পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

লক্ষ্মীপুরের জেল সুপার ও জেলার বরখাস্ত

বাংলার খবর২৪.কমindex_55298 : লক্ষ্মীপুর জেলা কারাগারে আসামিদের রাজকীয় বসবাস, বেআইনিভাবে নগদ টাকা আদান প্রদান ও মোবাইল ফোন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জেল সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সকালে ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম নাজিম উদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান।

এদিকে সহকারী কমিশনার বেগম উম্মে কুলসুম শম্পাকে সদস্য সচিব ও সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিনকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

এই কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

কারাগার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর জেলা কারাগারে টাকার বিনিময়ে মোবাইল ফোন ব্যবহার, মাদকদ্রব্য সামগ্রী, হাসপাতালে বিভিন্ন অসুস্থ রোগীদের না রেখে সুস্থ্য ও প্রভাবশালী আসামিরা হাসপাতালের বেড দখল করে নিজেদের মত বেড তৈরি করে রাজকীয় বসবাস করে যাচ্ছে।

এছাড়া জেল কর্তৃপক্ষকে ক্যান্টিনের জন্য দেড় লাখ, আসামিদের স্বজনদের সঙ্গে দেখার ঘর বাবত ৫০ হাজার, অফিস কল ভিতরে ২শ’ ও বাহিরে ৭শ’ টাকা, ফাইল প্রতি ৮ জনের ৩ হাজার টাকা, হাসপাতালের সিট প্রতি মাসে ৬ হাজার টাকাসহ আরো বিভিন্ন খাতে টাকা দিতে হয় বলে অভিযোগে জানা যায়। জেলা কারাগারের ভিতরে বন্দী আসামিদের সঙ্গে খারাপ আচারণ, টাকার জন্য চাপ, নিম্নমানের খাবার পরিবেশন করায় আসামিরা প্রতিবাদ করলে জেলা কারাগারের ভিতরে জমাদারে রুমে নিয়ে জেল সুপার মাহবুবুল আলম, জেলার জয়নাল আবেদিনের সহযোগিতায় জমাদার আবু তাহেরসহ অন্য কারারক্ষীরা বন্দী আসামিদের অমানবিক নির্যাতনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে জেল সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনের বিরুদ্ধে।

ইতোমধ্যে কারাগারের ভিতরে দাবিকৃত টাকা না দেয়ায় হাজতি সমুন নামে একজনকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

নির্যাতনের অভিযোগে চলতি বছরের ৩১ আগস্ট আদালতে অন্য মামলায় হাজিরা দিতে এসে বন্দী সুমন জেল সুপার মাহবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনসহ ৪ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় জেল সুপার, জেলার ও কারাগারের জমাদার আবু তাহের ও আরপি মো. কাউছারকে।

আরো অভিযোগ রয়েছে, জেল সুপার ও জেলারের সহায়তায় চিহ্নিত সন্ত্রাসীরা জেলা কারাগারে বসে মোবাইল ফোনে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতেন। এসব সন্ত্রাসীদের ভয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সব সময়ে আতংকে থাকত।

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম নাজিম উদ্দিন জানান, তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক একেএম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া জেলা কারাগার পরিদর্শন করেন। কারাগারের ভিতরে হাসপাতাল পরিদর্শন করার সময় হাসপাতালের ভিতরে হাজতিদের নিজস্ব বেড তৈরি করে বসবাস ও বিভিন্ন সেলে (হাজতিদের রুমে) হাজতিরা মোবাইল ফোন ব্যবহার করে আসছে। এ সময় হাজতি আবুল কাশেম জিহাদী, সৈয়দ নুরুল আমিন বাবর, সুমন মজুমদার, মাইনুর রহমান শিবলু ও কফিল উদ্দিনের কাছ থেকে মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা ও বেশ কয়েকটি ইঞ্জেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়। এসব অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি প্রতিবেদন স্বরাষ্ট্রসচিব, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ও কারা মহা পরিদর্শককে পাঠানো হয়।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বুধবার সকালে জেল সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জেল সুপার মো. মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনের সাথে বার বার চেষ্টা করে ও তাদের কোন মতামত নেয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

লক্ষ্মীপুরের জেল সুপার ও জেলার বরখাস্ত

আপডেট টাইম : ০৩:৪১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_55298 : লক্ষ্মীপুর জেলা কারাগারে আসামিদের রাজকীয় বসবাস, বেআইনিভাবে নগদ টাকা আদান প্রদান ও মোবাইল ফোন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জেল সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সকালে ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম নাজিম উদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান।

এদিকে সহকারী কমিশনার বেগম উম্মে কুলসুম শম্পাকে সদস্য সচিব ও সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিনকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

এই কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

কারাগার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর জেলা কারাগারে টাকার বিনিময়ে মোবাইল ফোন ব্যবহার, মাদকদ্রব্য সামগ্রী, হাসপাতালে বিভিন্ন অসুস্থ রোগীদের না রেখে সুস্থ্য ও প্রভাবশালী আসামিরা হাসপাতালের বেড দখল করে নিজেদের মত বেড তৈরি করে রাজকীয় বসবাস করে যাচ্ছে।

এছাড়া জেল কর্তৃপক্ষকে ক্যান্টিনের জন্য দেড় লাখ, আসামিদের স্বজনদের সঙ্গে দেখার ঘর বাবত ৫০ হাজার, অফিস কল ভিতরে ২শ’ ও বাহিরে ৭শ’ টাকা, ফাইল প্রতি ৮ জনের ৩ হাজার টাকা, হাসপাতালের সিট প্রতি মাসে ৬ হাজার টাকাসহ আরো বিভিন্ন খাতে টাকা দিতে হয় বলে অভিযোগে জানা যায়। জেলা কারাগারের ভিতরে বন্দী আসামিদের সঙ্গে খারাপ আচারণ, টাকার জন্য চাপ, নিম্নমানের খাবার পরিবেশন করায় আসামিরা প্রতিবাদ করলে জেলা কারাগারের ভিতরে জমাদারে রুমে নিয়ে জেল সুপার মাহবুবুল আলম, জেলার জয়নাল আবেদিনের সহযোগিতায় জমাদার আবু তাহেরসহ অন্য কারারক্ষীরা বন্দী আসামিদের অমানবিক নির্যাতনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে জেল সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনের বিরুদ্ধে।

ইতোমধ্যে কারাগারের ভিতরে দাবিকৃত টাকা না দেয়ায় হাজতি সমুন নামে একজনকে বেদম মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

নির্যাতনের অভিযোগে চলতি বছরের ৩১ আগস্ট আদালতে অন্য মামলায় হাজিরা দিতে এসে বন্দী সুমন জেল সুপার মাহবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনসহ ৪ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় জেল সুপার, জেলার ও কারাগারের জমাদার আবু তাহের ও আরপি মো. কাউছারকে।

আরো অভিযোগ রয়েছে, জেল সুপার ও জেলারের সহায়তায় চিহ্নিত সন্ত্রাসীরা জেলা কারাগারে বসে মোবাইল ফোনে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতেন। এসব সন্ত্রাসীদের ভয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সব সময়ে আতংকে থাকত।

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম নাজিম উদ্দিন জানান, তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক একেএম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান, সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া জেলা কারাগার পরিদর্শন করেন। কারাগারের ভিতরে হাসপাতাল পরিদর্শন করার সময় হাসপাতালের ভিতরে হাজতিদের নিজস্ব বেড তৈরি করে বসবাস ও বিভিন্ন সেলে (হাজতিদের রুমে) হাজতিরা মোবাইল ফোন ব্যবহার করে আসছে। এ সময় হাজতি আবুল কাশেম জিহাদী, সৈয়দ নুরুল আমিন বাবর, সুমন মজুমদার, মাইনুর রহমান শিবলু ও কফিল উদ্দিনের কাছ থেকে মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা ও বেশ কয়েকটি ইঞ্জেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়। এসব অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি প্রতিবেদন স্বরাষ্ট্রসচিব, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ও কারা মহা পরিদর্শককে পাঠানো হয়।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বুধবার সকালে জেল সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জেল সুপার মো. মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনের সাথে বার বার চেষ্টা করে ও তাদের কোন মতামত নেয়া যায়নি।