পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

‘৫ নভেম্বরের মধ্যে বিদেশিদের কাজে ফিরতে হবে, না হলে ব্যবস্থা’

ঢাকা: দুই বিদেশি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ‘নিরাপত্তহীনতা’র অজুহাতে সরিয়ে নেয়া স্প্যানিশ কোম্পানি আইসোলেক্সের কর্মীদের ৫ নভেম্বরের মধ্যে কাজে যোগ দিতে হবে। না হলে তাদের বিরুদ্ধে চুক্তি অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার বিকেলে তিনি এ কথা জানান।

এরআগে তিনি বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাস্ট্রদূত এদভার্দো দ্যা লেগলেসিয়ার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি স্পেনের রাস্ট্রদূতকে বলেছি, আইসোলাক্স সেসব এলাকায় কাজ করতো তা বিশেষ নিরাপত্তাভুক্ত এলাকা (কেপিআই)। সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। তারপরও তারা (আইসোলাক্স) কর্মীদের সরিয়ে নিয়েছে। চুক্তির কোনো শর্তানুসারে কর্মী প্রত্যাহার করেছে তাও আমাদের অবহিত করা হয়নি।’

হামিদ বলেন, ‘আমি তাকে (স্পেনের রাস্ট্রদূত) বলেছি, তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে কাজে যোগ দিতে হবে। না হলে জরিমানা করা হবে।’

এ সময় স্পেনের রাস্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’ আইসোলাক্সের কর্মী শিগগিরই কাজে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এক সপ্তাহের ব্যবধানে দুই বিদেশি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার ঘাটতি দেখিয়ে তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে আইসোলেক্স কোম্পানি তাদের ৪১ প্রকৌশলীকে প্রত্যাহার করে নেয়। এর আগে তারা ৫ অক্টোবর একটি চিঠি দিয়ে বিষয়টি সরকারকে অবহিত করে। এ বিষয়ে গত আট অক্টোবর বাংলামেইল প্রথম একটি রিপোর্ট প্রকাশ করে।

বিদ্যুৎকেন্দ্র থেকে ৪১ বিদেশি প্রত্যাহার

শনিবার বিদ্যুৎপ্রতিমন্ত্রী বলেছিলেন, ‘চুক্তি অনুযায়ী নির্মাণাধীন কোনো প্রকল্প এলাকা থেকে কোনো কোম্পানি চলে যেতে পারে না। তারা চুক্তির কোন শর্ত অনুসারে কর্মী প্রত্যাহার করেছে তা আমাদের জানায়নি। তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের জরিমানা করা হবে।’

উল্লেখ্য, আইসোল্যাক্স সরকারি খাতের তিনটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করছে। সম্প্রতি দুই বিদেশি হত্যাকা-ের পর নিরাপত্তাহীনতার কথা বলে কোম্পানিটি তাদের ৪১ প্রকৌশলীকে সরিয়ে নিয়েছে। এরমধ্যে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩৮ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিবিয়ানা-৪৫০ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট থেকে দুজন এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা-১৫০ মেগাওয়াট থেকে একজনকে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে একজন স্পেনের। অন্যরা আর্জেন্টিনা, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের নাগরিক।

কর্মী সরিয়ে নেয়ার পর দুই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। জানা যায়, ইজিসিবির কেন্দ্র স্থাপনের কাজ চলছিল। বিবিয়ানায় মাটি ভরাট চলছিল। প্রকৌশলী না থাকায় এ দুই কেন্দ্রর কাজ বন্ধ আছে। তবে খুলনার কেন্দ্রটির উৎপাদন আগে থেকেই শুরু হওয়ায় তা চালু আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

‘৫ নভেম্বরের মধ্যে বিদেশিদের কাজে ফিরতে হবে, না হলে ব্যবস্থা’

আপডেট টাইম : ০৩:০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫

ঢাকা: দুই বিদেশি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ‘নিরাপত্তহীনতা’র অজুহাতে সরিয়ে নেয়া স্প্যানিশ কোম্পানি আইসোলেক্সের কর্মীদের ৫ নভেম্বরের মধ্যে কাজে যোগ দিতে হবে। না হলে তাদের বিরুদ্ধে চুক্তি অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার বিকেলে তিনি এ কথা জানান।

এরআগে তিনি বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাস্ট্রদূত এদভার্দো দ্যা লেগলেসিয়ার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি স্পেনের রাস্ট্রদূতকে বলেছি, আইসোলাক্স সেসব এলাকায় কাজ করতো তা বিশেষ নিরাপত্তাভুক্ত এলাকা (কেপিআই)। সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। তারপরও তারা (আইসোলাক্স) কর্মীদের সরিয়ে নিয়েছে। চুক্তির কোনো শর্তানুসারে কর্মী প্রত্যাহার করেছে তাও আমাদের অবহিত করা হয়নি।’

হামিদ বলেন, ‘আমি তাকে (স্পেনের রাস্ট্রদূত) বলেছি, তাদের আগামী ৫ নভেম্বরের মধ্যে কাজে যোগ দিতে হবে। না হলে জরিমানা করা হবে।’

এ সময় স্পেনের রাস্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’ আইসোলাক্সের কর্মী শিগগিরই কাজে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এক সপ্তাহের ব্যবধানে দুই বিদেশি হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার ঘাটতি দেখিয়ে তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে আইসোলেক্স কোম্পানি তাদের ৪১ প্রকৌশলীকে প্রত্যাহার করে নেয়। এর আগে তারা ৫ অক্টোবর একটি চিঠি দিয়ে বিষয়টি সরকারকে অবহিত করে। এ বিষয়ে গত আট অক্টোবর বাংলামেইল প্রথম একটি রিপোর্ট প্রকাশ করে।

বিদ্যুৎকেন্দ্র থেকে ৪১ বিদেশি প্রত্যাহার

শনিবার বিদ্যুৎপ্রতিমন্ত্রী বলেছিলেন, ‘চুক্তি অনুযায়ী নির্মাণাধীন কোনো প্রকল্প এলাকা থেকে কোনো কোম্পানি চলে যেতে পারে না। তারা চুক্তির কোন শর্ত অনুসারে কর্মী প্রত্যাহার করেছে তা আমাদের জানায়নি। তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের জরিমানা করা হবে।’

উল্লেখ্য, আইসোল্যাক্স সরকারি খাতের তিনটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করছে। সম্প্রতি দুই বিদেশি হত্যাকা-ের পর নিরাপত্তাহীনতার কথা বলে কোম্পানিটি তাদের ৪১ প্রকৌশলীকে সরিয়ে নিয়েছে। এরমধ্যে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩৮ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিবিয়ানা-৪৫০ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট থেকে দুজন এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা-১৫০ মেগাওয়াট থেকে একজনকে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে একজন স্পেনের। অন্যরা আর্জেন্টিনা, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের নাগরিক।

কর্মী সরিয়ে নেয়ার পর দুই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। জানা যায়, ইজিসিবির কেন্দ্র স্থাপনের কাজ চলছিল। বিবিয়ানায় মাটি ভরাট চলছিল। প্রকৌশলী না থাকায় এ দুই কেন্দ্রর কাজ বন্ধ আছে। তবে খুলনার কেন্দ্রটির উৎপাদন আগে থেকেই শুরু হওয়ায় তা চালু আছে।