পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

বঙ্গবন্ধুর চার খুনির অবস্থান এখনও অজানা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির চারজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই সরকারের কাছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যায় মৃত্যুদ-প্রাপ্ত এই চারজনের অবস্থান জানতে এবং তাদের ফেরাতে ‘সব কূটনতিক চেষ্টা’ চালিয়ে যাচ্ছেন তারা।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শনিবার জাতীয় শোক দিবস পালন করছে বাংলাদেশ। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

এই হত্যাকা-ে মৃত্যুদ-প্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালে। বাকীদের একজন মারা গেছেন এবং ছয়জন পলাতক আছেন।

এরা হলেন- এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিন খান।

এদের মধ্যে রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় আছেন।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন কয়েক মাস আগে এক কলামে লেখেন, রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও তাকে বলেছেন।

“এখনও তাকে ফেরত আনা যাবে। আমরা আইনি ও কূটনৈতিক উভয় পদক্ষেপ নেব।”

কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতেও চেষ্টা চলছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

মৃত্যুদ-প্রাপ্ত কোনো ব্যক্তিকে নিজের দেশে ফেরত পাঠানো হয় না বলে কানাডা জানিয়েছে। তবে শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুর এই খুনিকে ফেরত দিতে কানাডাকে রাজি করাতে ‘কূটনৈতিক ও রাজনৈতিকভাবে’ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

“আমরা আশা করছি যে, বর্তমান সরকার মেয়াদে তাদের (যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত) অন্তত একজনকে দেশে ফিরিয়ে আনা যাবে।”

খন্দকার আবদুর রশিদ (অবসরপ্রাপ্ত কর্নেল), শরিফুল হক ডালিম (অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল), আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিনের অবস্থান সম্পর্কে সরকার কাছে নিশ্চিত তথ্য নেই বলে প্রতিমন্ত্রী শাহরিয়ার জানান।

মাঝে মাঝে তাদের অবস্থান সম্পর্কে অনানুষ্ঠানিক খবর মিললে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানিয়ে তিনি বলেন, “তাদের বিষয়ে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।”

বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যা য়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ওই হত্যাকা-ে জড়িত ১২ সেনা কর্মকর্তাকে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে চাকরি দেওয়া হয়।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রক্ষায় জিয়াউর রহমান পরে দায়মুক্তি অধ্যাদেশ জারি করেন, যা ১৯৯৬ সালের ১২ নভেম্বর বাতিল করা হয়।

“খুনিদের অবস্থান বের করে তাদের ফিরিয়ে আনাটা কষ্টকর প্রক্রিয়া। তবে আমরা সব চেষ্টা চালিয়ে যাব। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনাটা আমাদের অঙ্গীকার,” বলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি হবে তা এক সময় অবিশ্বাস্য ছিল। কিন্তু আমরা তা করেছি। তাই আমরা তাদের ফিরিয়ে আনার আশা করছি।”

মহিউদ্দিন আহমেদের আশ্রয়ের আবেদন নাকচ করে যুক্তরাষ্ট্র ২০০৭ সালে তাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ তোলেন শাহরিয়ার আলম।

“তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্র সরকারকে অভিনন্দন জানাই। তাদের সঙ্গে আমাদের আসামি প্রত্যর্পন চুক্তি না থাকা সত্ত্বেও তারা এটা করেছিল।

“এখন আমাদের সম্পর্ক আরও ভালো। তাই যুক্তরাষ্ট্র একজন খুনিকে ফিরিয়ে দেবে-এ আশা আমরা করতে পারি।”

বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও একেএম মহিদ্দিনের মৃত্যুদ- কার্যষকর করা হয়েছে।

অন্যজন আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা গেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

বঙ্গবন্ধুর চার খুনির অবস্থান এখনও অজানা

আপডেট টাইম : ০২:৪১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির চারজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই সরকারের কাছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যায় মৃত্যুদ-প্রাপ্ত এই চারজনের অবস্থান জানতে এবং তাদের ফেরাতে ‘সব কূটনতিক চেষ্টা’ চালিয়ে যাচ্ছেন তারা।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শনিবার জাতীয় শোক দিবস পালন করছে বাংলাদেশ। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

এই হত্যাকা-ে মৃত্যুদ-প্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালে। বাকীদের একজন মারা গেছেন এবং ছয়জন পলাতক আছেন।

এরা হলেন- এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিন খান।

এদের মধ্যে রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় আছেন।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন কয়েক মাস আগে এক কলামে লেখেন, রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও তাকে বলেছেন।

“এখনও তাকে ফেরত আনা যাবে। আমরা আইনি ও কূটনৈতিক উভয় পদক্ষেপ নেব।”

কানাডা থেকে নূর চৌধুরীকে ফিরিয়ে আনতেও চেষ্টা চলছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

মৃত্যুদ-প্রাপ্ত কোনো ব্যক্তিকে নিজের দেশে ফেরত পাঠানো হয় না বলে কানাডা জানিয়েছে। তবে শাহরিয়ার আলম বলেছেন, বঙ্গবন্ধুর এই খুনিকে ফেরত দিতে কানাডাকে রাজি করাতে ‘কূটনৈতিক ও রাজনৈতিকভাবে’ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

“আমরা আশা করছি যে, বর্তমান সরকার মেয়াদে তাদের (যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত) অন্তত একজনকে দেশে ফিরিয়ে আনা যাবে।”

খন্দকার আবদুর রশিদ (অবসরপ্রাপ্ত কর্নেল), শরিফুল হক ডালিম (অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল), আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিনের অবস্থান সম্পর্কে সরকার কাছে নিশ্চিত তথ্য নেই বলে প্রতিমন্ত্রী শাহরিয়ার জানান।

মাঝে মাঝে তাদের অবস্থান সম্পর্কে অনানুষ্ঠানিক খবর মিললে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানিয়ে তিনি বলেন, “তাদের বিষয়ে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।”

বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যা য়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ওই হত্যাকা-ে জড়িত ১২ সেনা কর্মকর্তাকে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে চাকরি দেওয়া হয়।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রক্ষায় জিয়াউর রহমান পরে দায়মুক্তি অধ্যাদেশ জারি করেন, যা ১৯৯৬ সালের ১২ নভেম্বর বাতিল করা হয়।

“খুনিদের অবস্থান বের করে তাদের ফিরিয়ে আনাটা কষ্টকর প্রক্রিয়া। তবে আমরা সব চেষ্টা চালিয়ে যাব। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনাটা আমাদের অঙ্গীকার,” বলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি হবে তা এক সময় অবিশ্বাস্য ছিল। কিন্তু আমরা তা করেছি। তাই আমরা তাদের ফিরিয়ে আনার আশা করছি।”

মহিউদ্দিন আহমেদের আশ্রয়ের আবেদন নাকচ করে যুক্তরাষ্ট্র ২০০৭ সালে তাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ তোলেন শাহরিয়ার আলম।

“তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্র সরকারকে অভিনন্দন জানাই। তাদের সঙ্গে আমাদের আসামি প্রত্যর্পন চুক্তি না থাকা সত্ত্বেও তারা এটা করেছিল।

“এখন আমাদের সম্পর্ক আরও ভালো। তাই যুক্তরাষ্ট্র একজন খুনিকে ফিরিয়ে দেবে-এ আশা আমরা করতে পারি।”

বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও একেএম মহিদ্দিনের মৃত্যুদ- কার্যষকর করা হয়েছে।

অন্যজন আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা গেছেন।