পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

বিচার বিভাগে ধস নেমেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর: দেশের বিচার বিভাগে ধস নেমেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নির্বাচনব্যবস্থা নিয়ে আদালতের রায়ের পর্যালোচনা উল্লেখ করে তিনি বলেন, বিচারকরা অযাচিতভাবে কিছু ব্যাপার অবতারণা করেছেন। এর মধ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে বিচারককে বিরত থাকার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শুক্রবার দুপুরে গাজীপুর শহরের মালেকের বাড়ী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন।

শুক্রবার দুপুরে গাজীপুর শহরের মালেকের বাড়ী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আজকে আসার সময় বসে বসে পত্রিকা পড়ছিলাম। দেখলাম, বিচারপতিরা রায় দিয়েছেন যে পাঁচ বছরের মধ্যে নির্বাচিত সরকার চার বছর (দেশ) চালাবে। শেষ বছর বিরোধী দল নাকি চালাবে। কোথা থেকে এ সমস্ত জজ আমদানি করা হয়েছে জানি না। আমরা মনে করি আজকে সচেতন মানুষকে সজাগ হতে হবে। বিচার বিভাগে আজকে ধস নেমেছে। কী বলতে তারা কী বলে। কর্তায় সপ্তমীতে যেমন বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিচার হয়েছে যে ১৫৩টি আসনে যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁরা বৈধ কি বৈধ নয়। তিনি বৈধ বলার পর অযাচিতভাবে কিছু ব্যাপার অবতারণা করেছেন। আমরা আশা করি বিচার বিভাগ এ ব্যাপারে সচেতন থাকবেন। অযাচিতভাবে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের বিচারকার্য বা এ সমস্ত রায় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকবেন।’

২০১৩ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি পৃথক রিট হয়েছিল হাইকোর্টে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ২০১৪ সালের ১৯ জুন ওই দুটি রিট খারিজ করে দেন। সম্প্রতি ওই রিটের পূর্ণাঙ্গ রায় বেরিয়েছে। তাতে আগামী নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অধীনে একটি অন্তর্র্বতী সরকারের নতুন রূপরেখা দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত ওই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ ম-ল, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী প্রমুখ।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদী আইএস যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে ইসলামের অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়, সেভাবে আমাদের বাংলাদেশেও তারা তৎপর আছে। সে জন্য আমাদের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।’

মন্ত্রী বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই হত্যার আদেশ এসেছিল ইয়াহিয়া সরকারের আমলে। আমরা যখন যুদ্ধ করছিলাম, তখন আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার জন্য ইয়াহিয়ার আদালত থেকে সেদিন আদেশ দেওয়া হয়েছিল। পাকিস্তানিরা তা বাস্তবায়ন করতে পারেনি। দুঃখের বিষয় আমাদেরই কিছু কুলাঙ্গার বাঙালি দ্বারা সে আদেশ তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ দেশে বাস্তবায়ন করেছে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সেই রাতে বাংলাদেশে অবস্থিত বিদেশি একটি কূটনৈতিক কার্যালয় সারা রাত খোলা ছিল। বঙ্গবন্ধুকে হত্যার খবর তারা তাদের প্রভুদের নিশ্চিত করার পরেই সেই দূতাবাসের কার্যক্রম সেদিন বন্ধ ছিল।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা মনে করি হত্যাকা- বাস্তবায়নকারীদের বিচার হয়েছে। কিন্তু যারা চক্রান্তকারী, তাদের বিচার এখনো হয়নি। ইনশাল্লাহ, বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার ে স ব্যাপারে ব্যবস্থা করবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

বিচার বিভাগে ধস নেমেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট টাইম : ০২:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫

গাজীপুর: দেশের বিচার বিভাগে ধস নেমেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নির্বাচনব্যবস্থা নিয়ে আদালতের রায়ের পর্যালোচনা উল্লেখ করে তিনি বলেন, বিচারকরা অযাচিতভাবে কিছু ব্যাপার অবতারণা করেছেন। এর মধ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে বিচারককে বিরত থাকার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শুক্রবার দুপুরে গাজীপুর শহরের মালেকের বাড়ী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন।

শুক্রবার দুপুরে গাজীপুর শহরের মালেকের বাড়ী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আজকে আসার সময় বসে বসে পত্রিকা পড়ছিলাম। দেখলাম, বিচারপতিরা রায় দিয়েছেন যে পাঁচ বছরের মধ্যে নির্বাচিত সরকার চার বছর (দেশ) চালাবে। শেষ বছর বিরোধী দল নাকি চালাবে। কোথা থেকে এ সমস্ত জজ আমদানি করা হয়েছে জানি না। আমরা মনে করি আজকে সচেতন মানুষকে সজাগ হতে হবে। বিচার বিভাগে আজকে ধস নেমেছে। কী বলতে তারা কী বলে। কর্তায় সপ্তমীতে যেমন বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিচার হয়েছে যে ১৫৩টি আসনে যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাঁরা বৈধ কি বৈধ নয়। তিনি বৈধ বলার পর অযাচিতভাবে কিছু ব্যাপার অবতারণা করেছেন। আমরা আশা করি বিচার বিভাগ এ ব্যাপারে সচেতন থাকবেন। অযাচিতভাবে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের বিচারকার্য বা এ সমস্ত রায় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকবেন।’

২০১৩ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি পৃথক রিট হয়েছিল হাইকোর্টে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ২০১৪ সালের ১৯ জুন ওই দুটি রিট খারিজ করে দেন। সম্প্রতি ওই রিটের পূর্ণাঙ্গ রায় বেরিয়েছে। তাতে আগামী নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অধীনে একটি অন্তর্র্বতী সরকারের নতুন রূপরেখা দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত ওই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ ম-ল, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী প্রমুখ।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদী আইএস যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে ইসলামের অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়, সেভাবে আমাদের বাংলাদেশেও তারা তৎপর আছে। সে জন্য আমাদের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।’

মন্ত্রী বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই হত্যার আদেশ এসেছিল ইয়াহিয়া সরকারের আমলে। আমরা যখন যুদ্ধ করছিলাম, তখন আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার জন্য ইয়াহিয়ার আদালত থেকে সেদিন আদেশ দেওয়া হয়েছিল। পাকিস্তানিরা তা বাস্তবায়ন করতে পারেনি। দুঃখের বিষয় আমাদেরই কিছু কুলাঙ্গার বাঙালি দ্বারা সে আদেশ তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট এ দেশে বাস্তবায়ন করেছে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সেই রাতে বাংলাদেশে অবস্থিত বিদেশি একটি কূটনৈতিক কার্যালয় সারা রাত খোলা ছিল। বঙ্গবন্ধুকে হত্যার খবর তারা তাদের প্রভুদের নিশ্চিত করার পরেই সেই দূতাবাসের কার্যক্রম সেদিন বন্ধ ছিল।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা মনে করি হত্যাকা- বাস্তবায়নকারীদের বিচার হয়েছে। কিন্তু যারা চক্রান্তকারী, তাদের বিচার এখনো হয়নি। ইনশাল্লাহ, বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার ে স ব্যাপারে ব্যবস্থা করবে।’