পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার। Logo লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Logo বগুড়া সান্তাহার রেলওয়ে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাইয়ের চেষ্টা Logo লালমনিরহাট জেলার স-মিল গুলোতে কোন প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কাজ করছে স-মিল শ্রমিক শ্রমিকরা। Logo জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৪, গ্রেফতার ২ Logo স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে পাশবিক নির্যাতনের পর তালাক নোটিশ! Logo বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা! Logo জরিমানা ছাড়া মোটরযানের কাগজ হালনাগাদ করা যাবে জুন পর্যন্ত Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা

‘পথবাসীদের সাংবিধানিক অধিকার দিতে সরকার ব্যর্থ’

ঢাকা : পথবাসী ও বস্তিবাসী মানুষের প্রতি সাংবিধানিক অধিকার দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর পথবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠায় চিহ্নিত সমস্যা নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. মিজান বলেন, আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশের বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই সমতা, ন্যায় বিচার এবং মানবতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠুক।

তিনি বলেন, পথবাসী জনগণের ক্ষেত্রে বর্তমান ঠিকানা না থাকায় অনেকেই জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না এবং ভোটার হতে পারছেন না। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠিকানা না থাকার অযুহাতে তাদেরকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছেন। কিন্তু আইনে এটা কোনো বাধা নয়। একজন মানুষ সে যেখানেই থাকুন না কেন তিনি তার নাগরিক অধিকার প্রাপ্য হবেন।

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি আইনের প্রশংসা করে তিনি বলেন, এটি একটি জনবান্ধব আইন। তবে আইনের বাস্তবায়নকারীরা জনবান্ধব নয়। আমলাতান্ত্রিক জটিলতাই এর বড় বাধা।

তিনি বলেন, রাষ্ট্রের প্রকৃত জনগণরা অ-জনগণে রুপান্তরিত হচ্ছে।

এ থেকে বেড়িয়ে আসতে হলে প্রথমে সড়ষে থেকে ভূত তাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভার বিশেষ অতিথি মো. ইসরাফিল আলম এমপি বলেন, বাংলাদেশে পথবাসীদের সংখ্যা কতো তার সঠিক হিসেব সরকারের কাছে নেই। ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার হবে। তাদের অনেক নাগরিক প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু বিষয়টা যতোটা না আইনগত তার চেয়ে বেশি দৃষ্টিভঙ্গিজনিত। তাই সকলকে সচেতনতার বিষয়ে জোড় দিতে হবে।

তিনি বলেন, পথবাসীদের মধ্যে নারী এবং শিশু পথবাসীদের সমস্যটা বেশি। এজন্য সরকারের খাস জায়গাগুলোতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। সেইসঙ্গে দুস্থ মানুষের জন্য সরকারি সহযোগিতা ঠিক ব্যক্তিকে দেয়া হলে এই সমস্যা কিছুটা কমবে।

সভায় পথবাসী মানুষের নাগরিক অধিকারের প্রতিবন্ধকতা নিয়ে ধারণাপত্র পড়ে শোনান ব্লাস্ট-এর অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সচিব এম.এ সালাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. এ জাফর সরকার, কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার।

‘পথবাসীদের সাংবিধানিক অধিকার দিতে সরকার ব্যর্থ’

আপডেট টাইম : ১০:৪৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০১৪

ঢাকা : পথবাসী ও বস্তিবাসী মানুষের প্রতি সাংবিধানিক অধিকার দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর পথবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠায় চিহ্নিত সমস্যা নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. মিজান বলেন, আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশের বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই সমতা, ন্যায় বিচার এবং মানবতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠুক।

তিনি বলেন, পথবাসী জনগণের ক্ষেত্রে বর্তমান ঠিকানা না থাকায় অনেকেই জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না এবং ভোটার হতে পারছেন না। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠিকানা না থাকার অযুহাতে তাদেরকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছেন। কিন্তু আইনে এটা কোনো বাধা নয়। একজন মানুষ সে যেখানেই থাকুন না কেন তিনি তার নাগরিক অধিকার প্রাপ্য হবেন।

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি আইনের প্রশংসা করে তিনি বলেন, এটি একটি জনবান্ধব আইন। তবে আইনের বাস্তবায়নকারীরা জনবান্ধব নয়। আমলাতান্ত্রিক জটিলতাই এর বড় বাধা।

তিনি বলেন, রাষ্ট্রের প্রকৃত জনগণরা অ-জনগণে রুপান্তরিত হচ্ছে।

এ থেকে বেড়িয়ে আসতে হলে প্রথমে সড়ষে থেকে ভূত তাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভার বিশেষ অতিথি মো. ইসরাফিল আলম এমপি বলেন, বাংলাদেশে পথবাসীদের সংখ্যা কতো তার সঠিক হিসেব সরকারের কাছে নেই। ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার হবে। তাদের অনেক নাগরিক প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু বিষয়টা যতোটা না আইনগত তার চেয়ে বেশি দৃষ্টিভঙ্গিজনিত। তাই সকলকে সচেতনতার বিষয়ে জোড় দিতে হবে।

তিনি বলেন, পথবাসীদের মধ্যে নারী এবং শিশু পথবাসীদের সমস্যটা বেশি। এজন্য সরকারের খাস জায়গাগুলোতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। সেইসঙ্গে দুস্থ মানুষের জন্য সরকারি সহযোগিতা ঠিক ব্যক্তিকে দেয়া হলে এই সমস্যা কিছুটা কমবে।

সভায় পথবাসী মানুষের নাগরিক অধিকারের প্রতিবন্ধকতা নিয়ে ধারণাপত্র পড়ে শোনান ব্লাস্ট-এর অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের সচিব এম.এ সালাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. এ জাফর সরকার, কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা প্রমুখ।