পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এমপি আনার হত্যায় জড়িত কে এই সিলিস্তা? Logo পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ পড়ে রয়েছে Logo প্রতিদিন সড়কে অভিযান, মিলছে সুফল: বিআরটিএ চেয়ারম্যান Logo পাটগ্রামে সচিবের বিরুদ্ধে ইজিপিপির মাটি কাটার টাকা আত্মসাৎ অভিযোগ উঠেছে Logo ডেমরায় অটোরিকশার ভাড়া ৫ টাকা কমালেন ওসি জহিরুল ইসলাম Logo বগুড়া আদমদিঘীতে রান্না করা খিচুড়িতে ছাগলের বিষ্ঠা ও ময়লা দেওয়া ঘটনায় এসি ল্যান্ডের বিরুদ্ধে তদন্ত Logo বাউফলে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী মোশারেফ হোসেন খাঁন Logo বগুড়া আদমদীঘিতে উপজেলা পরিষদ জনগণের ভোটে নির্বাচনে জয়ী হলেন যারা Logo বগুড়ায় দস্যুতার সাথে জড়িত ৩ যুবককে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ Logo বিশ্ব মেডিটেশন দিবসে বগুড়ায় পাঁচ শতাধিক ধ্যানীর সমাগম

ফের গাজায় নৃশংসতা শুরু : জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্কfilistin_46987: তিনদিনের অস্ত্রবিরতির পর ফিলিস্তিনের গাজায় ফের নৃশংসতা শুরু হওয়ায় ইসরাইল এবং হামাসকে নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, পুনরায় পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তারা আরো হুমকির মধ্যে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষ দ্রুত একটি সমাধানের উপায় খুঁজে বের করবে। যাতে মানবতার বিষয়টি অগ্রাধিকার পায়।

মুন উভয় পক্ষকে মিশরের কায়রোতে শান্তি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, উভয় পক্ষেরই উচিত, একটি স্থায়ী যুদ্ধ বিরতির দিকে এগিয়ে যাওয়া। হামাসের পুনরায় রকেট নিক্ষেপের সিদ্ধান্ত শুধু ইসরায়েলি নাগরিকদের নয়, বরং গাজার মানুষদেরকেও চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

আর্নেস্ট আরো বলেন, এভাবে হামলা করে হামাস ফিলিস্তিনিদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাই যুক্তরাষ্ট্র আশাবাদী উভয় পক্ষই চুক্তির মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধ বিরতিতে সম্মত হবে।

এদিকে, ইসরাইল দাবি করেছে, বিরতির পরে পুনরায় হামাস রকেট লাঞ্চার নিক্ষেপ করেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরাইলি ভুখণ্ডে ৪০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর জবাব দিতেই নতুন করে হামলা শুরু করেছে তেলআবিব।

ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুস্তফা বারঘৌটি বলেন, শুক্রবারের রকেট হামলা হামাস নয়, অন্য কেউ করেছে।

বারঘৌটি আরো বলেন, গাজার একটি মসজিদে ইসরাইল মিশাইল হামলা চালায়। এতে ১০ বছরের এক শিশু নিহত হয়। এছাড়া রাফায় ইসলামিক জিহাদের একজন নিহত হয়।

অপরদিকে, হামাস তাদের হাতে বন্দি ইসরাইলি সেনা গিলাড শালিটকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজা থেকে অবরোধ তুলে নেওয়া এবং ১০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

হামাসও গাজা বেসামরিকীকরণের ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর এসব কারণেই শান্তি আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না বলে জানা গেছে।

মিশর উভয় পক্ষকে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে দীর্ঘমেয়াদি যুদ্ধ বিরতিতে অসম্মতি জানিয়ে হামাস বলেছে, ইসরাইল দাবি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হামাস। আর রকেট হামলার বিষয়ে আশানুরুপ কোনো সমাধান না হওয়ায় সমঝোতা বৈঠক ত্যাগ করেছে ইসরাইলি প্রতিনিধি দল।

এসব কারণে মিশরীয় মধ্যস্থতাকারীর সঙ্গে শুক্রবার উভয় পক্ষের বৈঠকে কোনো সমাধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবারের হামলায় গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও দু’জন ইসরাইলি আহত হয়েছে। এর আগে গত ৮ জুলাই শুরু হওয়া ইসরাইলি নৃশংসতায় এ পর্যন্ত ১৯০০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশই শিশু। অন্যদিকে ইসরাইলের ৩ জন সাধারণ নাগরিক ও ৬৪ জন সেনা নিহত হয়। এমন পরিস্থিতির মধ্যে গত ৫ আগস্ট মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধ বিরতি শুরু হয়।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি আনার হত্যায় জড়িত কে এই সিলিস্তা?

ফের গাজায় নৃশংসতা শুরু : জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

আপডেট টাইম : ০৭:৩৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪

আন্তর্জাতিক ডেস্কfilistin_46987: তিনদিনের অস্ত্রবিরতির পর ফিলিস্তিনের গাজায় ফের নৃশংসতা শুরু হওয়ায় ইসরাইল এবং হামাসকে নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, পুনরায় পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তারা আরো হুমকির মধ্যে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষ দ্রুত একটি সমাধানের উপায় খুঁজে বের করবে। যাতে মানবতার বিষয়টি অগ্রাধিকার পায়।

মুন উভয় পক্ষকে মিশরের কায়রোতে শান্তি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, উভয় পক্ষেরই উচিত, একটি স্থায়ী যুদ্ধ বিরতির দিকে এগিয়ে যাওয়া। হামাসের পুনরায় রকেট নিক্ষেপের সিদ্ধান্ত শুধু ইসরায়েলি নাগরিকদের নয়, বরং গাজার মানুষদেরকেও চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

আর্নেস্ট আরো বলেন, এভাবে হামলা করে হামাস ফিলিস্তিনিদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাই যুক্তরাষ্ট্র আশাবাদী উভয় পক্ষই চুক্তির মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধ বিরতিতে সম্মত হবে।

এদিকে, ইসরাইল দাবি করেছে, বিরতির পরে পুনরায় হামাস রকেট লাঞ্চার নিক্ষেপ করেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরাইলি ভুখণ্ডে ৪০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর জবাব দিতেই নতুন করে হামলা শুরু করেছে তেলআবিব।

ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তা মুস্তফা বারঘৌটি বলেন, শুক্রবারের রকেট হামলা হামাস নয়, অন্য কেউ করেছে।

বারঘৌটি আরো বলেন, গাজার একটি মসজিদে ইসরাইল মিশাইল হামলা চালায়। এতে ১০ বছরের এক শিশু নিহত হয়। এছাড়া রাফায় ইসলামিক জিহাদের একজন নিহত হয়।

অপরদিকে, হামাস তাদের হাতে বন্দি ইসরাইলি সেনা গিলাড শালিটকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজা থেকে অবরোধ তুলে নেওয়া এবং ১০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

হামাসও গাজা বেসামরিকীকরণের ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর এসব কারণেই শান্তি আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না বলে জানা গেছে।

মিশর উভয় পক্ষকে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে দীর্ঘমেয়াদি যুদ্ধ বিরতিতে অসম্মতি জানিয়ে হামাস বলেছে, ইসরাইল দাবি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তবে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হামাস। আর রকেট হামলার বিষয়ে আশানুরুপ কোনো সমাধান না হওয়ায় সমঝোতা বৈঠক ত্যাগ করেছে ইসরাইলি প্রতিনিধি দল।

এসব কারণে মিশরীয় মধ্যস্থতাকারীর সঙ্গে শুক্রবার উভয় পক্ষের বৈঠকে কোনো সমাধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবারের হামলায় গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও দু’জন ইসরাইলি আহত হয়েছে। এর আগে গত ৮ জুলাই শুরু হওয়া ইসরাইলি নৃশংসতায় এ পর্যন্ত ১৯০০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশই শিশু। অন্যদিকে ইসরাইলের ৩ জন সাধারণ নাগরিক ও ৬৪ জন সেনা নিহত হয়। এমন পরিস্থিতির মধ্যে গত ৫ আগস্ট মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধ বিরতি শুরু হয়।

সূত্র: বিবিসি