পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড করিম জুট মিল : নিহত ৫, আহত দু’শতাধিক

সদর উপজেলার গেরদা ইউনিয়নের গজারিয়া বাখুন্ডায় অবস্থিত জোবায়দা করিম জুট মিলে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন দু’শতাধিক শ্রমিক। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শতাধিক শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনার পর জোবায়দা করিম জুট মিলের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। টর্নেডোতে মহাসড়কের দু’পাশের অসংখ্য গাছ উপড়ে ও আশেপাশে হতে আগত জনতার ভিড়ে জুট মিলের উভয় পাশে প্রায় এক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মিলে সকালের শিফটের প্রায় দুই হাজার শ্রমিক জোবায়দা করিম জুট মিলের মূল শেডে (কারখানায়) কাজ করছিল। বেলা সাড়ে ১২টার দিকে আকস্মিক টর্নেডোর আঘাতে মিলের মূল কারখানার উপরের টিনের শেড ভেঙে নিচে কর্মরত শ্রমিকদের উপড়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুরসহ পার্শ্ববর্তী ভাঙ্গা, বোয়ালমারী, রাজবাড়ি ও গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। এরআগে বেলা ১২টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। দেড় ঘন্টাব্যাপী এই বৃষ্টি থামার আগেই দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশে থেকে জনতা এসে জড়ো হতে থাকে মিলের গেটের সামনে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিলের গেট বন্ধ করে দেয়া হয়।

হাসপাতালে ভর্তি শ্রমিক শফিকুল (২৫)জানান, সকালের শিফটের শ্রমিকেরা ঘটনার সময় কর্মরত ছিলো। আমরা মিলের ব্যাকসাইডে কাজ করছিলাম। বেলা সাড়ে ১২টার দিকে আজগবি অন্ধকার হয়ে যায় চারপাশে। এরপর দেখি কাচটাচ ভেঙে হুড়মুড়িয়ে শেড ভেঙে পরে আমাদের উপর। তারপর আর কিছু মনে নাই। পরে দেখি লোকজন আমাকে ধরাধরি করে হাসপাতালে এনে ভর্তি করেছে।

মিলের টুইষ্ট বিভাগে কর্মরত রাসেল (২৪) নামে এক শ্রমিক বলেন, বেলা সাড়ে ১২টার দিকে প্রথমে মিলের উপড়ে একেবারে অন্ধকার হয়ে গেলো। এরপর কারেন্ট চলে যায়। তারপরেই ৩০ সেকেন্ডের ঝড় আসে।

রমনী (৫০) নামে ড্রয়ারিং বিভাগের আরেক শ্রমিক বলেন, ঘটনার সময় আমরা প্রায় দুই হাজার শ্রমিক মূল শেডে কাজ করছিলাম। ঝড়ে হঠাৎ উপরের শেড ভেঙে পরলে এ ঘটনা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাইফুজ্জামান জানান, এখনো কারখানার পেছনের অংশে চালের শেডের টিন পড়ে রয়েছে। সেগুলো অপসারণে চেষ্টা চলছে। কার্টার দিয়ে টিন কেটে সরানোর পর বোঝা যাবে পরে যাওয়া শেডের নিচে কেউ আটকা পরে অছে কিনা।

ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার আক্তার হোসেন জানান, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে দুই দফায় ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি আমি। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর।

সরেজমিনে জোবায়দা করিম জুট মিলে গিয়ে দেখা যায়, সেখানে হাজার হাজার মানুষ মিলের গেটের বাইরে উদ্বেগ-উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছে। তাদের মাঝে ছড়িয়ে পড়ছে হতাহতের নিয়ে নানা গুজব। পুলিশ বারবার তাদের সড়ক পরিস্কার রাখতে মাইকিং করে সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

দূর্ঘটনাকবলিত কারখানা শেডে গিয়ে দেখা যায়, কারখানা শেডের পিছনের অংশের চাল পুরো উড়ে গেছে। শেডের ফ্লোর জুড়ে ছড়িয়ে রয়েছে কাঁচের টুকরো ও যন্ত্রপাতিসহ পাটের রোল। টর্নেডোর আঘাতে প্রবল আঘাতে কারখানার ছাদের চারভাগের তিনভাগ চাল ভেঙে পরে আছে ভগ্নদশা নিয়ে। ভেতরে ও বাইরে পুলিশ ও র্যা ব মোতায়ন করা হয়েছে। টর্নেডোতে জোবায়দা করিম জুট মিল এলাকাতেই ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে। সেখানে অসংখ্য গাছ মাঝ বরাবার ভেঙে গেছে টর্নেডোর আঘাতে।

খবর পেয়ে সেখানে উপস্থিত হন ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান। ঘটনাস্থল পরিদর্শণ শেষে পুলিশ সুপার জামিল হাসান মোবাইলে আহতদের সেবাশুশ্রষায় যাতে কোন বিঘ্ন না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

জোবায়দা করিম জুট মিলের চেয়ারম্যান জাহাঙ্গির মিয়া বলেন, আমি ঘটনার সময় মিলে ছিলাম না। খবর পেয়ে এসেছি। দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই বলতে পারছি না। তবে কারো চিকিৎসায় যাতে ত্রুটি না হয় সেজন্য সকলকে অনুরোধ জানিয়েছি। নিহতদের ক্ষতিপুরণ দেবার ব্যাপারেও তিনি আশ্বাস দেন।

এদিকে, এ দূর্ঘটনার পর ফরিদপুর শহর থেকেও উৎসুক জনতা আসতে থাকে। পাশাপাশি সারা শহরে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পরে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড করিম জুট মিল : নিহত ৫, আহত দু’শতাধিক

আপডেট টাইম : ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬

সদর উপজেলার গেরদা ইউনিয়নের গজারিয়া বাখুন্ডায় অবস্থিত জোবায়দা করিম জুট মিলে টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন দু’শতাধিক শ্রমিক। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শতাধিক শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনার পর জোবায়দা করিম জুট মিলের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। টর্নেডোতে মহাসড়কের দু’পাশের অসংখ্য গাছ উপড়ে ও আশেপাশে হতে আগত জনতার ভিড়ে জুট মিলের উভয় পাশে প্রায় এক কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মিলে সকালের শিফটের প্রায় দুই হাজার শ্রমিক জোবায়দা করিম জুট মিলের মূল শেডে (কারখানায়) কাজ করছিল। বেলা সাড়ে ১২টার দিকে আকস্মিক টর্নেডোর আঘাতে মিলের মূল কারখানার উপরের টিনের শেড ভেঙে নিচে কর্মরত শ্রমিকদের উপড়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুরসহ পার্শ্ববর্তী ভাঙ্গা, বোয়ালমারী, রাজবাড়ি ও গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। এরআগে বেলা ১২টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। দেড় ঘন্টাব্যাপী এই বৃষ্টি থামার আগেই দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশে থেকে জনতা এসে জড়ো হতে থাকে মিলের গেটের সামনে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিলের গেট বন্ধ করে দেয়া হয়।

হাসপাতালে ভর্তি শ্রমিক শফিকুল (২৫)জানান, সকালের শিফটের শ্রমিকেরা ঘটনার সময় কর্মরত ছিলো। আমরা মিলের ব্যাকসাইডে কাজ করছিলাম। বেলা সাড়ে ১২টার দিকে আজগবি অন্ধকার হয়ে যায় চারপাশে। এরপর দেখি কাচটাচ ভেঙে হুড়মুড়িয়ে শেড ভেঙে পরে আমাদের উপর। তারপর আর কিছু মনে নাই। পরে দেখি লোকজন আমাকে ধরাধরি করে হাসপাতালে এনে ভর্তি করেছে।

মিলের টুইষ্ট বিভাগে কর্মরত রাসেল (২৪) নামে এক শ্রমিক বলেন, বেলা সাড়ে ১২টার দিকে প্রথমে মিলের উপড়ে একেবারে অন্ধকার হয়ে গেলো। এরপর কারেন্ট চলে যায়। তারপরেই ৩০ সেকেন্ডের ঝড় আসে।

রমনী (৫০) নামে ড্রয়ারিং বিভাগের আরেক শ্রমিক বলেন, ঘটনার সময় আমরা প্রায় দুই হাজার শ্রমিক মূল শেডে কাজ করছিলাম। ঝড়ে হঠাৎ উপরের শেড ভেঙে পরলে এ ঘটনা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাইফুজ্জামান জানান, এখনো কারখানার পেছনের অংশে চালের শেডের টিন পড়ে রয়েছে। সেগুলো অপসারণে চেষ্টা চলছে। কার্টার দিয়ে টিন কেটে সরানোর পর বোঝা যাবে পরে যাওয়া শেডের নিচে কেউ আটকা পরে অছে কিনা।

ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার আক্তার হোসেন জানান, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে দুই দফায় ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি আমি। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর।

সরেজমিনে জোবায়দা করিম জুট মিলে গিয়ে দেখা যায়, সেখানে হাজার হাজার মানুষ মিলের গেটের বাইরে উদ্বেগ-উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছে। তাদের মাঝে ছড়িয়ে পড়ছে হতাহতের নিয়ে নানা গুজব। পুলিশ বারবার তাদের সড়ক পরিস্কার রাখতে মাইকিং করে সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

দূর্ঘটনাকবলিত কারখানা শেডে গিয়ে দেখা যায়, কারখানা শেডের পিছনের অংশের চাল পুরো উড়ে গেছে। শেডের ফ্লোর জুড়ে ছড়িয়ে রয়েছে কাঁচের টুকরো ও যন্ত্রপাতিসহ পাটের রোল। টর্নেডোর আঘাতে প্রবল আঘাতে কারখানার ছাদের চারভাগের তিনভাগ চাল ভেঙে পরে আছে ভগ্নদশা নিয়ে। ভেতরে ও বাইরে পুলিশ ও র্যা ব মোতায়ন করা হয়েছে। টর্নেডোতে জোবায়দা করিম জুট মিল এলাকাতেই ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে। সেখানে অসংখ্য গাছ মাঝ বরাবার ভেঙে গেছে টর্নেডোর আঘাতে।

খবর পেয়ে সেখানে উপস্থিত হন ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান। ঘটনাস্থল পরিদর্শণ শেষে পুলিশ সুপার জামিল হাসান মোবাইলে আহতদের সেবাশুশ্রষায় যাতে কোন বিঘ্ন না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

জোবায়দা করিম জুট মিলের চেয়ারম্যান জাহাঙ্গির মিয়া বলেন, আমি ঘটনার সময় মিলে ছিলাম না। খবর পেয়ে এসেছি। দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই বলতে পারছি না। তবে কারো চিকিৎসায় যাতে ত্রুটি না হয় সেজন্য সকলকে অনুরোধ জানিয়েছি। নিহতদের ক্ষতিপুরণ দেবার ব্যাপারেও তিনি আশ্বাস দেন।

এদিকে, এ দূর্ঘটনার পর ফরিদপুর শহর থেকেও উৎসুক জনতা আসতে থাকে। পাশাপাশি সারা শহরে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পরে।