’দিন আগে ক্রেস্ট পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়। কিন্তু প্রতিবেদন পাওয়ার পরও তার ওপর যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে অনিয়মের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি: তাজুলের ‘দোষ পায়নি’ তাজুলের সংসদীয় কমিটি

আপডেট টাইম : ০৪:৫১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫

ঢাকা: ক্রেস্টে স্বর্ণ জালিয়াতিতে সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে কোনো অনিয়মের সত্যতা পায়নি সংসদীয় তদন্ত কমিটি।

ওই অনিয়ম ও দুর্নীতির জন্য তিন সচিব ও এক কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে কমিটির তদন্ত প্রতিবেদনে।

এরা হলেন- মন্ত্রণালয়ের সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, যুগ্ম-সচিব মো. আবুল কাশেম তালুকদার, উপ-সচিব ও জাতীয় কমিটির সদস্য সচিব এসএম এনামুল কবির এবং ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা (শাখা সহকারী) আবুল কাশেম।

এদিকে সংসদীয় উপ-কমিটির এই তদন্ত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এতে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী ও কামরুল লায়লা জলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিষয়টি নিয়ে শোরগোলের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও একটি কমিটি করেছিল, যাতে সাবেক প্রতিমন্ত্রী তাজুলকে দায়ী করা হয় বলে গণমাধ্যমে খবর আসে।

এর মধ্যে সংসদে বিষয়টি নিয়ে আলোচনার পর তাজুল নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তদন্তের উদ্যোগ নেয় এবং এজন্য আফসারুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি উপ-কমিটি করে। এ কমিটি প্রতিবেদন গত ২৪ মে জমা দেয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম জানান যে, জাতীয় কমিটি সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে, এমিকন (সরবরাহকারী প্রতিষ্ঠান) ক্রেস্ট সরবরাহ করবে। বাকি কাজগুলো মন্ত্রণালয় করেছে।’

তিনি আরো বলেন, আমি যে কার্যবিবরণীতে স্বাক্ষর করেছি তাতে প্রত্যেক পাতায় পাতায় ইনিশিয়াল করেছি। কিন্তু যে কার্যবিবরণী কমিটিতে সরবরাহ করা হয়েছে তাতে প্রতি পাতায় ইনিশিয়াল নেই। তাই এ বিষয়ে সন্দেহ রয়েছে। আমি দেশ ও জাতির মঙ্গল এবং গৌরবের জন্যই সব কিছু যথাযথভাবে করেছি। এ বিষয়ে পঙ্কিলতা আসবে তা তিনি ভাবতেও পারেননি’।

প্রতিবেদনে কমিটির সুপারিশে বলা হয়েছে, ‘সার্বিক পর্যালোচনায় সাবেক প্রতিমন্ত্রী তাজুলের দায়িত্ব পালনে কোনো প্রকার অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া যায়নি।’

তবে সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাত্র দু’দিন আগে ক্রেস্ট পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়। কিন্তু প্রতিবেদন পাওয়ার পরও তার ওপর যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে অনিয়মের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।