অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

টানা বর্ষণে দুর্ভোগে নগরবাসী

ডেস্ক: দেশে প্রচণ্ড খরতাপের পর শুক্রবার ভোর থেকেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে রাজধানীবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার এই ভোগান্তি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরেও ছড়িয়ে পড়েছে। এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ‘নাডা’ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কারণে আগের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।

টানা বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে নদ-নদী উপচে বন্যার পানি ছড়িয়ে পড়ছে নিম্নাঞ্চলে। অপরদিকে নগরীর পানি নিষ্কাশনে অব্যবস্থাপনা, অসময়ে ড্রেনসহ অবকাঠামো নির্মাণ আর পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় বৃষ্টির পানিতে পুরো নগরীটা যেন ডাস্টবিনে পরিণত হয়েছে কিছু কিছু এলাকা । তাই শুধু যাতাযাতে নয়, দুর্গন্ধে মানুষের বাসাবাড়িতে থাকাও যেন দায় হয়ে পড়েছে।

সাপ্তাহিক ছুটির দিন শেষে আজ শনিবার রাজধানীর বাসস্ট্যান্ডসহ আশপাশের রাস্তায় বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন স্তরের মানুষের ভিড় দেখা গেছে। অনেকেই বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। বিশেষ করে রাজধানীর অফিস-আদালতগামী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের কষ্টের কোনো সীমা নেই। সকালে যানবাহন সঙ্কটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে যেতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কাকভেজা অবস্থায় কোনোমতে তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। আবার অফিস-আদালতগামীরা কাকভেজা অবস্থায় সারাদিন অফিসে কাজ চালিয়ে নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর, মালিবাগ, মুগদা-বাসাবো, মৌচাক, মালিবাগ, সার্কিট হাউস রোড, নয়াপল্টন, পুরানা পল্টন, গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, বংশালসহ পুরান ঢাকার অনেক এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। এছাড়া পুরনো ঢাকার কে এম দাস লেন, অভয় দাস লেনসহ অনেক এলাকায় জলাবদ্ধতা হয়েছে। জলবাদ্ধতার কারণে হিমশিম খাচ্ছেন পরিবহন শ্রমিকরা। এছাড়া বিভিন্ন জায়গায় পানির কারণে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। মাঝারি বৃষ্টিতে ঢাকার নিচু এলাকার পথঘাট পানিতে তলিয়ে গেছে। রাজধানীর বেশিরভাগ সড়কে বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে কাজে বের হওয়া মানুষদের। মানুষের বিড়ম্বনাকে পুঁজি করে রিকশা, সিএনজি অটোরিকশাগুলো দ্বিগুণ ভাড়া হাঁকাচ্ছে। ফলে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অনেকেই দ্বিগুণ ভাড়া দিয়েই যেতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসী বলছেন, জলাবদ্ধতায় শান্তিনগরে নেমে এসেছে অশান্তি। রাস্তা পারাপার হতে হচ্ছে রিকশা দিয়ে।

মুগদা-বাসাবো এলাকার বাসিন্দা জীবন জানান, মুগদার অলিগলিতে এত পানি জমেছে যে, ঘর থেকে বেরোনোই মুশকিল। আবার এই পানির সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা-আবর্জনা। এ এলাকার মানুষের দুর্ভোগ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জলাবদ্ধতার এই চিত্র শুধু ঢাকা বা এর আশপাশেই সীমাবদ্ধ নেই।

বনানী এলাকার বাসিন্দা মাহবুব বলেন, ‘সকাল সাড়ে আটটায় বাসের জন্য ঘণ্টা খানেক অপেক্ষা করে অটোরিকশায় উঠি। রাস্তায় এত ময়লা পানি যে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে কারওয়ান বাজারের অফিসে এসেছি দুই ঘণ্টা পর।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জসিম আহম্মেদ বলেন, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করছে। এর কারণে ৪ নম্বর সর্তকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

টানা বর্ষণে দুর্ভোগে নগরবাসী

আপডেট টাইম : ০২:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬

ডেস্ক: দেশে প্রচণ্ড খরতাপের পর শুক্রবার ভোর থেকেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে রাজধানীবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার এই ভোগান্তি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরেও ছড়িয়ে পড়েছে। এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ‘নাডা’ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কারণে আগের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।

টানা বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে নদ-নদী উপচে বন্যার পানি ছড়িয়ে পড়ছে নিম্নাঞ্চলে। অপরদিকে নগরীর পানি নিষ্কাশনে অব্যবস্থাপনা, অসময়ে ড্রেনসহ অবকাঠামো নির্মাণ আর পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় বৃষ্টির পানিতে পুরো নগরীটা যেন ডাস্টবিনে পরিণত হয়েছে কিছু কিছু এলাকা । তাই শুধু যাতাযাতে নয়, দুর্গন্ধে মানুষের বাসাবাড়িতে থাকাও যেন দায় হয়ে পড়েছে।

সাপ্তাহিক ছুটির দিন শেষে আজ শনিবার রাজধানীর বাসস্ট্যান্ডসহ আশপাশের রাস্তায় বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন স্তরের মানুষের ভিড় দেখা গেছে। অনেকেই বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। বিশেষ করে রাজধানীর অফিস-আদালতগামী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের কষ্টের কোনো সীমা নেই। সকালে যানবাহন সঙ্কটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে যেতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কাকভেজা অবস্থায় কোনোমতে তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। আবার অফিস-আদালতগামীরা কাকভেজা অবস্থায় সারাদিন অফিসে কাজ চালিয়ে নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর, মালিবাগ, মুগদা-বাসাবো, মৌচাক, মালিবাগ, সার্কিট হাউস রোড, নয়াপল্টন, পুরানা পল্টন, গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, বংশালসহ পুরান ঢাকার অনেক এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। এছাড়া পুরনো ঢাকার কে এম দাস লেন, অভয় দাস লেনসহ অনেক এলাকায় জলাবদ্ধতা হয়েছে। জলবাদ্ধতার কারণে হিমশিম খাচ্ছেন পরিবহন শ্রমিকরা। এছাড়া বিভিন্ন জায়গায় পানির কারণে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। মাঝারি বৃষ্টিতে ঢাকার নিচু এলাকার পথঘাট পানিতে তলিয়ে গেছে। রাজধানীর বেশিরভাগ সড়কে বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে কাজে বের হওয়া মানুষদের। মানুষের বিড়ম্বনাকে পুঁজি করে রিকশা, সিএনজি অটোরিকশাগুলো দ্বিগুণ ভাড়া হাঁকাচ্ছে। ফলে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অনেকেই দ্বিগুণ ভাড়া দিয়েই যেতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসী বলছেন, জলাবদ্ধতায় শান্তিনগরে নেমে এসেছে অশান্তি। রাস্তা পারাপার হতে হচ্ছে রিকশা দিয়ে।

মুগদা-বাসাবো এলাকার বাসিন্দা জীবন জানান, মুগদার অলিগলিতে এত পানি জমেছে যে, ঘর থেকে বেরোনোই মুশকিল। আবার এই পানির সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা-আবর্জনা। এ এলাকার মানুষের দুর্ভোগ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জলাবদ্ধতার এই চিত্র শুধু ঢাকা বা এর আশপাশেই সীমাবদ্ধ নেই।

বনানী এলাকার বাসিন্দা মাহবুব বলেন, ‘সকাল সাড়ে আটটায় বাসের জন্য ঘণ্টা খানেক অপেক্ষা করে অটোরিকশায় উঠি। রাস্তায় এত ময়লা পানি যে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে কারওয়ান বাজারের অফিসে এসেছি দুই ঘণ্টা পর।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জসিম আহম্মেদ বলেন, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করছে। এর কারণে ৪ নম্বর সর্তকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।