অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

প্রধান বিচারপতিহীন ২ মাস হতে চললো

ডেস্ক: প্রায় দুই মাস হতে চললো দেশের প্রধান বিচারপতির অফিসটি শূন্য। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। এর আগে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য পদটি খালি ছিল। তা-ও অস্বাভাবিক পরিস্থিতিতে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রথমবার যখন সামরিক শাসন জারি করা হয়, সেই সময়ে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে আসেন তৎকালীন প্রধান বিচারপতি এএসএম সায়েম।

১৯৭৫ সালের ৫ নভেম্বর প্রধান বিচারপতি দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। তখন ১৩ দিনের জন্য খালি ছিল প্রধান বিচারপতির পদটি। পরে ১৮ নভেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন সৈয়দ এবি মাহমুদ হোসেন।

দ্বিতীয়বার ১৩ দিনের জন্য প্রধান বিচারপতির পদটি খালি হয় এরশাদের শাসনামলে ১৯৯০ সালে। সারা দেশে তখন স্বৈরাচারবিরোধী আন্দোলন তুঙ্গে। ১ জানুয়ারি অবসরে যান প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ১৪ জানুয়ারি এই পদে নিয়োগ দেয়া হয় শাহাবুদ্দিন আহমেদকে।

সর্বোচ্চ আদালতের তথ্যমতে, এর বাইরে ১৯৭২ সাল থেকে প্রধান বিচারপতির পদটি বড়জোর একদিনের জন্য খালি ছিল।

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে গত বছরের ১০ নভেম্বর বিদেশে থাকা অবস্থায় পদত্যাগ করেন সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলসহ বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেন তিনি।

গত বছরের ৩ অক্টোবর ‘স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে ছুটিতে যান সুরেন্দ্র কুমার। ১৩ অক্টোবর দেশ ছাড়েন। ৩ অক্টোবরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি।

সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়াও বিচার বিভাগের রীতি।

এ বিষয়ে গত বছরের ২৯ ডিসেম্বর আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বলেন, ‘আমি জানি না, রাষ্ট্রপতি কখন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।’

দেশের আইন বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, রাষ্ট্রের তিন বিভাগের একটিতে নেতৃত্ব দেন প্রধান বিচারপতি। দীর্ঘদিন এই পদটি খালি থাকা উচিত নয়।

সম্প্রতি প্রখ্যাত আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, ‘এর ফলাফল দাঁড়িয়েছে, আমরা এখন প্রধান বিচারপতিবিহীন একটি দেশ। এটা স্পষ্টতই দেশের প্রধান প্রতিষ্ঠান, গণতান্ত্রিক রীতি ও আইনের শাসনের প্রতি আমাদের অশ্রদ্ধা ও অসম্মানকে নির্দেশ করে।’

তিনি আরো বলেন, ‘যে কেউ আশ্চর্য হবে, কেন এই পদটি খালি রাখা হয়েছে। এটা কি বিচার বিভাগের ওপর কর্তৃত্ব ধরে রাখার আরেকটি উপায়?’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম বলেন, যদিও আবদুল ওয়াহহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন, তবে পদটি শূন্য থাকা উচিত না।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

প্রধান বিচারপতিহীন ২ মাস হতে চললো

আপডেট টাইম : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮

ডেস্ক: প্রায় দুই মাস হতে চললো দেশের প্রধান বিচারপতির অফিসটি শূন্য। বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। এর আগে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য পদটি খালি ছিল। তা-ও অস্বাভাবিক পরিস্থিতিতে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রথমবার যখন সামরিক শাসন জারি করা হয়, সেই সময়ে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে আসেন তৎকালীন প্রধান বিচারপতি এএসএম সায়েম।

১৯৭৫ সালের ৫ নভেম্বর প্রধান বিচারপতি দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। তখন ১৩ দিনের জন্য খালি ছিল প্রধান বিচারপতির পদটি। পরে ১৮ নভেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন সৈয়দ এবি মাহমুদ হোসেন।

দ্বিতীয়বার ১৩ দিনের জন্য প্রধান বিচারপতির পদটি খালি হয় এরশাদের শাসনামলে ১৯৯০ সালে। সারা দেশে তখন স্বৈরাচারবিরোধী আন্দোলন তুঙ্গে। ১ জানুয়ারি অবসরে যান প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। ১৪ জানুয়ারি এই পদে নিয়োগ দেয়া হয় শাহাবুদ্দিন আহমেদকে।

সর্বোচ্চ আদালতের তথ্যমতে, এর বাইরে ১৯৭২ সাল থেকে প্রধান বিচারপতির পদটি বড়জোর একদিনের জন্য খালি ছিল।

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে গত বছরের ১০ নভেম্বর বিদেশে থাকা অবস্থায় পদত্যাগ করেন সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলসহ বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেন তিনি।

গত বছরের ৩ অক্টোবর ‘স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে ছুটিতে যান সুরেন্দ্র কুমার। ১৩ অক্টোবর দেশ ছাড়েন। ৩ অক্টোবরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি।

সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়াও বিচার বিভাগের রীতি।

এ বিষয়ে গত বছরের ২৯ ডিসেম্বর আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বলেন, ‘আমি জানি না, রাষ্ট্রপতি কখন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।’

দেশের আইন বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, রাষ্ট্রের তিন বিভাগের একটিতে নেতৃত্ব দেন প্রধান বিচারপতি। দীর্ঘদিন এই পদটি খালি থাকা উচিত নয়।

সম্প্রতি প্রখ্যাত আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, ‘এর ফলাফল দাঁড়িয়েছে, আমরা এখন প্রধান বিচারপতিবিহীন একটি দেশ। এটা স্পষ্টতই দেশের প্রধান প্রতিষ্ঠান, গণতান্ত্রিক রীতি ও আইনের শাসনের প্রতি আমাদের অশ্রদ্ধা ও অসম্মানকে নির্দেশ করে।’

তিনি আরো বলেন, ‘যে কেউ আশ্চর্য হবে, কেন এই পদটি খালি রাখা হয়েছে। এটা কি বিচার বিভাগের ওপর কর্তৃত্ব ধরে রাখার আরেকটি উপায়?’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম বলেন, যদিও আবদুল ওয়াহহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন, তবে পদটি শূন্য থাকা উচিত না।