পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

কোটা সংস্কারে আগের অবস্থানেই থাকবেন প্রধানমন্ত্রী

ডেস্ক : কোটা বাতিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অনড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের কোটা ছাড়া অন্য বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আগের অবস্থানে রয়েছেন। এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। এতদিন ধরে চলে আসা পদ্ধতিটি কীভাবে বাদ দেওয়া যায়, সেটি নিয়ে কাজ চলছে। তারা প্রতিবেদন দিলেই সিদ্ধান্ত হবে। তবে আন্দোলনের নামে বিশেষ মহলের ইন্ধনে সরকারবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে সরকার।

সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা নিয়ে নতুন করে আন্দোলনের চেষ্টাকে সরকার সতর্ক দৃষ্টিতে দেখছে। সরকারের একাধিক মহল মনে করে পরিকল্পিতভাবে বিশেষ মহল ক্ষমতাসীনদের বিব্রত করতেই এ ধরনের তৎপরতা শুরু করেছে। সে কারণে আইন প্রয়োগকারী সংস্থা আন্দোলনকারীদের প্রতি দৃষ্টি রাখছে।

সূত্রমতে, আটককৃতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর মধ্যে ঝিনাইদহ বাড়ি একজনের পারিবারিক অবস্থান জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যদের কেউ কেউ ছাত্রলীগের ব্যানারে থাকলেও তাদের পারিবারিক ও অতীত নিয়েও তদন্ত চলছে। নেতিবাচক দিকগুলো ধরেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

সরকারের একজন দায়িত্বশীল নেতা জানান, ইতিবাচক যে কোনো আন্দোলনে সরকার কখনই বাধা তৈরি করে না। কিন্তু সামনে ভোট রয়েছে। এই ভোটকে সামনে রেখে ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না।

জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বর্তমানে ৫৬ শতাংশ নিয়োগ হয় অগ্রাধিকার কোটায়। বাকি ৪৪ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। বিদ্যমান কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ১১ এপ্রিল কোটা থাকবে না বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২ মে এবং সব শেষ ২৭ জুন সংসদে একই কথা বলেন তিনি। জানান, এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। এতদিন ধরে চলে আসা পদ্ধতিটি কীভাবে বাদ দেওয়া যায়, সেটি নিয়ে কাজ চলছে। তারা প্রতিবেদন দিলেই সিদ্ধান্ত হবে।

সরকারের একাধিক মন্ত্রী জানান, কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, তিনি সেই আগের অবস্থানেই অনড় রয়েছেন। কোটা পদ্ধতি বাতিল করা হচ্ছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের কোটা রাখার পক্ষে প্রধানমন্ত্রী।

তারা আরও জানান, সরকার ইতিবাচক যে কোনো আন্দোলনে স্বাগত জানাবে। কিন্তু দাবি আদায়ের নামে বিশেষ মহলের ইন্ধনে সামনের ভোট বানচালের কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনের সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এদের কারও কারও বিরুদ্ধে শিবির এবং পারিবারিকভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবার কেউ কেউ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে থাকলেও পারিবারিক রাজনীতি ভিন্ন ধারার। সে কারণে কোটাবিরোধী আন্দোলন নাকি একাদশ সংসদ নির্বাচনের নতুন কোনো ষড়যন্ত্র তারও খোঁজখবর রাখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

কোটা সংস্কারে আগের অবস্থানেই থাকবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮

ডেস্ক : কোটা বাতিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অনড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের কোটা ছাড়া অন্য বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আগের অবস্থানে রয়েছেন। এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। এতদিন ধরে চলে আসা পদ্ধতিটি কীভাবে বাদ দেওয়া যায়, সেটি নিয়ে কাজ চলছে। তারা প্রতিবেদন দিলেই সিদ্ধান্ত হবে। তবে আন্দোলনের নামে বিশেষ মহলের ইন্ধনে সরকারবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে সরকার।

সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোটা নিয়ে নতুন করে আন্দোলনের চেষ্টাকে সরকার সতর্ক দৃষ্টিতে দেখছে। সরকারের একাধিক মহল মনে করে পরিকল্পিতভাবে বিশেষ মহল ক্ষমতাসীনদের বিব্রত করতেই এ ধরনের তৎপরতা শুরু করেছে। সে কারণে আইন প্রয়োগকারী সংস্থা আন্দোলনকারীদের প্রতি দৃষ্টি রাখছে।

সূত্রমতে, আটককৃতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এর মধ্যে ঝিনাইদহ বাড়ি একজনের পারিবারিক অবস্থান জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্যদের কেউ কেউ ছাত্রলীগের ব্যানারে থাকলেও তাদের পারিবারিক ও অতীত নিয়েও তদন্ত চলছে। নেতিবাচক দিকগুলো ধরেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

সরকারের একজন দায়িত্বশীল নেতা জানান, ইতিবাচক যে কোনো আন্দোলনে সরকার কখনই বাধা তৈরি করে না। কিন্তু সামনে ভোট রয়েছে। এই ভোটকে সামনে রেখে ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না।

জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বর্তমানে ৫৬ শতাংশ নিয়োগ হয় অগ্রাধিকার কোটায়। বাকি ৪৪ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়। বিদ্যমান কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ১১ এপ্রিল কোটা থাকবে না বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২ মে এবং সব শেষ ২৭ জুন সংসদে একই কথা বলেন তিনি। জানান, এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। এতদিন ধরে চলে আসা পদ্ধতিটি কীভাবে বাদ দেওয়া যায়, সেটি নিয়ে কাজ চলছে। তারা প্রতিবেদন দিলেই সিদ্ধান্ত হবে।

সরকারের একাধিক মন্ত্রী জানান, কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, তিনি সেই আগের অবস্থানেই অনড় রয়েছেন। কোটা পদ্ধতি বাতিল করা হচ্ছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের কোটা রাখার পক্ষে প্রধানমন্ত্রী।

তারা আরও জানান, সরকার ইতিবাচক যে কোনো আন্দোলনে স্বাগত জানাবে। কিন্তু দাবি আদায়ের নামে বিশেষ মহলের ইন্ধনে সামনের ভোট বানচালের কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনের সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এদের কারও কারও বিরুদ্ধে শিবির এবং পারিবারিকভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবার কেউ কেউ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে থাকলেও পারিবারিক রাজনীতি ভিন্ন ধারার। সে কারণে কোটাবিরোধী আন্দোলন নাকি একাদশ সংসদ নির্বাচনের নতুন কোনো ষড়যন্ত্র তারও খোঁজখবর রাখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন