অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

সোনারগাঁয়ে ১০ গ্রামের মানুষ ২ দিন ধরে অবরুদ্ধ

বাংলার খবর২৪.কমsonargaon photo-1_51345, সোনারগাঁ : মেঘনা নদী ও ব্রক্ষ্মপুত্র নদের তীরের বিস্তীর্ণ এলাকার কৃষকদের ফসলী জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় ১০টি গ্রামের মানুষকে দুদিন ধরে অবরুদ্ধ করে রেখেছে বালু দস্যুরা।

আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বালু দস্যুরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সড়কের ওপর হামলা চালিয়ে তাদের চলাচলের সড়ক বন্ধ করে দিয়েছে বলে কয়েক হাজার মানুষ অভিযোগ করেছে। এ ঘটনায় গ্রামবাসী শনিবার ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন।

উপজেলার শন্তুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের কৃষক নুর হোসেন জানান, গত কয়েক মাস ধরে ব্রক্ষ্মপুত্র নদ ও মেঘনা নদীর তীরবর্তী শম্ভুপুরা, দড়িগাঁও ফতেপুর, ফরদী, এলাহীনগর, গোবিন্দপুর, নয়াগাঁও, গজারিয়ারপাড়সহ ১০ গ্রামের কৃষকদের কয়েক শত বিঘা ইরি, বোরো ধানের ফসলী জমি এবং কয়েকটি স্থানের তিন ফসলী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বালু দস্যুরা।

বন্দর উপজেলার আওয়ামী লীগ সমর্থক প্রভাবশালী চান মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক মোল্লা, যুবলীগ সদস্য মনির হোসেনসহ ৩০ জন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বালু দস্যুরা এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে। দিনে ও রাতের বেলা ড্রেজারের সাহায্যে এসব জমির মাটি কাটা হচ্ছে।

শুক্রবার কৃষকরা জমির মাটি কাটতে বাধা দেওয়ায় বালু সন্ত্রাসীরা ১০ জন গ্রামবাসীকে পিটিয়ে আহত করে উল্টো মামলা করার জন্য গ্রামবাসীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগপত্র থানায় জমা দেয়।

এদিকে ১০ গ্রামের শত শত কৃষক তাদের জমি রক্ষার জন্য আন্দোলনের ঘোষণা দেওয়ায় শম্ভুপুরা মোগরাপাড়া সড়কের নবীনগর এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে মাটি কাটার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মী ও সন্ত্রাসীরা। ফলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ দুদিন ধরে গ্রামে অবরুদ্ধ রয়েছেন। গ্রামবাসীদের অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভুইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক।

এসময় গ্রামবাসী প্রশাসনের দুই কর্মকর্তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসী এ দুই কর্মকর্তার কাছে আকুল আবেদন জানান, স্যার বালু সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাচাঁন। সারা বছরের আয় রোজগারের একমাত্র সম্বল ফসলী জমি না থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

কৃষকরা আরো জানান, গত দুই মাসে ১০টি গ্রামের ৪৩ জন কৃষকদের ১০০ বিঘা জমির মাটি কেটে নিয়ে গেছে বালু সন্ত্রাসীরা। এসময় ইউএনও ওসি কৃষকদের উদ্দ্যেশ্যে বলেন, বালু সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আর মাটি কাটতে দেওয়া হবে না। ইউএনও ওসি ঘটনাস্থলে যাওয়ার আগে গ্রামবাসীরা নদীর তীরে মাটি কাটার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা ও বালু সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মিছিল ও মানববন্ধন করে।

এদিকে গ্রামবাসীরা বালু কাটা বন্ধের দাবিতে আন্দোলন করায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লার ভাতিজা টিটু মোল্লা নবীনগর এলাকায় সড়ক অবরোধ করে ১০ গ্রামে চলাচলরত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে দুই দিন ধরে গ্রামগুলোর মানুষ এ সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। তারা গ্রামের ভেতরে অবরুদ্ধ হয়ে রয়েছে।

দড়িগাঁও গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম, রওশন আরা, দেলোয়রা বেগম ও মাহমুদা আক্তার জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধের জন্য আন্দোলন করার কারণে সড়ক পথে আমাদের চলাচলের একমাত্র সড়ক বন্ধ করে দিয়ে গ্রামবাসীদের মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লা ও চান মিয়া জানান, নদীতে আমরা বালু মহালের ইজারা এনে মাটি কাটছি। আমরা কৃষকদের ওপর হামলা ও তাদের জমির মাটি কেটে নেওয়ার সঙ্গে জড়িত নই। গ্রামবাসীদের চলাচলের সড়ক বন্ধের সঙ্গে আমরা জড়িত নই।

ওসি রিজাউল হক জানান, বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বালু তোলার সঙ্গে জড়িতরা গ্রামবাসীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে অভিযোগপত্র জমা দিলেও তদন্তে সত্যতা পাওয়া যায়নি। তাই গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করা হয়নি।

ইউএনও আবু নাসের ভুইয়া জানান, নদীতে বালু মহালের ইজারা এনে একটি চক্র কৃষকদের ফসলী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

সোনারগাঁয়ে ১০ গ্রামের মানুষ ২ দিন ধরে অবরুদ্ধ

আপডেট টাইম : ০৩:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমsonargaon photo-1_51345, সোনারগাঁ : মেঘনা নদী ও ব্রক্ষ্মপুত্র নদের তীরের বিস্তীর্ণ এলাকার কৃষকদের ফসলী জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় ১০টি গ্রামের মানুষকে দুদিন ধরে অবরুদ্ধ করে রেখেছে বালু দস্যুরা।

আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বালু দস্যুরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সড়কের ওপর হামলা চালিয়ে তাদের চলাচলের সড়ক বন্ধ করে দিয়েছে বলে কয়েক হাজার মানুষ অভিযোগ করেছে। এ ঘটনায় গ্রামবাসী শনিবার ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন।

উপজেলার শন্তুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের কৃষক নুর হোসেন জানান, গত কয়েক মাস ধরে ব্রক্ষ্মপুত্র নদ ও মেঘনা নদীর তীরবর্তী শম্ভুপুরা, দড়িগাঁও ফতেপুর, ফরদী, এলাহীনগর, গোবিন্দপুর, নয়াগাঁও, গজারিয়ারপাড়সহ ১০ গ্রামের কৃষকদের কয়েক শত বিঘা ইরি, বোরো ধানের ফসলী জমি এবং কয়েকটি স্থানের তিন ফসলী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বালু দস্যুরা।

বন্দর উপজেলার আওয়ামী লীগ সমর্থক প্রভাবশালী চান মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক মোল্লা, যুবলীগ সদস্য মনির হোসেনসহ ৩০ জন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বালু দস্যুরা এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে। দিনে ও রাতের বেলা ড্রেজারের সাহায্যে এসব জমির মাটি কাটা হচ্ছে।

শুক্রবার কৃষকরা জমির মাটি কাটতে বাধা দেওয়ায় বালু সন্ত্রাসীরা ১০ জন গ্রামবাসীকে পিটিয়ে আহত করে উল্টো মামলা করার জন্য গ্রামবাসীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগপত্র থানায় জমা দেয়।

এদিকে ১০ গ্রামের শত শত কৃষক তাদের জমি রক্ষার জন্য আন্দোলনের ঘোষণা দেওয়ায় শম্ভুপুরা মোগরাপাড়া সড়কের নবীনগর এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে মাটি কাটার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মী ও সন্ত্রাসীরা। ফলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ দুদিন ধরে গ্রামে অবরুদ্ধ রয়েছেন। গ্রামবাসীদের অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভুইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক।

এসময় গ্রামবাসী প্রশাসনের দুই কর্মকর্তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসী এ দুই কর্মকর্তার কাছে আকুল আবেদন জানান, স্যার বালু সন্ত্রাসীদের হাত থেকে আমাদের বাচাঁন। সারা বছরের আয় রোজগারের একমাত্র সম্বল ফসলী জমি না থাকলে আমাদের না খেয়ে মরতে হবে।

কৃষকরা আরো জানান, গত দুই মাসে ১০টি গ্রামের ৪৩ জন কৃষকদের ১০০ বিঘা জমির মাটি কেটে নিয়ে গেছে বালু সন্ত্রাসীরা। এসময় ইউএনও ওসি কৃষকদের উদ্দ্যেশ্যে বলেন, বালু সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আর মাটি কাটতে দেওয়া হবে না। ইউএনও ওসি ঘটনাস্থলে যাওয়ার আগে গ্রামবাসীরা নদীর তীরে মাটি কাটার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা ও বালু সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মিছিল ও মানববন্ধন করে।

এদিকে গ্রামবাসীরা বালু কাটা বন্ধের দাবিতে আন্দোলন করায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লার ভাতিজা টিটু মোল্লা নবীনগর এলাকায় সড়ক অবরোধ করে ১০ গ্রামে চলাচলরত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে দুই দিন ধরে গ্রামগুলোর মানুষ এ সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। তারা গ্রামের ভেতরে অবরুদ্ধ হয়ে রয়েছে।

দড়িগাঁও গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম, রওশন আরা, দেলোয়রা বেগম ও মাহমুদা আক্তার জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধের জন্য আন্দোলন করার কারণে সড়ক পথে আমাদের চলাচলের একমাত্র সড়ক বন্ধ করে দিয়ে গ্রামবাসীদের মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লা ও চান মিয়া জানান, নদীতে আমরা বালু মহালের ইজারা এনে মাটি কাটছি। আমরা কৃষকদের ওপর হামলা ও তাদের জমির মাটি কেটে নেওয়ার সঙ্গে জড়িত নই। গ্রামবাসীদের চলাচলের সড়ক বন্ধের সঙ্গে আমরা জড়িত নই।

ওসি রিজাউল হক জানান, বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বালু তোলার সঙ্গে জড়িতরা গ্রামবাসীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে অভিযোগপত্র জমা দিলেও তদন্তে সত্যতা পাওয়া যায়নি। তাই গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করা হয়নি।

ইউএনও আবু নাসের ভুইয়া জানান, নদীতে বালু মহালের ইজারা এনে একটি চক্র কৃষকদের ফসলী জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।