পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

সারাদেশে ব্যাপক ধরপাকড়, বিরোধী জোটের বহু নেতাকর্মী আটক

ঢাকা: হঠাৎ করেই শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে বিরোধী জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশান ও রংপুরে দুইজন বিদেশী নাগরিক হত্যার ঘটনার পর হঠাৎ এ গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা। এদিকে, ভোলায় বিএনপির সম্মেলন থেকে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। এর আগে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে পুলিশ উপ-শহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি শিকদার আক্কাছ আলী সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন স্থানে বিদেশী নাগরিকদের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনা দমনে পুলিশের অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুকে আটক করা হয়েছে। নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ৩৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে যশোরে। কিশোরগঞ্জে বিএনপি ও জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রমজান আলী। তাদের প্রত্যেককেই নিজ নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বাহুবল, লাখাই, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমির মওলানা আশরাফ আলী, লাখাই উপজেলা জামায়াত সেক্রেটারি নুরুল আমিন, শায়েস্তাগঞ্জ থানা জামায়াত সেক্রেটারি ইয়াছিন খান, শায়েস্তাগঞ্জ থানা শিবির সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি নিজাম উদ্দিন ও বাহুবল উপজেলা শিবির কর্মী জহিরুল হক কায়েস প্রমুখ। এদিকে সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। শহরের পাওয়ার হাউস রোডের নিউ মোড়াইল এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- জেলা জামায়াতের আমির প্রফেসর মমিনের ছেলে জামায়াতকর্মী মাওলানা দিদার, শিবির কর্মী রাসেল, সামিরাত, সোহেল, মাঈনুদ্দীন প্রমুখ। ওদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আফসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে ইউনিয়রে ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন দুপুরে নীলফামারীর ডোমারে নাশকতার মামলায় জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক লাকু এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন্নবী বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ। ভোলার বোরহানউদ্দিন থানা বিএনপির সহ-সভাপতিসহ ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ২টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নে একটি সম্মেলন থেকে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করে বোরহানউদ্দিন থানায় নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদের তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন- বোরহানউদ্দিন থানা বিএনপির সহ-সভাপতি হাসান হাওলাদার, বড়মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি বেনু হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, যুবদলের সভাপতি রবিন হাওলাদার, সাধারণ সম্পাদক হেলাল বাকলাইসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১ জন। বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ সাহা জানান, নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে এসব বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে স্থানীয় বিএনপি দলীয় সাবেক এমপি হাফিজ ইবরাহিম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পুনর্গঠনে সম্মেলন চলছিল। বিএনপির ওই পুনর্গঠন কার্যক্রম বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের স্থানীয় এমপি আ জ ম মুকুল ওসিকে দিয়ে এ ধরনের অসাংগঠনিক আচরণ ও বিএনপি নেতাদের হয়রানি করাচ্ছেন। এছাড়া বিভিন্ন মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিভিন্ন জেলায় বেশ কয়েকজন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। যানবাহনে অগ্নিসংযোগের মামলায় আত্মসমর্পণ করলে জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতিসহ বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি সরদার লিয়াকত আলী, বিএনপি নেতা আবদুল মান্নান, জামায়াত কর্মী রাজু হোসেন ও নূরুল ইসলাম। এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরখাস্তকৃত পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মৌলভীবাজার সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০১৪ সালে গাড়ি পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আত্মসমর্পণ করলে আদালত সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল আহমদ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজকে কারাগারে পাঠান।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ নতুন করে দলের নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- বিএনপি’র বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে নেতাকর্মীদের হয়রানি না করার আহবান জানান বিএনপির মুখপাত্র। তিনি বলেন, আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি। বিরোধী রাজনীতির চর্চার পথকে আরও সংকুচিত করার অপপ্রয়াসকে আমরা নিন্দা জানাই।

বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি সতর্কতা

বেনাপোল প্রতিনিধি জানান, ঢাকা ও রংপুরে দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিদেশী নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা জারি করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এছাড়া, সন্ত্রাসী ও অপরাধীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, এ জন্য বেনাপোল সীমান্ত এলাকায় সতর্ক অবস্থা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে ইমিগ্রেশন অফিস ও সীমান্ত এলাকা ঘুরে এ ধরনের সতর্কতা চোখে পড়ে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, সমপ্রতি দুইজন বিদেশী নাগরিক হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়তি এ সতর্কতা বজায় রাখতে সরকারিভাবে তাদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যে বিদেশী নাগরিকরা বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে আসছেন তাদের অবস্থানের ঠিকানা নির্ভুলভাবে লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গেই ঢাকা অফিসে পাঠাতে হবে। এছাড়া, যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট সম্পূর্ণ যাচাই করে দেশ ত্যাগের অনুমতি দিতে হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিন উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সতর্কতা বজায় থাকবে। এদিকে বেনাপোল ইমিগ্রেশনের পাশাপাশি সীমান্তে বিজিবি সদস্যরা বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন। যশোর বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্তপথে যাতে অপরাধীরা ভারতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তারা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

সারাদেশে ব্যাপক ধরপাকড়, বিরোধী জোটের বহু নেতাকর্মী আটক

আপডেট টাইম : ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫

ঢাকা: হঠাৎ করেই শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে বিরোধী জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশান ও রংপুরে দুইজন বিদেশী নাগরিক হত্যার ঘটনার পর হঠাৎ এ গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। সীমান্তে জারি করা হয়েছে সতর্কতা। এদিকে, ভোলায় বিএনপির সম্মেলন থেকে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। এর আগে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে পুলিশ উপ-শহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি শিকদার আক্কাছ আলী সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন স্থানে বিদেশী নাগরিকদের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনা দমনে পুলিশের অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুকে আটক করা হয়েছে। নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ৩৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে যশোরে। কিশোরগঞ্জে বিএনপি ও জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রমজান আলী। তাদের প্রত্যেককেই নিজ নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বাহুবল, লাখাই, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমির মওলানা আশরাফ আলী, লাখাই উপজেলা জামায়াত সেক্রেটারি নুরুল আমিন, শায়েস্তাগঞ্জ থানা জামায়াত সেক্রেটারি ইয়াছিন খান, শায়েস্তাগঞ্জ থানা শিবির সভাপতি হোসাইন আহমদ, সেক্রেটারি নিজাম উদ্দিন ও বাহুবল উপজেলা শিবির কর্মী জহিরুল হক কায়েস প্রমুখ। এদিকে সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। শহরের পাওয়ার হাউস রোডের নিউ মোড়াইল এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- জেলা জামায়াতের আমির প্রফেসর মমিনের ছেলে জামায়াতকর্মী মাওলানা দিদার, শিবির কর্মী রাসেল, সামিরাত, সোহেল, মাঈনুদ্দীন প্রমুখ। ওদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আফসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে ইউনিয়রে ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন দুপুরে নীলফামারীর ডোমারে নাশকতার মামলায় জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক লাকু এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুন্নবী বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ। ভোলার বোরহানউদ্দিন থানা বিএনপির সহ-সভাপতিসহ ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ২টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নে একটি সম্মেলন থেকে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করে বোরহানউদ্দিন থানায় নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদের তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন- বোরহানউদ্দিন থানা বিএনপির সহ-সভাপতি হাসান হাওলাদার, বড়মানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি বেনু হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, যুবদলের সভাপতি রবিন হাওলাদার, সাধারণ সম্পাদক হেলাল বাকলাইসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১ জন। বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ সাহা জানান, নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে এসব বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে স্থানীয় বিএনপি দলীয় সাবেক এমপি হাফিজ ইবরাহিম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পুনর্গঠনে সম্মেলন চলছিল। বিএনপির ওই পুনর্গঠন কার্যক্রম বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের স্থানীয় এমপি আ জ ম মুকুল ওসিকে দিয়ে এ ধরনের অসাংগঠনিক আচরণ ও বিএনপি নেতাদের হয়রানি করাচ্ছেন। এছাড়া বিভিন্ন মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিভিন্ন জেলায় বেশ কয়েকজন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। যানবাহনে অগ্নিসংযোগের মামলায় আত্মসমর্পণ করলে জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতিসহ বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি সরদার লিয়াকত আলী, বিএনপি নেতা আবদুল মান্নান, জামায়াত কর্মী রাজু হোসেন ও নূরুল ইসলাম। এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরখাস্তকৃত পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মৌলভীবাজার সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০১৪ সালে গাড়ি পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আত্মসমর্পণ করলে আদালত সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল আহমদ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজকে কারাগারে পাঠান।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ নতুন করে দলের নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- বিএনপি’র বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠন প্রক্রিয়ার প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় দলের ও অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে নেতাকর্মীদের হয়রানি না করার আহবান জানান বিএনপির মুখপাত্র। তিনি বলেন, আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি, সরকার বিরোধী মতকে দলন করার নীতি থেকে এখনও সরে আসেনি। বিরোধী রাজনীতির চর্চার পথকে আরও সংকুচিত করার অপপ্রয়াসকে আমরা নিন্দা জানাই।

বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি সতর্কতা

বেনাপোল প্রতিনিধি জানান, ঢাকা ও রংপুরে দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিদেশী নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা জারি করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এছাড়া, সন্ত্রাসী ও অপরাধীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, এ জন্য বেনাপোল সীমান্ত এলাকায় সতর্ক অবস্থা রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে ইমিগ্রেশন অফিস ও সীমান্ত এলাকা ঘুরে এ ধরনের সতর্কতা চোখে পড়ে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, সমপ্রতি দুইজন বিদেশী নাগরিক হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়তি এ সতর্কতা বজায় রাখতে সরকারিভাবে তাদের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যে বিদেশী নাগরিকরা বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে আসছেন তাদের অবস্থানের ঠিকানা নির্ভুলভাবে লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গেই ঢাকা অফিসে পাঠাতে হবে। এছাড়া, যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট সম্পূর্ণ যাচাই করে দেশ ত্যাগের অনুমতি দিতে হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিন উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সতর্কতা বজায় থাকবে। এদিকে বেনাপোল ইমিগ্রেশনের পাশাপাশি সীমান্তে বিজিবি সদস্যরা বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন। যশোর বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, সীমান্তপথে যাতে অপরাধীরা ভারতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তারা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন।