পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ ইউনূস সেন্টারের

ঢাকা: নোবেল শান্তি পুরষ্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি পরোক্ষে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার।

আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ প্রতিবাদ জানানো হয়। “প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়েছেন মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশে হওয়ার প্রেক্ষিতে আজ ইউনূস সেন্টোরের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়- গতকাল ও আজ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রী গত বুধবার জাতীয় সংসদে বক্তৃতাকালে প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি পরোক্ষে ইঙ্গিত করে তাঁকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য অভিযুক্ত করেছেন বলে সংবাদ প্রচারিত হয়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রধানমন্ত্রী জিএসপি সুবিধা বাতিল বিষয়ে বলেছেন যে, “কোন পরাশক্তি নয়, দেশের অভ্যন্তরের অশুভ শক্তিই জিএসপি সুবিধা বাতিলের পেছনে ছিল।” তিনি আরো বলেন, “আরেকজন ব্যক্তি, যিনি আইনি যুদ্ধে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারিয়ে অত্যন্ত ক্ষুদ্ধ হন,” এবং “সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় লিপ্ত হন।”

পত্রিকার ভাষ্য অনুসারে, প্রধানমন্ত্রী প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কেই এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এই অসত্য অভিযোগে আমরা দুঃখিত ও হতাশ হয়েছি। কোনরকম প্রমাণ উপস্থাপন ব্যতিরেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের অভিযোগ উত্থাপন অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়- প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন এবং বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোন কাজ তিনি কখনোই করতে পারেন না। তিনি সবসময় বাংলাদেশের স্বার্থ ও সাফল্যের জন্য কাজ করেছেন এবং এই দেশকে উন্নয়ন ও দারিদ্র বিমোচনের একটি মডেল হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে কাজ করে গেছেন। তিনি দেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় নেমেছেন, এ ধরনের অভিযোগ শুধু মিথ্যাচারই নয়, দুর্ভাগ্যজনকও।

দেশের জন্য এবং ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্যের গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। এগুলো দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে। আমরা আরও আগেই এই ধরনের অভিযোগের বিস্তারিত জবাব দিয়েছি। আমাদের বক্তব্য মিডিয়াতে সবিস্তারে প্রচারও করা হয়েছে। এটা দুঃখজনক যে, আমাদের সেসব বক্তব্য বিবেচনায় না নিয়ে একই রকম অসত্য অভিযোগ আবারো করা হচ্ছে।

প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা এবং তাঁর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় এই ব্যাংকটি দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নের একটি রোল মডেল হিসেবে সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে – এটি একটি প্রতিষ্ঠিত সত্য। প্রফেসর ইউনূস এই ব্যাংকটির শুধু প্রতিষ্ঠাতাই নন, তিনি এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকটিকে একটি বিশ্বনন্দিত ব্যাংক হিসেবে গড়ে তুলেছেন। যার স্বীকৃতি হিসেবে তাঁকে নোবেল পুরষ্কারসহ অগণিত পুরষ্কার ও সম্মাননায় ভূষিত করা হয়েছে। সারা পৃথিবীর মানুষ প্রফেসর মুহাম্মদ ইউনূসকে চেনে তাঁর নিজের পরিচয়ে- কোন ব্যাংকের এমডি হিসেবে নয়। ফলে ‘ব্যাংকের সামান্য এমডি-র পদ হারানোর পর ক্ষিপ্ত হয়ে’ ব্যাংকটির প্রতিষ্ঠাতা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে নেমে পড়েছেন- এই অভিযোগ শুধু ভিত্তিহীনই নয়, হাস্যকরও। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ ‘ধরে রাখতে’ হিলারী ক্লিনটনের দ্বারস্থ হবার অভিযাগটিও একই কারণে সমান হাস্যকর। আমরা এই অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি।

প্রফেসর ইউনূস বিএনপি-জামায়াতের সঙ্গে এক হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করেছেন- এই অভিযোগও একান্তই অবাস্তব। কোন রাজনৈতিক দলের সঙ্গে প্রফেসর ইউনূসের কোনকালেই কোন সংশ্রব ছিলনা এবং এখনো নেই- একথা সকলেই জানেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ ইউনূস সেন্টারের

আপডেট টাইম : ০৬:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা: নোবেল শান্তি পুরষ্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি পরোক্ষে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার।

আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ প্রতিবাদ জানানো হয়। “প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়েছেন মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশে হওয়ার প্রেক্ষিতে আজ ইউনূস সেন্টোরের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়- গতকাল ও আজ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রী গত বুধবার জাতীয় সংসদে বক্তৃতাকালে প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি পরোক্ষে ইঙ্গিত করে তাঁকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য অভিযুক্ত করেছেন বলে সংবাদ প্রচারিত হয়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রধানমন্ত্রী জিএসপি সুবিধা বাতিল বিষয়ে বলেছেন যে, “কোন পরাশক্তি নয়, দেশের অভ্যন্তরের অশুভ শক্তিই জিএসপি সুবিধা বাতিলের পেছনে ছিল।” তিনি আরো বলেন, “আরেকজন ব্যক্তি, যিনি আইনি যুদ্ধে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারিয়ে অত্যন্ত ক্ষুদ্ধ হন,” এবং “সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় লিপ্ত হন।”

পত্রিকার ভাষ্য অনুসারে, প্রধানমন্ত্রী প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কেই এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এই অসত্য অভিযোগে আমরা দুঃখিত ও হতাশ হয়েছি। কোনরকম প্রমাণ উপস্থাপন ব্যতিরেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের অভিযোগ উত্থাপন অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়- প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন এবং বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোন কাজ তিনি কখনোই করতে পারেন না। তিনি সবসময় বাংলাদেশের স্বার্থ ও সাফল্যের জন্য কাজ করেছেন এবং এই দেশকে উন্নয়ন ও দারিদ্র বিমোচনের একটি মডেল হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে কাজ করে গেছেন। তিনি দেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় নেমেছেন, এ ধরনের অভিযোগ শুধু মিথ্যাচারই নয়, দুর্ভাগ্যজনকও।

দেশের জন্য এবং ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্যের গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। এগুলো দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে। আমরা আরও আগেই এই ধরনের অভিযোগের বিস্তারিত জবাব দিয়েছি। আমাদের বক্তব্য মিডিয়াতে সবিস্তারে প্রচারও করা হয়েছে। এটা দুঃখজনক যে, আমাদের সেসব বক্তব্য বিবেচনায় না নিয়ে একই রকম অসত্য অভিযোগ আবারো করা হচ্ছে।

প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা এবং তাঁর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় এই ব্যাংকটি দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নের একটি রোল মডেল হিসেবে সারা বিশ্বের প্রশংসা অর্জন করেছে – এটি একটি প্রতিষ্ঠিত সত্য। প্রফেসর ইউনূস এই ব্যাংকটির শুধু প্রতিষ্ঠাতাই নন, তিনি এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকটিকে একটি বিশ্বনন্দিত ব্যাংক হিসেবে গড়ে তুলেছেন। যার স্বীকৃতি হিসেবে তাঁকে নোবেল পুরষ্কারসহ অগণিত পুরষ্কার ও সম্মাননায় ভূষিত করা হয়েছে। সারা পৃথিবীর মানুষ প্রফেসর মুহাম্মদ ইউনূসকে চেনে তাঁর নিজের পরিচয়ে- কোন ব্যাংকের এমডি হিসেবে নয়। ফলে ‘ব্যাংকের সামান্য এমডি-র পদ হারানোর পর ক্ষিপ্ত হয়ে’ ব্যাংকটির প্রতিষ্ঠাতা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কাজে নেমে পড়েছেন- এই অভিযোগ শুধু ভিত্তিহীনই নয়, হাস্যকরও। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ ‘ধরে রাখতে’ হিলারী ক্লিনটনের দ্বারস্থ হবার অভিযাগটিও একই কারণে সমান হাস্যকর। আমরা এই অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি।

প্রফেসর ইউনূস বিএনপি-জামায়াতের সঙ্গে এক হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করেছেন- এই অভিযোগও একান্তই অবাস্তব। কোন রাজনৈতিক দলের সঙ্গে প্রফেসর ইউনূসের কোনকালেই কোন সংশ্রব ছিলনা এবং এখনো নেই- একথা সকলেই জানেন।