অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

‘রাজনৈতিক বিবেচনায় মেয়র-কাউন্সিলর বহিষ্কার করা হয়নি’

ঢাকা: রাজনৈতিক বিবেচনায় স্থানীয় সরকারের কোন প্রতিনিধিকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দশম সংসদের অষ্টম অধিবেশনে মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদকে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য হাজী সেলিম জানতে চান, বিএনপি সমর্থিত মেয়র, কাউন্সিলরদের বিভিন্ন মামলা জড়িয়ে বহিষ্কার করা হচ্ছে এবং স্বতন্ত্র সদস্যদেরও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনে স্বাধীনভাবে হবে কী না ?

উত্তরে মন্ত্রী বলেন, আপনি ফ্ল্যাট একটা অভিযোগ করেছেন। অভিযোগ গুরুতর, তবে তা ঢালাওভাবে কাউকে করা হয় না। ইলেকশন জিতলেই বিরোধীদলের কাউকে মামলা দিয়ে হয়রানি তাদের হয়রানি করা হয় না। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা হলে যদি সেখানে চার্জশিট দাখিল করা হয়, তবেই তাদের বরখাস্ত করা হয়। এছাড়া কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্টভাবে অর্থ অপচয়ের অভিযোগ থাকে এবং তা প্রমাণিত হলে তাদেরকে বরখাস্ত করা হয়। তবে ঢালাওভাবে বরখাস্ত করা হয়, কথাটি সঠিক নয়।’

হাজী মো. সেলিমের অপর এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী ঢাকাকে কমন ইউটিলিটি টানেলের আওতায় আনার জন্য সরকারের নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ‘কমন ইউটিলিটি টানেল’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কগুলোতে ইউটিলিটি সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার পানি সরবরাহ, পয়ঃ ও স্টর্ম স্যুয়ার লাইন, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, অপটিক্যাল ফাইবার লাইনসহ অন্যান্য ভূগর্ভস্থ এবং ওভারহেড ইউটিলিটি লাইন/ক্যাবল রয়েছে; যা সড়ক, ফুটপাত, মিডিয়ান ইত্যাদি জুড়ে বিরাজমান।

তিনি বলেন, এ সব লাইনগুলো মেরামত, রক্ষণাবেক্ষণ, নির্মাণ ও পুনঃনির্মাণের কাজে সড়ক অবকাঠামোর খোঁড়াখুঁড়িতে একদিকে যেমন যানবাহন ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হয়। তেমনি খনন কাজে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে প্রচুর অর্থ ব্যয় হয়। এছাড়াও রাস্তা, ফুটপাত ও মিডিয়ানের উপর অবস্থিত বিভিন্ন ওভারেহেড ইউটিলিটি লাইন সড়ক অবকাঠামো দখল করা ছাড়াও নগরীর স্বাভাবিক সৌন্দর্য ক্ষুন্ন হয়। এসব সমস্যা সমাধানের পরিপ্রেক্ষিতে ‘কমন ইউটিলিটি টানেল ও কমন ডুয়াক্ট’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, এ কার্যক্রম বাস্তবায়িত হলে বিভিন্ন ইউটিলিটি সংস্থার যে কোন কাজের জন্য ভবিষ্যতে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রয়োজন হবে না। ফলে জনদুর্ভোগ হ্রাস পাবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ব্যয় থাকবে না। অপরদিকে রাস্তা বা ফুটপাতের উপর কোন প্রকার ঝুলন্ত তার বা লাইন থাকবে না বিধায় নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

‘রাজনৈতিক বিবেচনায় মেয়র-কাউন্সিলর বহিষ্কার করা হয়নি’

আপডেট টাইম : ০১:৩৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০১৫

ঢাকা: রাজনৈতিক বিবেচনায় স্থানীয় সরকারের কোন প্রতিনিধিকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দশম সংসদের অষ্টম অধিবেশনে মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের উত্তরে সংসদকে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য হাজী সেলিম জানতে চান, বিএনপি সমর্থিত মেয়র, কাউন্সিলরদের বিভিন্ন মামলা জড়িয়ে বহিষ্কার করা হচ্ছে এবং স্বতন্ত্র সদস্যদেরও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনে স্বাধীনভাবে হবে কী না ?

উত্তরে মন্ত্রী বলেন, আপনি ফ্ল্যাট একটা অভিযোগ করেছেন। অভিযোগ গুরুতর, তবে তা ঢালাওভাবে কাউকে করা হয় না। ইলেকশন জিতলেই বিরোধীদলের কাউকে মামলা দিয়ে হয়রানি তাদের হয়রানি করা হয় না। এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা হলে যদি সেখানে চার্জশিট দাখিল করা হয়, তবেই তাদের বরখাস্ত করা হয়। এছাড়া কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্টভাবে অর্থ অপচয়ের অভিযোগ থাকে এবং তা প্রমাণিত হলে তাদেরকে বরখাস্ত করা হয়। তবে ঢালাওভাবে বরখাস্ত করা হয়, কথাটি সঠিক নয়।’

হাজী মো. সেলিমের অপর এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী ঢাকাকে কমন ইউটিলিটি টানেলের আওতায় আনার জন্য সরকারের নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ‘কমন ইউটিলিটি টানেল’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সড়কগুলোতে ইউটিলিটি সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার পানি সরবরাহ, পয়ঃ ও স্টর্ম স্যুয়ার লাইন, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, অপটিক্যাল ফাইবার লাইনসহ অন্যান্য ভূগর্ভস্থ এবং ওভারহেড ইউটিলিটি লাইন/ক্যাবল রয়েছে; যা সড়ক, ফুটপাত, মিডিয়ান ইত্যাদি জুড়ে বিরাজমান।

তিনি বলেন, এ সব লাইনগুলো মেরামত, রক্ষণাবেক্ষণ, নির্মাণ ও পুনঃনির্মাণের কাজে সড়ক অবকাঠামোর খোঁড়াখুঁড়িতে একদিকে যেমন যানবাহন ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হয়। তেমনি খনন কাজে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে প্রচুর অর্থ ব্যয় হয়। এছাড়াও রাস্তা, ফুটপাত ও মিডিয়ানের উপর অবস্থিত বিভিন্ন ওভারেহেড ইউটিলিটি লাইন সড়ক অবকাঠামো দখল করা ছাড়াও নগরীর স্বাভাবিক সৌন্দর্য ক্ষুন্ন হয়। এসব সমস্যা সমাধানের পরিপ্রেক্ষিতে ‘কমন ইউটিলিটি টানেল ও কমন ডুয়াক্ট’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, এ কার্যক্রম বাস্তবায়িত হলে বিভিন্ন ইউটিলিটি সংস্থার যে কোন কাজের জন্য ভবিষ্যতে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রয়োজন হবে না। ফলে জনদুর্ভোগ হ্রাস পাবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ব্যয় থাকবে না। অপরদিকে রাস্তা বা ফুটপাতের উপর কোন প্রকার ঝুলন্ত তার বা লাইন থাকবে না বিধায় নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে।