গতকাল (শুক্রবার) লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫-বি১ বাংলাদেশের অন্যতম ক্লাব, লায়ন্স ক্লাব অব ঢাকা রিজিন্সি ও লিও ক্লাব অব ঢাকা রিজিন্সির উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচি মোহাম্মদপুরে জাকির হোসেন রোড এ অবস্থিত আমরা সবাই ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা রিজিন্সির প্রেসিডেন্ট লায়ন আশরাফুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও লায়ন রাসেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ক্বোরানুল কারিম থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন লিও ত্বোহা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ বাংলাদেশ এর গভর্নর লায়ন আশরাফ হোসেন খান হিরা (MJF) ও তদ্বীয়পত্নী আরো উপস্থিত ছিলেন ৩১৫-বি১, ১ম ভাইস গভর্নর ড. সারোয়ার জাহান জামিল (MJF), ২য় ভাইস গভর্নর লায়ন মাজহারুল আনোয়ার শাহজাহান (MJF), পিডিজি শফিকুল আজম ভূইয়া, ৩১৫-বি১ এর কেভিনেট সেক্রেটারী, কেভিনেট ট্রেজারার, লায়ন রফিকুল বারি মুক্তা (RC-HQ), লায়ন এ্যাড মোঃ জাহাঙ্গীর হোসেন দুলাল (RC-HQ), লায়ন্স ক্লাব অব ঢাকা রিজিন্সি ও লিও ক্লাব অব ঢাকা রিজিন্সির সদস্যবৃন্দসহ প্রমুখ এবং আমরা সবাই ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
লায়ন্স ক্লাব অব ঢাকা রিজিন্সি ও লিও ক্লাব অব ঢাকা রিজিন্সির উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচি
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১০:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- ১৩০৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ