পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণীত

বাংলার খবর২৪.কম : pic-12_124610_55683জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় গঠিত তিনটি উপ-কমিটির প্রতিবেদন সমন্বয় করে এ খসড়া প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে শীঘ্রই শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।

রোববার বেলা সাড়ে ১১ টায় শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটি (ইসিএনসিআইডি) এর ২য় সভায় একথা জানানো হয়।

এর আগে দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) এক সভায় আজকের গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে পর্যালোচনা হয়েছিল।

আজকের সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন প্রণীত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় জানানো হয়, আগামী তিন বছরে দেশের বিভিন্ন এলাকায় ১শ’টি এসএমই শিল্প ক্লাস্টার গড়ে তোলা হবে এবং এসব ক্লাস্টারকে এসএমই ঋণ সহায়তার আওতায় আনা হবে। রপ্তানি দক্ষতা বাড়াতে ১শ’ জন এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।

সভায় শিল্প স্থাপনে যৌক্তিকভাবে জমির ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্প-কারখানা স্থাপনে জমি অধিগ্রহণের জন্য শিল্প, ভূমি, কৃষি, পরিবেশ ও বন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় হতে ২১টি জেলায় সম্পন্ন করা ল্যান্ড জোনিং রিপোর্ট এর আলোকে জেলাগুলোতে শিল্পায়নের ব্যাপক পরিকল্পনা নেয়া হবে বলে জানানো হয়।

সভায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের জন্য আইএমইডি’র নেতৃত্বে একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ এসএমইখাতের উন্নয়নে কর্মরত সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সুপারিশ পেশ করবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কৃষি সচিব ড. এস.এম. নাজমুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদারসহ শিল্প, বস্ত্র ও পাট, মৎস্য ও প্রাণিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিবেশ ও বন, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিসিক, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, পরিকল্পনা কমিশন, এমসিসিআই ও চট্টগ্রাম চেম্বারসহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণীত

আপডেট টাইম : ০১:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : pic-12_124610_55683জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ এর প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় গঠিত তিনটি উপ-কমিটির প্রতিবেদন সমন্বয় করে এ খসড়া প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে শীঘ্রই শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।

রোববার বেলা সাড়ে ১১ টায় শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটি (ইসিএনসিআইডি) এর ২য় সভায় একথা জানানো হয়।

এর আগে দেশব্যাপী পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) এক সভায় আজকের গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে পর্যালোচনা হয়েছিল।

আজকের সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন প্রণীত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় জানানো হয়, আগামী তিন বছরে দেশের বিভিন্ন এলাকায় ১শ’টি এসএমই শিল্প ক্লাস্টার গড়ে তোলা হবে এবং এসব ক্লাস্টারকে এসএমই ঋণ সহায়তার আওতায় আনা হবে। রপ্তানি দক্ষতা বাড়াতে ১শ’ জন এসএমই উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে বলে সভায় তথ্য প্রকাশ করা হয়।

সভায় শিল্প স্থাপনে যৌক্তিকভাবে জমির ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্প-কারখানা স্থাপনে জমি অধিগ্রহণের জন্য শিল্প, ভূমি, কৃষি, পরিবেশ ও বন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় হতে ২১টি জেলায় সম্পন্ন করা ল্যান্ড জোনিং রিপোর্ট এর আলোকে জেলাগুলোতে শিল্পায়নের ব্যাপক পরিকল্পনা নেয়া হবে বলে জানানো হয়।

সভায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের জন্য আইএমইডি’র নেতৃত্বে একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ এসএমইখাতের উন্নয়নে কর্মরত সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে সুপারিশ পেশ করবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কৃষি সচিব ড. এস.এম. নাজমুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদারসহ শিল্প, বস্ত্র ও পাট, মৎস্য ও প্রাণিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিবেশ ও বন, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিসিক, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, পরিকল্পনা কমিশন, এমসিসিআই ও চট্টগ্রাম চেম্বারসহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।