অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

বিএনপি’র সঙ্গেই আ.লীগকে আলোচনায় বসতে হবে’

বাংলার খবর২৪.কম images_52966: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারকে উদ্দেশে করে বলেছেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আর আমাদের সঙ্গেই আলোচনায় বসতে হবে আওয়ামী লীগকে।

তিনি বলেন, চোর চোট্টা দিয়ে লংড্রাইভে যান, আঁতাত করে নির্বাচনে যান। ওদের নিয়ে নির্বাচনে গেলে কাজ হবে না। আওয়ামী লীগ ম্যান্ডেটবিহীন অন্যায়ভাবে ক্ষমতায় রয়েছে। তা থাকতে পারে না। বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপি।

শনিবার বিকেলে জামালপুর জেলার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় খালেদা জিয়া এরশাদের ৮৬ সালের নির্বাচনের প্রসঙ্গও তুলে ধরেন, ওই সময়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেখ হাসিনা বলেছিলেন, এরশাদের অধীনে তিনি নির্বাচনে যাবেন না, যারা যাবেন তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু তিনিই ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন।

‘খুন-গুম হামলা-মামলা, সংবাদপত্রেরর স্বাধীনতা, বিচার বিভাগের হস্তক্ষেপের প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই জনসভার আয়োজন করে জামালপুর জেলার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বিএনপি ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির প্রধান খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, তাই ভয় পেয়ে বিএনপিকে ভাঙার মাধ্যমে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়। এ সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে খালেদা জিয়া বলেন, আপনারা সতর্ক হোন। আমরাও সরকার চালিয়েছি। কিন্তু আমরা আপনাদের ব্যবহার করিনি। আপনাদের সমস্ত কাজকারবার বন্ধ করুন। তা না হলে আপনাদেরকেও আইনের আওতায় আনা হবে, জবাব দিতে হবে। কেউই রক্ষা পাবেন না।

নির্বাচনে না গিয়ে বিএনপি কোনো ভুল করেনি দাবি করে খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় বসে সরকার যা করছেন, তা সবই অবৈধ। এসব অবৈধ কর্মকা-ের জন্য সরকারকে কাফ্ফারা দিতে হবে।

তিনি বলেন, যেহেতু জনগণের ভোটে এই সরকার নির্বাচিত নয়, সেহেতু বর্তমান সরকার ও সংসদ দুটিই অবৈধ। এই সংসদে যত আইন পাশ হবে, তাও হবে অবৈধ।

বিএনপি জোট ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছে না, তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন। বিএনপি জোটের সঙ্গে থাকতে আহ্বান জানান খালেদা জিয়া।

তিনি বলেন, আগামী দিনে দেশ বাঁচাতে আন্দোলন করতেই হবে। আন্দোলন করব। হাসিনা সরকারকে বিদায় করে ছাড়বো।

র‌্যাবের জিয়ার বরখাস্তের দাবি জানান খালেদা জিয়া। তিনি বলেন, অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে র‌্যাবের জিয়াকে গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব ঘটনা বেরিয়ে যাবে। বিগত গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ৩১০ জনকে খুন এবং ৫৬ জনকে গুম করা হয়েছে। নারায়ণগঞ্জে ১১জনকে সরকারের নির্দেশেই র‌্যাব হত্যা করেছে।

তিনি বলেন, টাকা বিনিময়ে র‌্যাব মানুষ হত্যা করছে। কাজেই টাকা দিয়ে প্রিয়জনকে ফিরে পাবেন তা নিশ্চিত নয়। এখন কারো জীবনই নিরাপদ নয়।

পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রিয়জনকে কেউ তুলে নিয়ে হত্যা করে তাহলে কেমন লাগবে। এদের মানুষ হয়ে কি করে নিজের দেশের মানুষের ওপর গুলি চালান। অন্যায় আদেশ মানার দায়িত্ব আপনাদের নয়, সংবিধান এ দায়িত্ব আপনাদের দেয়নি।

প্রধানমন্ত্রী সব কিছু নিজের পকেটে নিতে চাচ্ছেন অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, বিচার ব্যবস্থা স্বাধীন হলেও বিচারকরা স্বাধীন নয়। সরকারের আদেশ অনুসারে তারা রায় দিলেও আওয়ামী লীগ পুরোপুরি সন্তুষ্ট হতে না পেরে অভিশংসনের মাধ্যমে বিচারকদের হাত পা বেঁধে পকেটে নিচ্ছেন। ইচ্ছা করলেই তারা রায় দিতে পারবেন না। তারা এখন চাকরিবদ্ধ। তারা এখন হাসিনার চাকরি করেন, করেছেন। এই আইন মানি না, মানি না, মানব না।

দুদক, বিচার ব্যবস্থা, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে বন্দি বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

ক্ষমতায় গেলে জঙ্গিবাদ নির্মূল করবেন বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, আওয়ামী লীগ বলে বিএনপির সঙ্গে জঙ্গীদের সম্পর্ক রয়েছে ; জবাবে বলেন আরে বাবা আমাদের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। জঙ্গীদের সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ ও তার জোটের সঙ্গে। ইসলাম শান্তির ধর্ম, এর সঙ্গে জঙ্গির তুলনা চলে না। অতীতের মতো আগামীতে জঙ্গীবাদ নির্মূলে কাজ করবো।

আওয়ামী লীগ জঙ্গী রাজাকারদেও প্রশ্রয় দাতা বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থাকবে না। ফলজ দলীল দিয়ে আপনাদের সম্পত্তি নিজেদের করে নিবে। নিয়ন্ত্রিত আদালতে গেলের কাজ হবে না। এদের বিরুদ্ধে যেই কথা বলবে সেই তাদের দৃষ্টিতে রাজাকার হবেন। জিয়াউর রহমান, একে খন্দকার সত্যি বলায় তাদের রাজাকার, পাকিস্তানের চর বলা হচ্ছে। অথচ জিয়া স্বাধীনতা ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না-এটা আমার কথা নয়। এটা হচ্ছে তাজউদ্দিনের কন্যার বইয়ে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাউয়ুম, কেন্দ্রীয় নেতা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

বিএনপি’র সঙ্গেই আ.লীগকে আলোচনায় বসতে হবে’

আপডেট টাইম : ০২:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম images_52966: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারকে উদ্দেশে করে বলেছেন, বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আর আমাদের সঙ্গেই আলোচনায় বসতে হবে আওয়ামী লীগকে।

তিনি বলেন, চোর চোট্টা দিয়ে লংড্রাইভে যান, আঁতাত করে নির্বাচনে যান। ওদের নিয়ে নির্বাচনে গেলে কাজ হবে না। আওয়ামী লীগ ম্যান্ডেটবিহীন অন্যায়ভাবে ক্ষমতায় রয়েছে। তা থাকতে পারে না। বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপি।

শনিবার বিকেলে জামালপুর জেলার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় খালেদা জিয়া এরশাদের ৮৬ সালের নির্বাচনের প্রসঙ্গও তুলে ধরেন, ওই সময়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে শেখ হাসিনা বলেছিলেন, এরশাদের অধীনে তিনি নির্বাচনে যাবেন না, যারা যাবেন তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু তিনিই ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন।

‘খুন-গুম হামলা-মামলা, সংবাদপত্রেরর স্বাধীনতা, বিচার বিভাগের হস্তক্ষেপের প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই জনসভার আয়োজন করে জামালপুর জেলার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বিএনপি ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির প্রধান খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, তাই ভয় পেয়ে বিএনপিকে ভাঙার মাধ্যমে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়। এ সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে খালেদা জিয়া বলেন, আপনারা সতর্ক হোন। আমরাও সরকার চালিয়েছি। কিন্তু আমরা আপনাদের ব্যবহার করিনি। আপনাদের সমস্ত কাজকারবার বন্ধ করুন। তা না হলে আপনাদেরকেও আইনের আওতায় আনা হবে, জবাব দিতে হবে। কেউই রক্ষা পাবেন না।

নির্বাচনে না গিয়ে বিএনপি কোনো ভুল করেনি দাবি করে খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় বসে সরকার যা করছেন, তা সবই অবৈধ। এসব অবৈধ কর্মকা-ের জন্য সরকারকে কাফ্ফারা দিতে হবে।

তিনি বলেন, যেহেতু জনগণের ভোটে এই সরকার নির্বাচিত নয়, সেহেতু বর্তমান সরকার ও সংসদ দুটিই অবৈধ। এই সংসদে যত আইন পাশ হবে, তাও হবে অবৈধ।

বিএনপি জোট ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছে না, তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন। বিএনপি জোটের সঙ্গে থাকতে আহ্বান জানান খালেদা জিয়া।

তিনি বলেন, আগামী দিনে দেশ বাঁচাতে আন্দোলন করতেই হবে। আন্দোলন করব। হাসিনা সরকারকে বিদায় করে ছাড়বো।

র‌্যাবের জিয়ার বরখাস্তের দাবি জানান খালেদা জিয়া। তিনি বলেন, অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে র‌্যাবের জিয়াকে গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব ঘটনা বেরিয়ে যাবে। বিগত গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ৩১০ জনকে খুন এবং ৫৬ জনকে গুম করা হয়েছে। নারায়ণগঞ্জে ১১জনকে সরকারের নির্দেশেই র‌্যাব হত্যা করেছে।

তিনি বলেন, টাকা বিনিময়ে র‌্যাব মানুষ হত্যা করছে। কাজেই টাকা দিয়ে প্রিয়জনকে ফিরে পাবেন তা নিশ্চিত নয়। এখন কারো জীবনই নিরাপদ নয়।

পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রিয়জনকে কেউ তুলে নিয়ে হত্যা করে তাহলে কেমন লাগবে। এদের মানুষ হয়ে কি করে নিজের দেশের মানুষের ওপর গুলি চালান। অন্যায় আদেশ মানার দায়িত্ব আপনাদের নয়, সংবিধান এ দায়িত্ব আপনাদের দেয়নি।

প্রধানমন্ত্রী সব কিছু নিজের পকেটে নিতে চাচ্ছেন অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, বিচার ব্যবস্থা স্বাধীন হলেও বিচারকরা স্বাধীন নয়। সরকারের আদেশ অনুসারে তারা রায় দিলেও আওয়ামী লীগ পুরোপুরি সন্তুষ্ট হতে না পেরে অভিশংসনের মাধ্যমে বিচারকদের হাত পা বেঁধে পকেটে নিচ্ছেন। ইচ্ছা করলেই তারা রায় দিতে পারবেন না। তারা এখন চাকরিবদ্ধ। তারা এখন হাসিনার চাকরি করেন, করেছেন। এই আইন মানি না, মানি না, মানব না।

দুদক, বিচার ব্যবস্থা, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁচলে বন্দি বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।

ক্ষমতায় গেলে জঙ্গিবাদ নির্মূল করবেন বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, আওয়ামী লীগ বলে বিএনপির সঙ্গে জঙ্গীদের সম্পর্ক রয়েছে ; জবাবে বলেন আরে বাবা আমাদের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। জঙ্গীদের সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ ও তার জোটের সঙ্গে। ইসলাম শান্তির ধর্ম, এর সঙ্গে জঙ্গির তুলনা চলে না। অতীতের মতো আগামীতে জঙ্গীবাদ নির্মূলে কাজ করবো।

আওয়ামী লীগ জঙ্গী রাজাকারদেও প্রশ্রয় দাতা বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থাকবে না। ফলজ দলীল দিয়ে আপনাদের সম্পত্তি নিজেদের করে নিবে। নিয়ন্ত্রিত আদালতে গেলের কাজ হবে না। এদের বিরুদ্ধে যেই কথা বলবে সেই তাদের দৃষ্টিতে রাজাকার হবেন। জিয়াউর রহমান, একে খন্দকার সত্যি বলায় তাদের রাজাকার, পাকিস্তানের চর বলা হচ্ছে। অথচ জিয়া স্বাধীনতা ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না-এটা আমার কথা নয়। এটা হচ্ছে তাজউদ্দিনের কন্যার বইয়ে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাউয়ুম, কেন্দ্রীয় নেতা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।