পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার

ভারতে একসাথে কালেমা পরে মুসলিম হলেন ১০০ পরিবার

ডেস্কঃ ভারতের হরিয়ানা রাজ্যের ১০০ দলিত পরিবার ইসলাম ধ’র্ম গ্রহণ করেছে। জমি দখল এবং ধ’র্ষণের ঘটনায় উচ্চবর্ণের প্রভাবশালীদের বি’রু’দ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার প্রতিবাদে তারা ইসলাম ধ’র্ম গ্রহণ করেছে। ক্ষ’তিগ্রস্ত পরিবার দিল্লির যন্তর-মন্তরে ২০১৪ সালের ১৬ এপ্রিল থেকে সুবিচার চেয়ে ধর্না দিচ্ছিল।

আন্দোলনরত পরিবারের সদস্যরা শুক্রবার ইসলাম ধ’র্ম গ্রহণের ই”ঙ্গিত দিয়েছিলেন। অবশেষে গত শনিবার তারা ইসলাম গ্রহণ করেন। আন্দোলনরতদের দাবি ছিল, ভা’গানা ধ’র্ষণ মা’মলায় অ’ভিযুক্তদের দ্রুত গ্রে’’ফতার করতে হবে এবং শামলাত ভূমি থেকে অ’বৈধ দখলদার মুক্ত করতে হবে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের স”ঙ্গে দেখা করে দাবিও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো ক’ঠোর পদ’ক্ষেপ নেয়ার আশ্বা’স না পেয়ে তারা ইসলাম ধ’র্ম গ্রহণ করেন। ভাগানা গ্রামের ক্ষ’তিগ্রস্তদের অ’ভিযোগ, সুবিচার পাওয়ার আশায় তারা মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের স”ঙ্গে চারবার দেখা করেছেন।

প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও অনেকবার দাবি জানানো হয়েছে। কিন্তু অ’ভিযুক্তদের বি’রু’দ্ধে হিসার (হরিয়ানা) প্রশাসন নীরব থেকেছে। প্রস”ঙ্গত, ২০১২ সালের ২১ মে হরিয়ানার ভা’গানা গ্রামে উচ্চবর্ণের লোকদের স”ঙ্গে দলিতদের বিবাদ শুরু হয়। এ সময় ৫২ টি পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
শামলাতে একটি জমি থেকে অ’বৈধ দখলদারি মুক্ত করার দাবিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। গ্রামবাসীরা দলিতদের একঘরে করে দিলে তারা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। পরে ভাগানা গ্রামের ৪ দলিত নাবালিকাকে অ’পহরণ করে গ’ণধ’র্ষণের ঘটনা প্রকাশ্যে আসে।

ভাগানা কা- সং’ঘর্ষ সমিতি বা বিকেএসএস’র প্রেসিডেন্ট বীরেন্দর বাগোরিয়া বলেছেন, উচ্চবর্ণের লোকেরা আমা’দের মানুষ বলেই মনে করতে চায় না, তাই ওই ধ’র্মে থাকার আর যৌ’’ক্তিকতা কোথায়? তিনি বলেছেন, মৌলবি আব্দুল হানিফের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধ’র্ম গ্রহণ করেছেন। তারা কলেমা পড়ে নামাজ পড়েছেন বলেও জানান বীরেন্দর বাগোরিয়া।

সূত্রঃ পরিবর্তন tv.

Tag :

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

ভারতে একসাথে কালেমা পরে মুসলিম হলেন ১০০ পরিবার

আপডেট টাইম : ১২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

ডেস্কঃ ভারতের হরিয়ানা রাজ্যের ১০০ দলিত পরিবার ইসলাম ধ’র্ম গ্রহণ করেছে। জমি দখল এবং ধ’র্ষণের ঘটনায় উচ্চবর্ণের প্রভাবশালীদের বি’রু’দ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার প্রতিবাদে তারা ইসলাম ধ’র্ম গ্রহণ করেছে। ক্ষ’তিগ্রস্ত পরিবার দিল্লির যন্তর-মন্তরে ২০১৪ সালের ১৬ এপ্রিল থেকে সুবিচার চেয়ে ধর্না দিচ্ছিল।

আন্দোলনরত পরিবারের সদস্যরা শুক্রবার ইসলাম ধ’র্ম গ্রহণের ই”ঙ্গিত দিয়েছিলেন। অবশেষে গত শনিবার তারা ইসলাম গ্রহণ করেন। আন্দোলনরতদের দাবি ছিল, ভা’গানা ধ’র্ষণ মা’মলায় অ’ভিযুক্তদের দ্রুত গ্রে’’ফতার করতে হবে এবং শামলাত ভূমি থেকে অ’বৈধ দখলদার মুক্ত করতে হবে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের স”ঙ্গে দেখা করে দাবিও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো ক’ঠোর পদ’ক্ষেপ নেয়ার আশ্বা’স না পেয়ে তারা ইসলাম ধ’র্ম গ্রহণ করেন। ভাগানা গ্রামের ক্ষ’তিগ্রস্তদের অ’ভিযোগ, সুবিচার পাওয়ার আশায় তারা মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের স”ঙ্গে চারবার দেখা করেছেন।

প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও অনেকবার দাবি জানানো হয়েছে। কিন্তু অ’ভিযুক্তদের বি’রু’দ্ধে হিসার (হরিয়ানা) প্রশাসন নীরব থেকেছে। প্রস”ঙ্গত, ২০১২ সালের ২১ মে হরিয়ানার ভা’গানা গ্রামে উচ্চবর্ণের লোকদের স”ঙ্গে দলিতদের বিবাদ শুরু হয়। এ সময় ৫২ টি পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
শামলাতে একটি জমি থেকে অ’বৈধ দখলদারি মুক্ত করার দাবিকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। গ্রামবাসীরা দলিতদের একঘরে করে দিলে তারা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। পরে ভাগানা গ্রামের ৪ দলিত নাবালিকাকে অ’পহরণ করে গ’ণধ’র্ষণের ঘটনা প্রকাশ্যে আসে।

ভাগানা কা- সং’ঘর্ষ সমিতি বা বিকেএসএস’র প্রেসিডেন্ট বীরেন্দর বাগোরিয়া বলেছেন, উচ্চবর্ণের লোকেরা আমা’দের মানুষ বলেই মনে করতে চায় না, তাই ওই ধ’র্মে থাকার আর যৌ’’ক্তিকতা কোথায়? তিনি বলেছেন, মৌলবি আব্দুল হানিফের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধ’র্ম গ্রহণ করেছেন। তারা কলেমা পড়ে নামাজ পড়েছেন বলেও জানান বীরেন্দর বাগোরিয়া।

সূত্রঃ পরিবর্তন tv.