পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১

‘আন্দোলনের প্রস্তুতি নিন, ডাক দিলেই জেগে উঠবেন’

বাংলার খবর২৪.কম images_55398_55416: ক্ষমতাসীন আওয়ামী সরকারের দুর্নীতি ও নানা অনিয়মের কঠোর সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে ফিরিয়ে আনতে স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠাতেই হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- আপনারা আন্দোলনের প্রস্তুতি নিন, ডাক দিলেই জেগে উঠবেন। তখন আওয়ামী সরকারকে বিদায় না করে ঘরে ফিরে যাবো না।

বৃহস্পতিবার বিকেলে নীলফামারীতে ২০ দলীয় জোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ এই জনসভার আয়োজন করে নীলফামারী জেলা ২০ দলীয় জোট।

তিনি বলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল যেমন বাঁকা করতে হয়, তেমনি ভালো ভালো কথায় কাজ না হলে আন্দোলনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

খালেদা জিয়া বলেন, যারা স্বাধীনতার পক্ষে কাজ করেন তাদের কখনো পরাজয় হয় না। আন্দোলনের মাধ্যমে জুলুমবাজ- দুর্নীতিবাজ, খুনীদের হাত থেকে জনগণ ও দেশকে রক্ষা করবো। এদের হাতে বাংলাদেশের মানুষের রক্ত। তাই হাসিনা সরকারকে বিদায় করে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো।

খালেদা জিয়া বলেন, বিগত দিনে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম আপনারা সাড়া দিয়েছিলেন। আপনারা দেখিয়ে দিয়েছেন কী করে আন্দোলন করতে হয়। শুধু ঢাকাতে আন্দোলন গড়ে উঠেনি। এবার ঢাকাতেও আন্দোলন করবো।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে আছে এবং থাকবে। আগামী দিনের আন্দোলনের মধ্যে দিয়ে তারা প্রমাণ দিবে। এদেশের মানুষ একদলীয় শাসন কিংবা বাকশালে বিশ্বাসী নয়। এদেশের মানুষ চায় বহু দলীয় গণতন্ত্র। আর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামী দিনে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

২০ দলীয় নেত্রী বলেন, বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা অবৈধ ও অনির্বাচিত এবং জনগণের প্রতিনিধি নয়। কেননা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনার অধিকার কারো থাকে না। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দিতে হবে। হাসিনা এবং আওয়ামী লীগের অধীনে কোনো দিনেই নির্বাচন সুষ্ঠু হয়নি আর হবেও না।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বেগম জিয়া বলেন, এই কমিশন অথর্ব। এদের দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। যারা দল মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বেগম জিয়া বলেন- হাসিনা হচ্ছে জনগণের কাছে স্বঘোষিত বেঈমান। হাসিনা মিথ্যাবাদী, কথা দিয়ে কথাও রাখেন না। যা অতীতের মতো এখনো প্রমাণ দেখা যাচ্ছে। হাসিনা একটা জিনিস ভালো জানেন, আর তা হচ্ছে মিথ্যা মিথ্যা মিথ্যা। অবৈধ একদলীয় সরকার প্রতিনিয়ত দেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। মনে রাখবেন মিথ্যার ওপর ভর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলে মেনে নেবো। কিন্তু ভোট চুরি করে ক্ষমতায় বসে থাকতে দেয়া হবে না।

পুলিশের উদ্দেশ্যে বেগম জিয়া বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই। কাজেই কথায় কথায় জনগণের ওপর গুলি চালানো বন্ধ করেন। আপনাদেরও মা বোন আছে। ভুলে যাবেন না তাদের জীবন আছে।

তিনি বলেন, বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারকে পৃথিবীর কোনো দেশেই স্বীকৃতি দেয়নি। স্বীকৃতির আশায় দ্বারে দ্বারে ঘুরছে আর ফটো সেশন করছে। মনে রাখবেন এসব করেও স্বীকৃতি পাওয়া যায় না।

২০ দলীয় জোটের প্রধান বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি এবং প্রায় বিনা ভোটে বাদবাকি সদস্যদের নিয়ে এক অনির্বাচিত সংসদ গঠন করেছে অবৈধ ক্ষমতাসীন আওয়ামী লীগ। অথচ সেই প্রহসনের নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দলই অংশ নেয়নি। ভোট কেন্দ্রে কোনো ভোটারের উপস্থিতি ছিল না বরং কুকুর বসে থাকতে দেখা গেছে। ফলে তথাকথিত সংসদে কার্যত কোনো বিরোধীদলও নেই। যারা রয়েছে তারা এক দিকে নিজেদের বিরোধী দল ও অন্যদিকে সরকারের অংশ দাবি করে থাকেন।

তিনি বলেন, অনির্বাচিত সংসদ সদস্যরা মিলে একটি সরকার গঠন করেছে। এই সরকার নির্বাচিত নয়। এই সরকার জনপ্রতিনিধিত্বশীল নয়। এই সরকার বৈধ নয়। এই সরকার গণতান্ত্রিক নয়। এই সরকারের ওপর জনগণের কোনো আস্থা, সমর্থন ও সম্মতি নেই। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়-দায়িত্ব ও জবাবদিহিতাও নেই।

খালেদা জিয়া বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র ছাড়া উন্নয়নের সুষ্ঠু ও উপযোগী পরিবেশ ফিরে আসবে না। মানুষের মধ্যে আজ হতাশা ও অস্থিরতা। সারাদেশের রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। দফায় দফায় দাম বাড়িয়ে এবং কুইক রেন্টালের নামে ব্যাপক লুটপাট হয়েছে কিন্তু বিদ্যুৎ সংকটের কোনো সুরাহা হয়নি।

তিনি বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পাশের হার বাড়িয়ে দেখাতে গিয়ে শিক্ষার মানকে ধ্বংস করে দেয়া হচ্ছে।

তিনি বলেন, শেয়ার বাজার লুট করে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসানো হয়েছে। ব্যাংকগুলো ক্ষমতাসীনদের মদদপুষ্টরা লুটপাট করে খাচ্ছে। অর্থনৈতিক অঙ্গনে একের পর এক বিরাট বিরাট দুর্নীতি ও কেলেঙ্কারির ঘটনা সংবাদ-মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। আর্থিক শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি চলছে।

বিএনপি নেতা বলেন, বাংলাদেশ যতটুকু অগ্রসর হয়েছে, তার বেশিরভাগই সম্ভব হয়েছে জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের আমলে। এখন সেই গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরশাসন ব্যবস্থা ফিরে আসার কারণে দেশ আবারো পিছিয়ে যাচ্ছে।

খালেদা জিয়া বলেন, দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হচ্ছে। নীতিমালার নামে ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে সংবাদ-মাধ্যম। সাংবাদিকরা নিহত, নির্যাতিত ও কারারুদ্ধ হচ্ছেন।

তিনি বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। অন্যায় কাজে সরকারের বেআইনি নির্দেশ পালন করতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর নৈতিকতা ও শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, জমি দখল ও মানুষের ওপর অত্যাচারসহ বিভিন্ন ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছে। মানবাধিকার আজ চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। দলীয়করণে স্থবির হয়ে পড়েছে জনপ্রশাসন।

বেগম জিয়া বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নগ্ন দলীয়করণ ও অবাঞ্ছিত হস্তক্ষেপে ভূলুণ্ঠিত। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। এখন আবার সুপ্রিমকোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা অবৈধ ও অনির্বাচিত সংসদের হাতে নেয়ার জন্য সংবিধানের ষোড়শ সংশোধনী করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের ধরা হচ্ছে না। ভয়ঙ্কর সন্ত্রাসীদের ক্ষমা করে মুক্ত করে দেয়া হচ্ছে। আর মিথ্যা মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের দিয়ে জেল ভরে ফেলা হচ্ছে।

খালেদা জিয়া বলেন, দেশি-বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের সাধারণ মানুষ আজ দিশেহারা। এই অস্বাভাবিক অবস্থা চলতে পারে না।

এসব কারণেই আমরা মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এ সংগ্রাম সকলের। এ সংগ্রামে সকলকে শামিল হতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ওয়ান-ইলেভেনের সরকার আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেরসহ তাদের দলের নেতাকর্মীদের সব মামলা তুলে নিয়েছে। কিন্তু ওই সময়ে আমাদের নামে দায়ের করা মিথ্যা মামলাগুলো না তুলে এখন হয়রানি করা হচ্ছে।

দুদকের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন দুর্নীতি কমিশনে পরিণত হয়েছে। ফলে ক্ষমতাসীনদের দুর্নীতি থেকে দায় মুক্তি দিচ্ছে।

স্থানীয় জেলা স্কুলের মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লে. জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, সেলিমা রহমান, মিজানুর রহমান মিনু, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা

‘আন্দোলনের প্রস্তুতি নিন, ডাক দিলেই জেগে উঠবেন’

আপডেট টাইম : ০৪:১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম images_55398_55416: ক্ষমতাসীন আওয়ামী সরকারের দুর্নীতি ও নানা অনিয়মের কঠোর সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে ফিরিয়ে আনতে স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠাতেই হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- আপনারা আন্দোলনের প্রস্তুতি নিন, ডাক দিলেই জেগে উঠবেন। তখন আওয়ামী সরকারকে বিদায় না করে ঘরে ফিরে যাবো না।

বৃহস্পতিবার বিকেলে নীলফামারীতে ২০ দলীয় জোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ এই জনসভার আয়োজন করে নীলফামারী জেলা ২০ দলীয় জোট।

তিনি বলেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল যেমন বাঁকা করতে হয়, তেমনি ভালো ভালো কথায় কাজ না হলে আন্দোলনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।

খালেদা জিয়া বলেন, যারা স্বাধীনতার পক্ষে কাজ করেন তাদের কখনো পরাজয় হয় না। আন্দোলনের মাধ্যমে জুলুমবাজ- দুর্নীতিবাজ, খুনীদের হাত থেকে জনগণ ও দেশকে রক্ষা করবো। এদের হাতে বাংলাদেশের মানুষের রক্ত। তাই হাসিনা সরকারকে বিদায় করে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো।

খালেদা জিয়া বলেন, বিগত দিনে আমি আন্দোলনের ডাক দিয়েছিলাম আপনারা সাড়া দিয়েছিলেন। আপনারা দেখিয়ে দিয়েছেন কী করে আন্দোলন করতে হয়। শুধু ঢাকাতে আন্দোলন গড়ে উঠেনি। এবার ঢাকাতেও আন্দোলন করবো।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে আছে এবং থাকবে। আগামী দিনের আন্দোলনের মধ্যে দিয়ে তারা প্রমাণ দিবে। এদেশের মানুষ একদলীয় শাসন কিংবা বাকশালে বিশ্বাসী নয়। এদেশের মানুষ চায় বহু দলীয় গণতন্ত্র। আর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আগামী দিনে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

২০ দলীয় নেত্রী বলেন, বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা অবৈধ ও অনির্বাচিত এবং জনগণের প্রতিনিধি নয়। কেননা নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনার অধিকার কারো থাকে না। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দিতে হবে। হাসিনা এবং আওয়ামী লীগের অধীনে কোনো দিনেই নির্বাচন সুষ্ঠু হয়নি আর হবেও না।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বেগম জিয়া বলেন, এই কমিশন অথর্ব। এদের দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। যারা দল মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বেগম জিয়া বলেন- হাসিনা হচ্ছে জনগণের কাছে স্বঘোষিত বেঈমান। হাসিনা মিথ্যাবাদী, কথা দিয়ে কথাও রাখেন না। যা অতীতের মতো এখনো প্রমাণ দেখা যাচ্ছে। হাসিনা একটা জিনিস ভালো জানেন, আর তা হচ্ছে মিথ্যা মিথ্যা মিথ্যা। অবৈধ একদলীয় সরকার প্রতিনিয়ত দেশের মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। মনে রাখবেন মিথ্যার ওপর ভর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলে মেনে নেবো। কিন্তু ভোট চুরি করে ক্ষমতায় বসে থাকতে দেয়া হবে না।

পুলিশের উদ্দেশ্যে বেগম জিয়া বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই। কাজেই কথায় কথায় জনগণের ওপর গুলি চালানো বন্ধ করেন। আপনাদেরও মা বোন আছে। ভুলে যাবেন না তাদের জীবন আছে।

তিনি বলেন, বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারকে পৃথিবীর কোনো দেশেই স্বীকৃতি দেয়নি। স্বীকৃতির আশায় দ্বারে দ্বারে ঘুরছে আর ফটো সেশন করছে। মনে রাখবেন এসব করেও স্বীকৃতি পাওয়া যায় না।

২০ দলীয় জোটের প্রধান বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি এবং প্রায় বিনা ভোটে বাদবাকি সদস্যদের নিয়ে এক অনির্বাচিত সংসদ গঠন করেছে অবৈধ ক্ষমতাসীন আওয়ামী লীগ। অথচ সেই প্রহসনের নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দলই অংশ নেয়নি। ভোট কেন্দ্রে কোনো ভোটারের উপস্থিতি ছিল না বরং কুকুর বসে থাকতে দেখা গেছে। ফলে তথাকথিত সংসদে কার্যত কোনো বিরোধীদলও নেই। যারা রয়েছে তারা এক দিকে নিজেদের বিরোধী দল ও অন্যদিকে সরকারের অংশ দাবি করে থাকেন।

তিনি বলেন, অনির্বাচিত সংসদ সদস্যরা মিলে একটি সরকার গঠন করেছে। এই সরকার নির্বাচিত নয়। এই সরকার জনপ্রতিনিধিত্বশীল নয়। এই সরকার বৈধ নয়। এই সরকার গণতান্ত্রিক নয়। এই সরকারের ওপর জনগণের কোনো আস্থা, সমর্থন ও সম্মতি নেই। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়-দায়িত্ব ও জবাবদিহিতাও নেই।

খালেদা জিয়া বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র ছাড়া উন্নয়নের সুষ্ঠু ও উপযোগী পরিবেশ ফিরে আসবে না। মানুষের মধ্যে আজ হতাশা ও অস্থিরতা। সারাদেশের রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। দফায় দফায় দাম বাড়িয়ে এবং কুইক রেন্টালের নামে ব্যাপক লুটপাট হয়েছে কিন্তু বিদ্যুৎ সংকটের কোনো সুরাহা হয়নি।

তিনি বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পাশের হার বাড়িয়ে দেখাতে গিয়ে শিক্ষার মানকে ধ্বংস করে দেয়া হচ্ছে।

তিনি বলেন, শেয়ার বাজার লুট করে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীকে পথে বসানো হয়েছে। ব্যাংকগুলো ক্ষমতাসীনদের মদদপুষ্টরা লুটপাট করে খাচ্ছে। অর্থনৈতিক অঙ্গনে একের পর এক বিরাট বিরাট দুর্নীতি ও কেলেঙ্কারির ঘটনা সংবাদ-মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। আর্থিক শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি চলছে।

বিএনপি নেতা বলেন, বাংলাদেশ যতটুকু অগ্রসর হয়েছে, তার বেশিরভাগই সম্ভব হয়েছে জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের আমলে। এখন সেই গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরশাসন ব্যবস্থা ফিরে আসার কারণে দেশ আবারো পিছিয়ে যাচ্ছে।

খালেদা জিয়া বলেন, দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হচ্ছে। নীতিমালার নামে ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে সংবাদ-মাধ্যম। সাংবাদিকরা নিহত, নির্যাতিত ও কারারুদ্ধ হচ্ছেন।

তিনি বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। অন্যায় কাজে সরকারের বেআইনি নির্দেশ পালন করতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর নৈতিকতা ও শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, জমি দখল ও মানুষের ওপর অত্যাচারসহ বিভিন্ন ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছে। মানবাধিকার আজ চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। দলীয়করণে স্থবির হয়ে পড়েছে জনপ্রশাসন।

বেগম জিয়া বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নগ্ন দলীয়করণ ও অবাঞ্ছিত হস্তক্ষেপে ভূলুণ্ঠিত। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। এখন আবার সুপ্রিমকোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা অবৈধ ও অনির্বাচিত সংসদের হাতে নেয়ার জন্য সংবিধানের ষোড়শ সংশোধনী করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের ধরা হচ্ছে না। ভয়ঙ্কর সন্ত্রাসীদের ক্ষমা করে মুক্ত করে দেয়া হচ্ছে। আর মিথ্যা মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের দিয়ে জেল ভরে ফেলা হচ্ছে।

খালেদা জিয়া বলেন, দেশি-বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের সাধারণ মানুষ আজ দিশেহারা। এই অস্বাভাবিক অবস্থা চলতে পারে না।

এসব কারণেই আমরা মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এ সংগ্রাম সকলের। এ সংগ্রামে সকলকে শামিল হতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ওয়ান-ইলেভেনের সরকার আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেরসহ তাদের দলের নেতাকর্মীদের সব মামলা তুলে নিয়েছে। কিন্তু ওই সময়ে আমাদের নামে দায়ের করা মিথ্যা মামলাগুলো না তুলে এখন হয়রানি করা হচ্ছে।

দুদকের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন দুর্নীতি কমিশনে পরিণত হয়েছে। ফলে ক্ষমতাসীনদের দুর্নীতি থেকে দায় মুক্তি দিচ্ছে।

স্থানীয় জেলা স্কুলের মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লে. জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, সেলিমা রহমান, মিজানুর রহমান মিনু, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রমুখ।